Shema Eagle+ এবং TUFF+ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল, দাম ও ফিচার্স জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Sep 13, 2023 | 10:40 AM

Shema TUFF+ হল একটি মাল্টি-ইউটিলিটি EV লোডার, যার লোডিং ক্যাপাসিটি 150 কেজি। ইলেকট্রিক ভেহিকলটি সর্বাধিক 60 kmph পর্যন্ত স্পিড দিতে পারে। অন্য দিকে Shema Eagle+ হল একটি প্যাসেঞ্জার ইলেকট্রিক টু-হুইলার, যা সর্বাধিক 50 kmph পর্যন্ত স্পিড দিতে পারে।

Shema Eagle+ এবং TUFF+ ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল, দাম ও ফিচার্স জেনে নিন
এসে গেল কম দামের চমৎকার ই-স্কুটার।

Follow Us

Latest Electric Scooter: দেশে নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Shema E-Vehicle & Solar নামের একটি সংস্থা। এক সঙ্গে দুটি নতুন মডেল নিয়ে এসেছে ব্র্যান্ডটি। মডেল দুটির নাম Eagle+ এবং TUFF+। লেটেস্ট ই-স্কুটার দুটির দাম যথাক্রমে 1.17 লাখ টাকা ও 1.39 লাখ টাকা। দেশের বিভিন্ন প্রান্তে Shema-র ডিলার শোরুম থেকে এই ইলেকট্রিক স্কুটার ক্রয় করতে পারবেন কাস্টমাররা। বিভিন্ন জায়গায় FAME II এবং রাজ্য-ভিত্তিক ভর্তুকির ফলে স্কুটারের দাম কিছুটা হলেও নির্ভর করবে।

এদের মধ্যে Shema TUFF+ হল একটি মাল্টি-ইউটিলিটি EV লোডার, যার লোডিং ক্যাপাসিটি 150 কেজি। ইলেকট্রিক ভেহিকলটি সর্বাধিক 60 kmph পর্যন্ত স্পিড দিতে পারে। অন্য দিকে Shema Eagle+ হল একটি প্যাসেঞ্জার ইলেকট্রিক টু-হুইলার, যা সর্বাধিক 50 kmph পর্যন্ত স্পিড দিতে পারে। এই দুই ইলেকট্রিক স্কুটারেই রয়েছে একাধিক অতিরিক্ত অ্যাক্সেসারিজ়। তার মধ্যে উল্লেখযোগ্য হল ব্লুটুথ স্পিকার, অ্যান্টি-থেফট অ্যালার্ম, ইউএসবি চার্জিং পোর্ট এবং সেন্ট্রাল লকিং সিস্টেম।

প্রোডাকশনে জোয়ার আনতে দেশের বেশ কিছু জায়গায় ইলেকট্রিক ভেহিকল ডিস্ট্রিবিউটরদের সঙ্গে জুটি বেঁধে বিভিন্ন মার্কেটপ্লেসে পৌঁছে যেতে চাইছে সংস্থাটি। তারা একটি অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে, এগ্রিগেটরদের কাছে ইতিমধ্যেই 20,000 ইলেকট্রিক ভেহিকল পৌঁছে দিয়েছে।

Shema ইলেকট্রিকের প্রতিষ্ঠাতা এবং সিইও যোগেশ কুমার লাথ বলছেন, “অনবদ্য প্রযুক্তির মাধ্যমে Shema ইলেকট্রিক দেশের ইলেকট্রিক মোবিলিটির ভবিষ্যত সুনিশ্চিত করতে চাইছি। বিশ্ব ইভি দিবসে আমরা এই নতুন দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে প্রতিশ্রুতি পূরণ করছি। ডিলার, ডিস্ট্রিবিউটর এবং কাস্টমারদের আমরা ধন্যবাদ জানাই, তাঁদের এই পরিমাণ সাপোর্টের জন্য।”