Steelbird New Helmet: মাত্র 1,199 টাকায় নতুন হেলমেট নিয়ে এল Steelbird, প্রচণ্ড গরমে চালকের মাথা ঠান্ডা রাখবে!

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 12, 2023 | 1:04 PM

Steelbird SBA19 R2K Flip-Up হেলমেটের সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল এয়ারফ্লো ভেন্টিলেশন সিস্টেম। এই গ্রীষ্মে এরকম হেলমেটের থেকে আরাম আপনি আর কিছুতে পাবেন না। মাত্র 1,199 টাকার এই হেলমেট আপনি ক্রয় করতে পারবেন অনলাইনে, কোম্পানির অফিসিয়াল স্টোর থেকে।

Steelbird New Helmet: মাত্র 1,199 টাকায় নতুন হেলমেট নিয়ে এল Steelbird, প্রচণ্ড গরমে চালকের মাথা ঠান্ডা রাখবে!
গরমের সেরা স্টিলবার্ড হেলমেট।

Follow Us

Steelbird একটি দুর্দান্ত হেলমেট লঞ্চ করেছে, যার নাম SBA19 R2K ফ্লিপ-আপ হেলমেট। বেশ কম দামে লঞ্চ করা হয়েছে হেলমেটটি। এর সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার হল এয়ারফ্লো ভেন্টিলেশন সিস্টেম। এই গ্রীষ্মে এরকম হেলমেটের থেকে আরাম আপনি আর কিছুতে পাবেন না। এই ফিচারের ফলে গরমকালে বাইক বা স্কুটারের মাথা ঠান্ডা থাকবে! তার থেকেও বড় কথা হেলমেটটি BIS-সার্টিফায়েড। মাত্র 1,199 টাকার এই হেলমেট আপনি ক্রয় করতে পারবেন অনলাইনে, কোম্পানির অফিসিয়াল স্টোর থেকে।

SBA19 R2K Flip-Up হেলমেটটি উচ্চ-প্রভাব সম্পন্ন থার্মোপ্লাস্টিক সেল দ্বারা নির্মিত। যে কোনও পরিস্থিতিতে অতিরিক্ত সুরক্ষা প্রদান করতে সক্ষম এই থার্মোপ্লাস্টিক সেলটি। হেলমেটের ভিতরটি পরিবর্তনযোগ্য, যা আরোহীকে ব্যাপক আরাম দিতে পারে। রয়েছে হাই-ডেনসিটি EPS, যা ইমপ্যাক্ট-রেজ়িস্ট্যান্ট। একটি পলিকার্বোনেট অ্যান্টি-স্ক্র্যাচ কোটিং যুক্ত ভাইসর দেওয়া হয়েছে, যা চালকদের স্বচ্ছ দৃষ্টি প্রদান করতে পারে এবং টেকসইও।

SBA19 R2K ফ্লিপ-আপ হেলমেটটি পাওয়া যাবে মোট তিনটি সাইজ়ে- মিডিয়াম 580 mm, বড় 600mm এবং এক্সট্রা লার্জ 620mm। চালকরা তাঁদের মাথার সাইজ় অনুযায়ী বেছে নিতে পারবেন মনপসন্দ রঙের হেলমেটটি। খুব সহজে যাতে খোলা এবং পরা যায়, তার জন্য এই হেলমেটটিতে রয়েছে কুইক-রিলিজ় বাকল্।

নতুন হেলমেটটি লঞ্চ করে Steelbird Helmets-এর ম্যানেজিং ডিরেক্টর রাজীব কাপুর বলছেন, “SBA19 Flip-Up হেলমেট লঞ্চ করে আমরা সত্যিই গর্বিত। মূলত, গরমে চালকদের স্বস্তি দেওয়ার জন্য এই হেলমেটটি নিয়ে আসা হয়েছে। এই হেলমেট যে শুধুই সস্তা তা নয়। এয়ারফ্লো ভেন্টিলেশন সিস্টেম থেকে শুরু করে নোজ় প্রোটেক্টর এবং ফ্লিপ-আপের মতো একাধিক জরুরি ফিচার্স রয়েছে। Steelbird-এ আমাদের মূল ফোকাস হল, চালকের নিরাপত্তার পাশাপাশি তাঁর স্বস্তির দিকটাও নিশ্চিত করা। আমরা নিশ্চিত যে, SBA19 Flip-Up Helmet দেশের টু-হুইলার চালকদের কাছে সমাদৃত হবে।”

Next Article