
Buzz Electric Scooter: দেশে আর একটি ইলেকট্রিক ভেহিকল স্টার্ট-আপ তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে। Stella Moto-র প্রথম মডেলটি ভারতে শীঘ্রই আসবে বলে জানা গিয়েছে। Jaidka Group নামের একটি সংস্থা ভারতে Stella Moto-র ইলেকট্রিক স্কুটারগুলি তৈরি করবে। সংস্থাটি বিগত ছয় বছর ধরে দেশের ইলেকট্রিক ভেহিকল স্পেসে রয়েছে।
Stella Moto মূলত তিন-চাকা গাড়ি তৈরি করে প্যাসেঞ্জার ও কার্গো কেরিয়ার সেগমেন্টে। এখন সংস্থাটি ভারতে নতুন এবং হাই-ক্লাস ইলেকট্রিক দু’চাকা গাড়ি লঞ্চ করতে চলেছে। প্রতিযোগিতামূলক দামেই ই-স্কুটারটি আত্মপ্রকাশ করবে ভারতে। তামিলনাড়ু হোসূরে স্টেলা মোটো-র ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে।
জানা গিয়েছে, স্টেলা মোটো তাদের প্রথম ইলেকট্রিক স্কুটারটি ভারতে নভেম্বরেই লঞ্চ করবে। সংস্থার প্রথম ইলেকট্রিক স্কুটারের নাম ‘Buzz’।
প্রথম ইলেকট্রিক স্কুটারের আনুষ্ঠানিক ঘোষণা করতে গিয়ে জাইদকা গ্রুপের ডিরেক্টর গোপাল কে জাইদকা বলছেন, “অটোমোবাইল সেক্টরে বরাবরই আমাদের আগ্রহ ছিল। এখন ইলেকট্রিক টু-হুইলার স্পেসে আসতে পেরে আমরা খুবই উত্তেজিত। উদ্দেশ্যপূর্ণ, অত্যন্ত নিরাপদ এবং নেতৃস্থানীয় বৈদ্যুতিক যানবাহন তৈরি করতে আমরা গত কয়েক বছর একটি শক্তিশালী রিসার্চ ও ডেভেলপমেন্ট এবং প্রযুক্তির অবকাঠামো তৈরি করতে ব্যয় করেছি।”
“আমরা এখন ইলেকট্রিক যানবাহন লঞ্চের জন্য প্রস্তুত। সর্বোত্তম পরিসর, গুণমানের বৈশিষ্ট্য এবং ডিজাইন সহ দেশে এবং এর বাইরেও আমরা পরিষেবা পৌঁছে দিতে তৈরি। আমরা গত কয়েক বছর ধরে ইভি স্পেস ডেভেলপ হতে দেখছি এবং কিছু গলদও লক্ষ্য করেছি, যে জায়গাটা আমরা আমাদের নতুন পণ্যের অফার দিয়ে পূরণ করতে চাই। আমরা নিশ্চিত যে, শেষ প্রান্তের ব্যবহারকারীদের কাছে আমাদের ইলেকট্রিক যানবাহন প্রশংসা পাবে,” জাইদকা যোগ করেন।
স্টেলা মোটো প্রধান শহরগুলিতে তার রিটেল আউটলেট খোলার পরিকল্পনা করেছে। আগামী বছরে অন্তত 200টি ডিলারশিপ খোলার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই 55 জন অনুমোদিত ডিলার নিয়োগ করেছে সংস্থাটি। এই অটোমোবাইল নির্মাতা 10,000 এরও বেশি ইভি বিক্রি করে 2023 আর্থিক বছর ক্লোজ় করার পরিকল্পনা করেছে।