সুজুকি হায়াবুসার দ্বিতীয় এডিশন আসছে ভারতে, জুলাই-অগস্টেই শুরু বিক্রি

Sohini chakrabarty |

Jun 01, 2021 | 1:51 PM

থার্ড জেনারেশনের হায়াবুসা বাইকের দাম আগের মডেলের তুলনায় প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এর আগের হায়াবুসা স্পোর্টসবাইকের দাম ছিল ১৩.৭০ লক্ষ টাকা (এক্স শোরুম)। আর নতুন বাইকের দাম ১৬.৪০ লক্ষ টাকা।

সুজুকি হায়াবুসার দ্বিতীয় এডিশন আসছে ভারতে, জুলাই-অগস্টেই শুরু বিক্রি
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল লঞ্চ হয়েছিল এই বাইক। ৪৮ ঘণ্টার মধ্যেই এই হেভিওয়েট স্পোর্টসবাইকের প্রথম লটের স্টক শেষ হয়ে গিয়েছিল।

Follow Us

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো  হয়েছে, নতুন জেনারেশনের হায়াবুসা বাইকের দ্বিতীয় ব্যাচ ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। চলতি বছর জুলাই বা অগস্ট মাসে শুরু হবে নিউ জেনারেশন হায়াবুসা সেকেন্ড ব্যাচের ডেলিভারি। প্রথমবার বাইক লঞ্চের কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল সমস্ত মডেল। ফলে প্রিবুকিংও বন্ধ হয়ে গিয়েছিল। ভারতে ১৬.৪০ লক্ষ টাকায় (এক্স শোরুম) লঞ্চ হয়েছিল এই বাইক। প্রথম ব্যাচের বাইকের ডেলিভারিও শুরু হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, জুলাই অথবা অগস্ট মাস থেকে নিউ জেনারেশন হায়াবুসা বাইকের সেকেন্ড ব্যাচেরও বিক্রি শুরু হবে।

প্রায় এক দশক পর ২০২১ সালে নতুন হায়াবুসা মডেল নিয়ে হাজির হয়েছিল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। নতুন ডিজাইন, আপগ্রেডেড এরোডায়নয়ামিক্স এবং নতুন ইলেকট্রনিক্স ফিচার নিয়ে লঞ্চ হয়েছিল এই বাইক। থার্ড জেনারেশনের হায়াবুসা বাইকের দাম আগের মডেলের তুলনায় প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এর আগের হায়াবুসা স্পোর্টসবাইকের দাম ছিল ১৩.৭০ লক্ষ টাকা (এক্স শোরুম)। আর নতুন বাইকের দাম ১৬.৪০ লক্ষ টাকা। নতুন হায়াবুসা বাইকের ইঞ্জিনের মাইলেজ ১৮.৫ কিলোমিটার/প্রতি লিটার। অর্থাৎ এক লিটার জ্বালানিতে এই বাইক ১৮.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৯০ কিলোমিটার।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল বিএমডব্লু-র স্পেশ্যাল এক্স৭ ‘ডার্ক এডিশন’, দাম শুরু ২.০২ কোটি টাকা থেকে

কিন্তু এই বাইকের প্রথম ব্যাচের প্রিবুকিং শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে ‘আউট অফ স্টক’ হয়ে যায় হায়াবুসা মডেল। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল লঞ্চ হয়েছিল এই বাইক। ৪৮ ঘণ্টার মধ্যেই এই হেভিওয়েট স্পোর্টসবাইকের প্রথম লটের স্টক শেষ হয়ে গিয়েছিল। তবে আবার দ্বিতীয় ব্যাচের জন্য বাইকের প্রিবুকিং এবং বাইকের বিক্রি শুরু হবে। সেই সঙ্গে হবে ডেলিভারিও। তিনটি ডুয়াল-টোন রঙে পাওয়া যাবে এই বাইক। Glass Sparkle Black with Candy Burnt Gold, Metallic Mat Sword Silver with Candy Daring Red এবং Pearl Brilliant White with Metallic Mat Stellar Blue— এই তিনটি রঙে ভারতের বাজারে পাওয়া যাবে থার্ড জেনারেশন হায়াবুসা স্পোর্টস বাইক।

Next Article