Tata Motors Offers October: উৎসবের মরসুমে টাটা মোটরস তার একাধিক গাড়িতে আকর্ষণীয় ছাড় দিচ্ছে। ইলেকট্রিক ভেহিকল থেকে শুরু করে সমস্ত প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে বিক্রিবাট্টার নিরিখে এই মুহূর্তে দাপিয়ে বেড়াচ্ছে টাটা মোটরস। FY23-এর দ্বিতীয় কোয়ার্টারে মোট 1,42,325 ইউনিট গাড়ি বিক্রি করেছে সংস্থাটি, ঠিক সেখানেই FY23-এর প্রথম কোয়ার্টারে 1,30,125 ইউনিট টাটার গাড়ি বিক্রি হয়েছিল। দেশি এই অটো জায়ান্টের ঝুলিতে এখন টিয়াগো, টিগর, অলট্রোজ়, পাঞ্চ, নিক্সন, হ্যারিয়ার এবং সাফারির মতো কিছু জনপ্রিয় গাড়ি রয়েছে। পাশাপাশি সংস্থাটির তিনটি ইলেকট্রিক ভেহিকলও রয়েছে। এখন অক্টোবরে টাটা মোটরস তার টিয়াগো, টিগর, অলট্রোজ়, হ্যারিয়ার, সাফারি ইত্যাদি গাড়িতে 60,000 টাকা করে ছাড় দিচ্ছে। তবে পাঞ্চ ও নিক্সনে আপাতত কোনও ছাড় থাকছে না।
টাটা অলট্রোজ়
একাধিক ডিলার সোর্স থেকে জানা গিয়েছে, ডিসিএ ব্যতিরেকে টাটা অলট্রোজ় প্রিমিয়াম হ্যাচব্যাকের সব ভ্যারিয়েন্টে 20,000 টাকা করে ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে 10,000 টাকার কনজ়িউমার স্কিম এবং 10,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট।
টাটা টিয়াগো
টিয়াগো পেট্রোল গাড়িটির XT, XTO এবং XT Rhythm ভ্যারিয়েন্টগুলিতে কনজ়িউমার স্কিমে মিলছে 20,000 টাকা ছাড় এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে মিলছে 10,000 টাকা ছাড়। অর্থাৎ সব মিলিয়ে এখন টাটা টিয়াগো-তে 30,000 টাকা ছাড় পাওয়া যাবে। এই গাড়ির অন্যান্য ভ্যারিয়েন্টগুলিতে কনজ়িউমার স্কিমে মিলছে 15,000 টাকা ছাড় এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে মিলছে 10,000 টাকা ছাড়। অর্থাৎ সব মিলিয়ে মিলবে 25,000 টাকা ডিসকাউন্ট। পাশাপাশি টিয়াগো সিএনজি ভ্যারিয়েন্টেও কনজ়িউমার স্কিমে 30,000 টাকা এবং এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে 10,000 টাকা ছাড় পাওয়া যাবে।
টাটা টিগর
টাটা টিগর পেট্রোলের প্রতিটি ভ্যারিয়েন্টে 30,000 টাকা করে ছাড় পাওয়া যাবে। কনজ়িউমার স্কিম এবং এক্সচেঞ্জ দুটি ক্ষেত্রেই 15,000 টাকা করে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। অন্য দিকে আবার টিগর সিএনজি ভ্যারিয়েন্টেও মিলছে সব মিলিয়ে 40,000 টাকা ছাড়, যার মধ্যে 25,000 টাকার কনজ়িউমার স্কিম রয়েছে এবং 15,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট রয়েছে।
টাটা হ্যারিয়ার
জেট এবং কেজ়েডআর বাদ দিয়ে টাটা হ্যারিয়ারের সমস্ত মডেলেই এক্সচেঞ্জ ডিসকাউন্ট হিসেবে থাকছে 50,000 টাকা। এই গাড়িতে কনজ়িউমার স্কিমে কোনও ছাড় থাকছে না। অন্য দিকে কেজ়েডআর ভ্যারিয়েন্টে মিলবে 60,000 টাকা ছাড়, যার মধ্যে 20,000 টাকার কনজ়িউমার স্কিম রয়েছে এবং 40,000 টাকার এক্সচেঞ্জ ডিসকাউন্ট রয়েছে।
টাটা সাফারি
হ্যারিয়ারে ঠিক যে পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে, সেই একই ছাড় থাকছে টাটা সাফারি গাড়িটির ক্ষেত্রেও। এই গাড়িতেও কোনও কনজ়িউমার স্কিম থাকছে না, কেবল এক্সচেঞ্জ ডিসকাউন্ট থাকছে 50,000 টাকার। যদিও এই ছাড় গাড়িটির জেট এবং কেজ়েডআর মডেলের জন্য নয়। কেজ়েডআর মডেলে সব মিলিয়ে থাকছে 60,000 টাকার ডিসকাউন্ট, যাতে 20,000 টাকার কনজ়িউমার স্কিম রয়েছে এবং এক্সচেঞ্জ অফার হিসেবে রয়েছে 40,000 টাকা ছাড়।