Tata Altroz হ্যাচব্যাকের দুটি প্রিমিয়াম মডেল লঞ্চ করা হল ভারতে। সেই মডেলটিতে রয়েছে ইলেকট্রিক সানরুফ। নতুন XM ট্রিমের বেস মডেলের দাম 6.90 লাখ টাকা এবং XM(S) ট্রিমের দাম 7.35 লাখ টাকা। এই দুই মডেলের দামই দিল্লির এক্স-শোরুম প্রাইস। Tata Altroz এর নতুন দুই টপ অফ দ্য লাইন ভ্যারিয়েন্টেই রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার্স। তার মধ্যে উল্লেখযোগ্য হল কভেটেড ইলেকট্রিক সানরুফ, যা কেবল ওই XM(S) ট্রিমেই পাওয়া যাবে। লেটেস্ট XM(S) ভ্যারিয়েন্টটিকে রাখা হয়েছে Altroz XE এবং XM+ এর মধ্যে। তার ফলে আরও বিস্তৃত পরিসরের মানুষজনের কাছে গাড়িটিকে পৌঁছে দিতে চাইছে টাটা মোটরস।
মজার বিষয় হল, গাড়িটির এই নতুন ভ্যারিয়েন্টের মধ্যে দিয়ে একটি বিচিত্র পরিসর প্রবর্তন করা হয়েছে। এর দাম যে শুধুই কম তা নয়। তার সঙ্গেই আবার আলাদা একটা অ্যাপিল রয়েছে নতুন মডেলের। নয়া ভ্যারিয়েন্ট দুটি ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে যুক্ত 1.2 লিটার রেভোট্রন পেট্রোল ইঞ্জিন অফার করবে। Altroz XM মডেলটি সুস্টিয়ারিং-মাউন্টেড কন্ট্রোল অফার করছে। ড্রাইভারের সিটটিকে সুবিধা অনুযায়ী অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। সেই সঙ্গে আবার থাকছে ইলেকট্রিক্যালি অ্যাডজাস্টেবল এবং ফোল্ডেবল ORVM এবং কভার সহ ও আড়ম্বরপূর্ণ 16 ইঞ্চি চাকা সহ বেশ কিছু উত্তেজনাপূর্ণ বৈশিষ্ট্য দ্বারা সজ্জিত এই গাড়ি।
Tata Altroz XM(S) ভ্যারিয়েন্টের অতিরিক্ত ফিচার কেবলই এই ইলেকট্রিক সানরুফ। বাদ বাকি বেশির ভাগ ফিচারই অন্যান্য মডেলগুলির মতো। ম্যানুফ্যাকচারের অ্যাক্সেসারিজ় ক্যাটেলগ থেকে কাস্টমাররা বেছে নিতে পারবেন একটি বড় ইনফোটেইমেন্ট সিস্টেম। Altroz এর সমস্ত ভ্যারিয়েন্টেই রয়েছে ম্যানুয়াল পেট্রল ট্রিম। এখন তাতে আপনি চারটি পাওয়ার উইন্ডো এবং রিমোট কিলেস এন্ট্রি পাবেন।
Tata Altroz গাড়িটির বেশির ভাগ ভ্যারিয়েন্টেই রয়েছে 1.2 লিটারের পেট্রোল ম্যানুয়াল। এখন XE ভ্যারিয়েন্টেও সেই একই ম্যানুয়াল রয়েছে। রিয়ার পাওয়ার উইন্ডো, রিমোট কিলেস এন্ট্রি, ফলো মি হোম হেডল্যাম্পের মতো গুরুত্বপূর্ণ কিছু ফিচার্স রয়েছে গাড়িটিতে। অন্য দিকে XM+ এবং XM+ S ভ্যারিয়েন্টগুলিতে রিভার্স ক্যামেরা, হাইট অ্যাডজাস্টেবল ড্রাইভার্স সিট, ক্রুজ় কন্ট্রোল এবং প্রিমিয়াম লুকিং ড্যাশবোর্ড রয়েছে। XT ট্রিমটি এখন এনহ্যান্স করা হয়েছে একটি হাইট-অ্যাডজাস্টেবল ড্রাইভারের সিট, স্টাইলিশ 16 ইঞ্চির হাইপারস্টাইল হুইল, একটি রিয়ার ডিফগার দেওয়া হয়েছে, যা চালকদের পরিশীলিত ড্রাইভিং অভিজ্ঞতা দিতে পারে।