সুখবর! Tata Curvv দেশের রাস্তা কাঁপাতে আসছে নতুন বছরের শুরুতেই

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 15, 2023 | 6:39 PM

2024 সালেই দেশের বাজারে চলে আসবে Tata Curvv গাড়িটি। এর আগে একাধিক বার এই SUV-র টেস্ট মিউল প্রকাশ্যে এসেছিল। সেই সময় থেকেই এই গাড়ির লুক, ডিজ়াইন, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জানা গিয়েছিল। সাম্প্রতিকতম এই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, 2024 সালের এপ্রিল মাসেই Tata Curvv গাড়িটি ভারতে লঞ্চ করে যাবে।

সুখবর! Tata Curvv দেশের রাস্তা কাঁপাতে আসছে নতুন বছরের শুরুতেই
Tata Curvv আসছে খুব জলদি।

Follow Us

Tata Motors-এর ইদানিংকালের সবথেকে চাকচিক্যবহুল গাড়ি হতে চলেছে Curvv। গত বছর গাড়িটির কনসেপ্ট যখন প্রকাশ্যে এসেছিল, সেই সময় থেকেই মানুষের মধ্যে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়েছিল। নেক্সন এবং হ্যারিয়ার, টাটার এই দুই গাড়ির ঠিক মাঝখানের সেগমেন্টেই যোগ করা হচ্ছে Tata Curvv। এতদিন ধরে যে সব গাড়িপ্রেমীরা Tata Curvv লঞ্চের অপেক্ষা করছিলেন, তাঁদের জন্য রয়েছে সুখবর। গাড়িটি কবে নাগাদ লঞ্চ করছে, সে সময় জানা গিয়েছে। আর এই গাড়ি একবার চলে এলে, তা টক্কর দেবে হুন্ডাই ক্রেটা, কিয়া সেলটজ়, মারুতি গ্র্যান্ড ভিটারার মতো একাধিক গাড়ির সঙ্গে।

2024 সালেই দেশের বাজারে Tata Curvv

সম্প্রতি অনলাইনে প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, 2024 সালেই দেশের বাজারে চলে আসবে Tata Curvv গাড়িটি। এর আগে একাধিক বার এই SUV-র টেস্ট মিউল প্রকাশ্যে এসেছিল। সেই সময় থেকেই এই গাড়ির লুক, ডিজ়াইন, ফিচার ও স্পেসিফিকেশন সংক্রান্ত একাধিক তথ্য জানা গিয়েছিল। সাম্প্রতিকতম এই রিপোর্ট থেকে আরও জানা গিয়েছে, 2024 সালের এপ্রিল মাসেই Tata Curvv গাড়িটি ভারতে লঞ্চ করে যাবে।

তবে টাটা মোটরসের তরফে Curvv গাড়িটির লঞ্চ ডেট সম্পর্কে কোনও তথ্য অফিসিয়ালি জানানো হয়নি। বেশ কিছু রিপোর্ট থেকে আবার এ-ও জানা গিয়েছে, 2024 সালের মে-জুন মাস নাগাদ গাড়িটি লঞ্চ হতে পারে। ইলেকট্রিক ও আইসিই এই দুই ভ্যারিয়েন্টেই গাড়িটি লঞ্চ হতে পারে। টাটা এই কার্ভ ব্র্যান্ডের সেলস ভলিউম 48,000 করার লক্ষ্যমাত্রা নিয়েছে। আগের একাধিক রিপোর্ট অনুযায়ী, ব্যাটারি চালিত Tata Curvv গাড়িটি আইসিইর থেকে আগে বিক্রি করা হবে।

দেশি গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি Curvv EV মডেলটি প্রতি বছরে 12,000 ইউনিট করে বিক্রি করার চিন্তাভাবনা করছে। অন্য দিকে এই একই গাড়ির আইসিই মডেলটি 36,000 ইউনিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। Tata Curvv-এর এই দুটি মডেলই সংস্থার রঞ্জনগাঁও প্ল্যান্টে তৈরি হবে, যেখানে নেক্সন তৈরি হয়।

Tata Curvv-এর পাওয়ারট্রেন অপশন

আইসিই এবং ইভি দুই পাওয়ারট্রেন অপশনেই পাওয়া যাবে গাড়িটি। ইলেকট্রিক মডেলটিতে সিঙ্গেল এবং ডুয়াল মোটর সেটআপ দেওয়া হচ্ছে। সিঙ্গেল মোটরে যেখানে ফ্রন্ট-হুইল ড্রাইভ লেআউট থাকবে, ডুয়াল মোটর সেটআপে সেই জায়গায় থাকবে অল-হুইল ড্রাইভ কনফিগারেশন। এক চার্জে এই গাড়িটি 500 কিলোমিটার রেঞ্জ দিতে পারবে।

এদিকে Tata Curvv-এর আইসিই মডেলটিতে পাওয়ারের জন্য থাকছে 1.2 লিটারের ডিরেক্ট ইঞ্জেকশন টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন, যা 2023 সালের অটো এক্সপোতে দেখানো হয়েছিল। এই মোটরটি 123 bhp এবং 225 Nm পিক টর্ক দিতে পারে। ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন দুই অপশনেই পাওয়া যাবে। এছাড়া এই গাড়ির একটি সিএনজি ভার্সন থাকবে বলেও খবর।

Next Article