Tata Motors তার গাড়িগুলির দাম বাড়াতে চলেছে। সোমবার 1 মে থেকেই Tata-র গাড়িগুলির দাম বাড়ছে দেশে। টাটার প্যাসেঞ্জার গাড়িগুলির গড় দাম 0.6% করে বাড়ানো হচ্ছে। তবে দাম বৃদ্ধির অঙ্কটা নির্ভর করবে বিভিন্ন গাড়ি, তার কোন মডেল বা ভ্যারিয়েন্ট ইত্যাদির উপরে। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, ইনপুট খরচ বাড়ার কারণেই Tata Motors-এর বিভিন্ন গাড়ির দাম বাড়ছে।
অফিসিয়াল বিবৃতিতে Tata Motors বলছে, নিয়ন্ত্রক পরিবর্তন এবং সামগ্রিক ইনপুট খরচ বৃদ্ধির কারণে বর্ধিত খরচের একটা উল্লেখযোগ্য অংশ চলে যাচ্ছে। এই বৃদ্ধির কারণেই আমরা Tata-র বিভিন্ন গাড়ির দাম বাড়াতে একপ্রকার বাধ্য হয়েছি। গত 1 এপ্রিল, 2023 থেকে BS6 Phase 2 এমিসন নিয়ম কার্যকর হয়েছে দেশে। সেই নিয়ম মানছিল না এমন অনেক গাড়িই দেশে বাতিল করা হয়েছে। এখন বিভিন্ন সংস্থা E20 ফুয়েল রেডি মডেল লঞ্চ করতে চলেছে। তার ফলেই বিভিন্ন সংস্থাই তাদের গাড়িগুলির দাম বাড়াচ্ছে।
চলতি বছরে Tata Motors এই নিয়ে দ্বিতীয় বার তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। ফেব্রুয়ারির পর আবার একবার টাটার গাড়িগুলি দামি হতে চলেছে। গাড়ি প্রস্তুতকারক সংস্থাটি তার ইন্টার্নাল কম্বাসন ইঞ্জিন (ICE) পোর্টফোলিও প্যাসেঞ্জার ভেহিকলগুলির দাম এখনও পর্যন্ত গড়ে 1.2% বাড়িয়েছে। প্রসঙ্গত, গত বছরই টাটা মোটরস তাদের কমার্শিয়াল ভেহিকলগুলির দাম 5% পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছিল।
এখন, Tata-র জনপ্রিয় গাড়িগুলি যেমন Tiago, Tigor, Punch, Harrier, Nexon এবং Safari সবকটি গাড়িই 1 মে থেকে দামি হতে চলেছে। টাটা মোটরসের প্যাসেঞ্জার ভেহিকলগুলির দাম 5.54 লাখ টাকা থেকে 25 লাখ টাকা পর্যন্ত। তবে শুধুই টাটা মোটরস নয়। তার পাশাপাশিই আবার একাধিক সংস্থা তাদের প্যাসেঞ্জার ভেহিকলগুলির দাম বাড়াচ্ছে। Maruti থেকে শুরু করে Hyundai, Honda তাদের বিভিন্ন মডেলগুলির দাম অন্তত 2,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত বাড়াবে। তবে সেই অঙ্কটা নির্ভর করছে বিভিন্ন গাড়ির ভ্যারিয়েন্টের উপরে।