MG Comet EV-কে ‘কার্টুন’ বলে খোঁচা? ‘সেক্সি’ টু ‘টাটা ট্যাক্সি’ বিতর্কিত পোস্ট নিয়ে কী বলছে Tata Motors?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 30, 2023 | 6:58 PM

Tata Motors On MG Comet EV Viral Post: সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে ছোট্ট ইলেকট্রিক হ্যাচব্যাক MG Comet EV-কে বলা হয়েছে 'কার্টুন'গাড়ি। এদিকে সেই পোস্টেই আবার আর একটি ছবিও রয়েছে। সেখানে নাম করে Tata Tiago EV-র মতোই সমতুল্য একটি গাড়ি দেখিয়ে 'ট্যাক্সিকে টাটা' করতে বলা হয়েছে।

MG Comet EV-কে কার্টুন বলে খোঁচা? সেক্সি টু টাটা ট্যাক্সি বিতর্কিত পোস্ট নিয়ে কী বলছে Tata Motors?
ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক!

Follow Us

MG Motor সম্প্রতি ভারতে তাদের পুঁচকে দুই দরজার ইলেকট্রিক গাড়ি লঞ্চ করেছে, যার নাম MG Comet EV। এরকম ছোট্ট গাড়ি ভারতে এখনও পর্যন্ত নেই। ICE ভেহিকলে তো নেই-ই, ইলেকট্রিক ভেহিকল তো অনেক দূরের কথা। এই গাড়িটি সরাসরি টক্কর দিতে পারে Tata Tiago EV-র সঙ্গে। তবে এর মধ্যেই একটি বড়সড় বিতর্ক বেঁধে গিয়েছে দুটি গাড়ির টক্কর নিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে, সেই পোস্টে সদ্য লঞ্চ হওয়া MG Comet EV-কে খোঁচা দেওয়ার অভিযোগ উঠেছে Tata-র বিরুদ্ধে। কিন্তু টাটা আর একটি পোস্টে পরিষ্কার করে দিয়েছে, এই ছবি তাদের তৈরি করা নয় এবং সোশ্যাল মিডিয়াতেও তারা শেয়ার করেননি।

Comet EV vs Tiago EV: প্রতিযোগিতা কোন কারণে?

MG Comet EV লঞ্চ করেছে চলতি সপ্তাহেই। দুটি দরজা, ফোর সিটারের এই গাড়িটি ভারতের বাজারে সস্তার গাড়ির সেগমেন্টেই লঞ্চ করা হয়েছে। Comet EV-র দাম শুরু হচ্ছে 7.98 লাখ টাকা থেকে, অন্য দিকে Tata Tiago EV-র দাম শুরু হচ্ছে 8.60 লাখ টাকা থেকে। দুটি গাড়ির দাম প্রায় কাছাকাছি, এদের ফিচার ও স্পেসিফিকেশনও কিছুটা এক। এই সব কিছু মিলিয়েই মনে করা হচ্ছে দুটি গাড়ির মধ্যে জোরদার প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।


Comet EV vs Tiago EV: বিতর্ক কোন কারণে?

সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে ছোট্ট ইলেকট্রিক হ্যাচব্যাক MG Comet EV-কে বলা হয়েছে ‘কার্টুন’গাড়ি। এদিকে সেই পোস্টেই আবার আর একটি ছবিও রয়েছে। সেখানে নাম করে টিয়াগোর মতোই সমতুল্য একটি গাড়ি দেখিয়ে ‘ট্যাক্সিকে টাটা’ করতে বলা হয়েছে। সেই সঙ্গেই আবার MG Comet EV-কে ‘সেক্সি’ বলা হয়েছে। তবে, Tata এখন পরিষ্কার করে দিয়েছে যে, এই পোস্ট তারা করেনি।

Tata Motors কী বলছে?

এই পোস্ট ভাইরাল হতেই Tata Motors-এর তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে বলা হয়েছে, “আমরা লক্ষ্য করেছি, হোয়াটসঅ্যাপ এবং বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যা আমাদের গাড়ি এবং অন্য এক OEM-এর সম্প্রতি লঞ্চ করা প্রোডাক্টকে বিরক্তিকর উপায়ে প্রদর্শন করছে। আমরা এটি সম্পর্কে বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি এবং স্পষ্টভাবে নিশ্চিত করে বলছি, এই ছবিটি আমাদের দ্বারা তৈরি বা শেয়ার করা হয়নি। আমরা আমাদের চ্যানেলের অংশীদারদের এই ভাইরাল পোস্টের সঙ্গে যে কোনও উপায়ে জড়িত হওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছি। টাটা মোটরস একটি উচ্চমানের আচরণবিধি দ্বারা নিয়ন্ত্রিত এবং নৈতিক ব্যবসায়িক অনুশীলনগুলি অনুসরণ করে।”

Next Article