Tata Car Sales: জুলাই মাসে বিক্রিবাট্টায় সর্বকালীন রেকর্ড টাটা মোটরসের, ভারতীয়দের মন জিতছে নিক্সন, পাঞ্চ, হ্যারিয়ার, টিগর, অলট্রোজ়

July 2022: চলতি বছরের জুলাই মাসে বিক্রিবাট্টায় সর্বকালীন সেরা রেকর্ডটি করে ফেলেছে Tata Motors। সংস্থার পাঞ্চ থেকে শুরু করে টিগর, হ্যারিয়ার, নিক্সন, অলট্রোজ় প্রতিটি গাড়িই প্রায় ভারতে ব্যাপক হারে বিক্রি হয়েছে।

Tata Car Sales: জুলাই মাসে বিক্রিবাট্টায় সর্বকালীন রেকর্ড টাটা মোটরসের, ভারতীয়দের মন জিতছে নিক্সন, পাঞ্চ, হ্যারিয়ার, টিগর, অলট্রোজ়
ভারতবাসীর মিন জিতছে টাটার গাড়িগুলি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2022 | 3:00 PM

দেশের গাড়ির বাজারে সর্বকালের সেরা রেকর্ডটি করে ফেলল টাটা মোটরস (Tata Motors)। 2022 সালের জুলাই (July 2022) মাসে দেশের এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা মোট 81,790 ইউনিট গাড়ি বিক্রি করেছে। এই পরিসংখ্যান গত বারের একই সময়ে ছিল 54,119 ইউনিট। ফলে, সংস্থার বার্ষিক বৃদ্ধির হার বেড়ে দাঁড়াল এক ধাক্কায় 51%। বিক্রিবাট্টার নিরিখে সংস্থাটির কমার্শিয়াল ভেহিকলের সমস্ত সেগমেন্ট অর্থাৎ ICE, EV-তে এই রেকর্ড সংখ্যক বৃদ্ধি নজরে এসেছে। পাশাপাশি বার্ষিক বৃদ্ধি যেখানে 51 শতাংশ, ঠিক সেখানে মাসিক বৃদ্ধি 5.11 শতাংশ। চলতি বছরেরই জুন মাসে টাটা মোটরস 45,197 ইউনিট গাড়ি বিক্রি করেছে।

অন্য দিকে এক বছরের হিসেবে টাটা মোটরসের সামগ্রিক ডোমেস্টিক সেলস বৃদ্ধি পেয়েছে 52%। চলতি বছরের জুলাই মাসে 78,978 ইউনিট টাটার গাড়ির বিক্রি হয়েছে। গত বছর 2021 সালের জুলাই মাসে এই সংখ্যাটাই ছিল 51,981 ইউনিট, ভলিউম গ্রোথ সেখানে 26,997। অর্থাৎ চলতি বছরের জুলাই মাসে 26,997 ইউনিট গাড়ি বেশি বিক্রি হয়েছে। এদিকে আবার ডোমেস্টিক সেলসের নিরিখে কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকল সেগমেন্টে বৃদ্ধি হয়েছে 57 শতাংশ। 2021 সালের জুলাই মাসে যে সেলস 31,187 ইউনিট ছিল, তাই 2022 সালে 47,505 ইউনিট হয়েছে।

2022 সালের জুলাই মাসে টাটার গাড়ির বিক্রিবাট্টা

ICE ভেহিকলসের বিক্রিবাট্টায় বড় জাম্প পর্যবেক্ষণ করেছে টাটা মোটরস। 2021 সালের জুলাই মাসে সংস্থাটি যেখানে 29,581 ইউনিট গাড়ি বিক্রি করেছিল, 2022 সালে সেখানে 43,483 ইউনিট ICE ভেহিকল বিক্রি করে 47% বৃদ্ধি হয়েছে। অন্য দিকে ইলেকট্রিক PV লাইনআপে যেখানে কোম্পানি নিক্সন এবং টিগর গাড়ি দুটি বিক্রি করে, 2022 সালের জুলাই মাসের 4,022 ইউনিট বিক্রি হয়েছে। এই একই লাইনআপে 2021 সালে মোট 604 ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। ফলে এই সেগমেন্টে এক ধাক্কায় কোম্পানির বৃদ্ধি 566 শতাংশ। এদিকে আবার টাটা মোটরস সম্প্রতি তার নিক্সন প্রাইম গাড়িটি নিয়ে হাজির হয়েছে। আগের নিক্সন ইলেকট্রিক গাড়িটি যাঁদের কাছে রয়েছে, তাঁরা প্রাইম মডেলের একাধিক ফিচার পেয়ে যেতে পারেন ওভার দ্য এয়ার সফটওয়্যার আপডেটের মাধ্যমে।

চলতি বছরের জুলাই মাসে প্রায় সমস্ত সেগমেন্টেই বিক্রিবাট্টার নিরিখে একপ্রকার রেকর্ড করেছে টাটা মোটরস। টাটার CNG গাড়িও গত মাসে 5,293 ইউনিট বিক্রি হয়েছে, যে সংখ্যাটা গত বছরের জুলাই মাসের তুলনায় এক ধাক্কায় অনেকটাই বেশি। এদিকে টাটা SUV গাড়িতেও নজির সৃষ্টি করেছে। সংস্থার সামগ্রিক বিক্রিবাট্টায় জুলাই মাসে 64 শতাংশ SUV গাড়ির অবদান রয়েছে। সেই সংখ্যাটা আবার 2021 সালের জুলাই মাসের থেকে 105 শতাংশ বেশি।

সবথেকে বেশি পরিমাণে বিক্রি হয়েছে টাটা পাঞ্চ

2021 সালের অক্টোবর মাসে পাঞ্চ গাড়িটি লঞ্চ করেছে টাটা মোটরস। 2022 সালের জুলাই মাসে সর্বাধিক বিক্রি হওয়া টাটার গাড়ি এই পাঞ্চই। চলতি বছরের জুলাই মাসে মোট 11,007 ইউনিট টাটা পাঞ্চ গাড়ি বিক্রি করেছে এই অটোমেকার। অন্যদিকে টাটা টিগর গাড়ির বিক্রির পরিমাণও বেড়ে গিয়েছে রেকর্ড হারে। জুলাই 2022-এ মোট 5,433 ইউনিট টিগর বিক্রি করেছে টাটা মোটরস। সব মিলিয়ে দেশের বাজারে যে এখন টাটা মোটরস একপ্রকার রাজত্ব করছে, তা জলের মতো পরিষ্কার।