Nexon EV কেনার পরিকল্পনা করছেন? সুখবর রয়েছে আপনার জন্য। এক ধাক্কায় Nexon EV Max-এর হাই-এন্ড ভ্যারিয়েন্টগুলির দাম 85,000 টাকা কমাল Tata Motors। পাশাপাশি এই গাড়ির Max লাইন-আপে একটি নতুন ভ্যারিয়েন্ট যোগ করা হয়েছে। ফলে, টাটা নেক্সন ইভি প্রাইমের দাম এখন 14.49 লাখ টাকা থেকে শুরু হচ্ছে এবং ম্যাক্সের দাম শুরু হচ্ছে 18.99 লাখ টাকা থেকে। এই দুই দামই গাড়ি দুটির এক্স-শোরুম প্রাইস। সেই সঙ্গেই আবার Nexon EV Max-এর রেঞ্জও এখন বেড়ে 453km হয়ে গিয়েছে। প্রসঙ্গত, টাটা মোটরসের ঝুলিতে এখন একাধিক ইলেকট্রিক গাড়ি রয়েছে, যার মধ্যে টাটা নেক্সন হল সবথেকে বেশি জনপ্রিয়।
দিন দুয়েক আগেই Mahindra XUV400-র দাম জানানো হয়েছে সংস্থার তরফে। তারপরই প্রতিযোগিতার কথা মাথায় রেখে তড়িঘড়ি Tata Nexon EV-র বিভিন্ন ট্রিমের দাম 85,000 টাকা পর্যন্ত কমানো হয়েছে। নেক্সন ইভি-র বেস ট্রিমের দাম 50,000 টাকা কমানো হয়েছে। অন্য দিকে গাড়িটির XZ+ Lux ভ্যারিয়েন্টের দাম কমানো হয়েছে 85,000 টাকা। একনজরে দেখে নেওয়া যাক, নেক্সন ইভি-র কোন মডেলের দাম কত টাকা কমানো হয়েছে।
Tata Nexon EV: কোন মডেলের দাম কত কমবে
প্রাইম XM মডেলের দাম 14.99 লাখ টাকা থেকে 50,000 টাকা কমে 14.49 লাখ টাকা হয়েছে।
প্রাইম XZ+ মডেলের দাম 16.30 লাখ টাকা থেকে কমে 31,000 টাকা কমে গিয়ে 15.99 লাখ টাকা হয়েছে।
প্রাইম XZ+ (Lux) মডেলের দাম 17.30 লাখ টাকা থেকে 31,000 টাকা কমে 16.99 লাখ টাকা হয়েছে।
Max XM (3.3kW) মডেলের দাম এক টাকাও কমানো হয়নি। 16.49 লাখ টাকাই রয়েছে।
Max XZ+ (3.3kW) মডেলের দাম 18.34 লাখ টাকা থেকে 85,000 টাকা কমিয়ে 17.49 লাখ টাকা করা রয়েছে।
Max XZ+ Lux (3.3kW) মডেলটির দাম 19.34 লাখ টাকা থেকে 85,000 টাকা কমিয়ে 18.49 লাখ টাকা করা হয়েছে।
Max XM (7.2kW) মডেলের দাম কমানো হয়নি। 16.99 লাখ টাকা ছিল, তাই আছে।
Max XZ+ (7.2kW) মডেলের দাম 18.84 লাখ টাকা থেকে 85,000 টাকা কমিয়ে 17.99 লাখ টাকা করা হয়েছে।
Max+ Lux (7.2kW) মডেলের দাম 19.84 লাখ টাকা থেকে 85,000 টাকা কমিয়ে 18.99 লাখ টাকা করা হয়েছে।
Tata Nexon EV: আগের থেকে আরও বেশি রেঞ্জ
টাটা মোটরস তার নেক্সন ইভি ম্যাক্স গাড়িটির রেঞ্জ বাড়িয়েছে। আগে এই মডেলটি যেখানে 437 কিলোমিটার রেঞ্জ দিতে পারত, তাই এখন 453 কিলোমিটার রেঞ্জ দেবে। অর্থাৎ আগের তুলনায় 16 কিলোমিটার রেঞ্জ বাড়ানো হয়েছে। তবে 40.5kWh ব্যাটারি যা ছিল, তাই থাকছে। সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমেই এমনটা করা হবে।
Tata Nexon EV Max: আরও একটা নতুন ট্রিম
Nexon EV Max-এর আর একটি নতুন এন্ট্রি-লেভেল XM ট্রিম নিয়ে আসাহয়েছে। সেই মডেলটির দাম 16.49 লাখ টাকা। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এতে রয়েছে ইলেকট্রনিক পার্কিং ব্রেক, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, ইএসপি, LED DRL সহযোগে প্রজেক্টর হেডল্যাম্প, পুশ বাটন স্টার্ট, ডিজিটাল TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কানেক্টেড কার টেক এবং রিয়ার ডিস্ক ব্রেক। এই নতুন EV Max XM ভ্যারিয়েন্টের দাম 18.34 লাখ টাকা। চলতি বছরের এপ্রিল মাস থেকে গাড়িটির ডেলিভারি শুরু হবে।