Hero Vida V1 vs TVS iQube: 33,000 টাকা দামের ফারাকে দুই ই-স্কুটারের মধ্যে সেরা কে?

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Feb 13, 2023 | 4:54 PM

TVS iQube vs Hero Vida V1: দাম, ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে TVS iQube এবং Hero Vida V1 এই দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা, তার তুলনামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক।

Hero Vida V1 vs TVS iQube: 33,000 টাকা দামের ফারাকে দুই ই-স্কুটারের মধ্যে সেরা কে?
দুটি স্কুটারের মধ্যে সেরা কোনটি, দেখে নিন।

Follow Us

E-Scooter News: দেশের বাজারে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইলেকট্রিক গাড়ির তুলনায় এখন দেশে ই-স্কুটারের রমরমা অনেকটাই বেশি। পেট্রল-ডিজ়েল দামি হওয়ার সময় বৈদ্যুতিক স্কুটারের আকাশছোঁয়া চাহিদাকে কাজে লাগিয়ে বিভিন্ন সংস্থাও নানাবিধ রেঞ্জের মডেল নিয়ে হাজির হাজির হচ্ছে। গত বছর গ্রীষ্মের সময় এ দেশে একাধিক জনপ্রিয় ই-স্কুটারে আগুন ধরার ঘটনা সামনে এসেছিল। সে সময় সামনে এসেছিল লিথিয়াম আয়ন ব্যাটারির কারণেই গ্রীষ্মের চরম দাবদাহে ই-স্কুটারগুলি বিস্ফোরিত হচ্ছিল। বিতর্ক দূরে সরিয়ে দেশের টু-হুইলার প্রস্তুতকারক সংস্থাগুলি তাদের বিভিন্ন মডেল বাজারে নিয়ে আসছে। TVS কয়েক দিন আগেই বাজারে তার iQube নামক ইলেকট্রিক স্কুটারটি নিয়ে এসেছিল। পাশাপাশি Hero-র মতো সংস্থাও তার Vida V1 ই-স্কুটার নিয়ে এসেছে। দাম, ফিচার ও স্পেসিফিকেশনের দিক থেকে TVS iQube এবং Hero Vida V1 এই দুই স্কুটারের মধ্যে কোনটি সেরা, তার তুলনামূলক আলোচনা করে দেখে নেওয়া যাক।

Hero Vida V1 vs TVS iQube: ব্যাটারি

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 3.94 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক এবং 6000W ইলেকট্রিক মোটর। অন্যদিকে TVS iQube ই-স্কুটারেও লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে, যার ক্যাপাসিটি 4.56 kWh। স্কুটারটিতে রয়েছে 4400W পাওয়ারের BLDC মোটর। একবার সম্পূর্ণ চার্জ হতে স্কুটারটি সময় নেয় মাত্র 4 ঘণ্টা 6 মিনিট।

এখন ব্যাটারি ক্যাপাসিটির দিক থেকে দেখতে গেলে TVS iQube-এর থেকে অনেকাংশেই ভাল Hero Vida V1 ই-স্কুটারটি। তবে আইকিউবে যে মোটরটি রয়েছে, তা ভিদা ভিওয়ানের থেকে শক্তিশালী।

Hero Vida V1 vs TVS iQube: রেঞ্জ এবং সর্বাধিক গতি

Hero Vida V1 ইলেকট্রিক স্কুটার একবার চার্জে 145 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। স্কুটারটির সর্বাধিক স্পিড 80 কিলোমিটার প্রতি ঘণ্টা। এদিকে আবার TVS iQube ইলেকট্রিক স্কুটারটি একবার চার্জে 145 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এর সর্বাধিক গতি 82 কিলোমিটার প্রতি ঘণ্টা।

রেঞ্জের দিক থেকে দেখতে গেলে একবার চার্জে TVS iQube-এর থেকে 15 কিলোমিটার বেশি দৌড়তে পারে Hero Vida V1 ইলেকট্রিক স্কুটারটি।

Hero Vida V1 vs TVS iQube: দাম

Hero মোটোকর্প তার Vida V1 ইলেকট্রিক স্কুটারটি লঞ্চ করেছে 1.28 লাখ টাকা থেকে। স্কুটারের সর্বাধিক মডেলের দাম 1.39 লাখ টাকা। অন্য দিকে TVS iQube ইলেকট্রিক স্কুটারটির দাম ভারতে 1.61 লাখ টাকা থেকে শুরু হচ্ছে।

দামের তুলনা করতে গেলে Hero Vida V1 ই-স্কুটারটি TVS iCube-এর থেকে 33,000 টাকা বেশি দামি।

Next Article