
চলতি বছরের শেষের আগে, 2টি নতুন গাড়ি ভারতীয় বাজারে লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় রয়েছে নতুন Kia Sonet facelift, Lexus LM MPV। গাড়ি দু’টিতে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিশন রয়েছে। দু’টি গাড়ি ছাড়াও ইতিমধ্যেই বাজারে Lamborghini Revuelto চালু হয়েছে। 6 ডিসেম্বর 2023-এ ভারতীয় বাজারে Revuelto হাইব্রিড সুপারকার লঞ্চ করেছে। এই সুপারকারটি ভারতে Aventador কে প্রতিস্থাপন করবে বলে মনে করা হচ্ছে। তবে এখন সবটাই সময়ের অপেক্ষা। এর এক্স-শোরুম দাম রাখা হয়েছে প্রায় 8.89 কোটি টাকা। এবার আসা যাক আসন্ন গাড়ি দু’টির বিষয়ে।
Kia sonet ফেসলিফ্ট (kia sonet facelift)
কোরিয়ান অটোমোবাইল নির্মাতা Kia 15 ডিসেম্বর, 2023-এ তার Sonet ফেসলিফ্ট SUV চালু করতে চলেছে। ভারতে সোনেট ফেসলিফ্টের অপেক্ষায় রয়েছে বহু মানুষ। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। 2024 Kia Sonet-এর মধ্যে অ্যাডাস প্রযুক্তি দেওয়া হবে। 2024 Kia Sonet ফেসলিফ্টটি একটি 82bhp, 1.2-লিটার 4-সিলিন্ডার NA পেট্রোল, একটি 118bhp, 1.0-লিটার 3-সিলিন্ডার টার্বো পেট্রোল এবং একটি 115bhp, 1.5-লিটার 4-লিটার টারবো সহ 3টি ইঞ্জিন বিকল্পে দেওয়া হবে। ডিজেল ইঞ্জিন দেওয়া হবে। এতে 5-স্পিড ম্যানুয়াল, 6-স্পিড ম্যানুয়াল, 6-স্পিড আইএমটি (ইন্টেলিজেন্ট ম্যানুয়াল ট্রান্সমিশন), 6-স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক এবং 7-স্পিড ডুয়াল-ক্লাচ অটোমেটিক (ডিসিটি) অপশন থাকবে।
লেক্সাস এলএম এমপিভি (lexus LM mpv)
Lexus India এই মাসের শেষে অর্থাৎ ডিসেম্বরের শেষে তার LM প্রিমিয়াম MPV চালু করতে পারে। Lexus আগস্ট 2023-এ LM বিলাসবহুল MPV-এর জন্য প্রি-অর্ডার শুরু করেছে এবং কোম্পানি এখনও পর্যন্ত 100 টিরও বেশি বুকিং পেয়েছে। 2024 Lexus LM MPV টয়োটার GA-K প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হবে বলেই জানিয়েছে কোম্পানিটি। এতে 4 এবং 7-সিটার অপশনগুলির সঙ্গে একটি একক টপ-স্পেক 350h ভ্যারিয়েন্টে দেওয়া হবে। এই নতুন MPV-এ রয়েছে একটি 48-ইঞ্চি স্ক্রিন, রিক্লাইনার সিট, 23-স্পীকার চারপাশ-সাউন্ড কাপ, ফুটরেস্ট, অ্যাম্বিয়েন্ট লাইটিং সিস্টেম এবং একটি ADAS প্রযুক্তি। এতে একটি 2.5-লিটার 4-সিলিন্ডার পেট্রোল হাইব্রিড ইঞ্জিন থাকবে।