AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vegh S60 ই-স্কুটার লঞ্চ হল 1,25,000 টাকায়, এক চার্জে 120 কিলোমিটার রেঞ্জ

Vegh S60 ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করতে পারবেন দেশের সমস্ত Vegh অটোমোবাইলসের অথরাইজ়ড ডিলাপশিপ থেকে। স্কুটারের দাম শুরু হচ্ছে 1,25,000 টাকা থেকে। হাই-পারফরম্যান্স স্কুটারটি এক চার্জে 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এক চার্জে।

Vegh S60 ই-স্কুটার লঞ্চ হল 1,25,000 টাকায়, এক চার্জে 120 কিলোমিটার রেঞ্জ
চমৎকার ইলেকট্রিক স্কুটার এল দেশে।
| Edited By: | Updated on: Sep 19, 2023 | 6:13 PM
Share

Latest Electric Scooter: দেশে ফের একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল Vegh Electric নামের একটি EV স্টার্ট-আপ। নতুন ই-স্কুটারের নাম Vegh S60। এটি একটি হাই-স্পিড ইলেকট্রিক স্কুটার। EV India Expo 2023 ইভেন্ট থেকে এই ই-স্কুটারের পর্দা উন্মোচিত হয়েছে। হাই-পারফরম্যান্স স্কুটারটি এক চার্জে 120 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এক চার্জে। পঞ্জাবের ভাতিণ্ডায় কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে তৈরি করা হয়েছে ইলেকট্রিক স্কুটারটি।

স্পেসিফিকেশন

এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি 3kWh ব্যাটারি, যা AIS 156, Phase 2 অনুমোদিত। এই ব্যাটারি ইউনিটটি শকপ্রুফ, ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। এই সেটআপ থাকার ফলে ই-স্কুটারটি যেমন লম্বা রেঞ্জ দিতে পারে, তেমনই আবার দ্রুততার সঙ্গে চার্জ করতে পারে, দামও কম হওয়ার সম্ভাবনা বেশি। স্কুটারটি ইক্যুইপ করা রয়েছে 2.5 kW পিক মোটরের সঙ্গে এবং তা এক ঘণ্টার মধ্যেই 75 কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বাধিক স্পিডে পৌঁছে যেতে পারে। রয়েছে বেশ কিছু অ্যাডভান্সড ফিচার্স। সেই তালিকায় রয়েছে ডিজিটাল ডিসপ্লে, তিনটি রাইড মোড এবং একটি কম্বাইনড ব্রেকিং সিস্টেম।

ডিজিটাল ফিচার্স

অ্যাডাপ্টেবল ব্যাটারি পারফরম্যান্সের জন্য তিনটি রাইড মোড অফার করছে Vegh S60 ইলেকট্রিক স্কুটারটি। শহর এবং মফঃস্বল দুই জায়গাতেই চালকদের জন্য আদর্শ হতে পারে এই ই-স্কুটার। রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যেখানে স্কুটার সম্পর্কিত একাধিক জরুরি তথ্য জেনে নেওয়া যেতে পারে। স্কুটারের সিটগুলি যথেষ্ট প্রশস্ত, কম্বাইনড্ ব্রেকিং সিস্টেম থাকার ফলে অত্যন্ত নিরাপদও বটে। রাস্তায় হ্যান্ডেল করার জন্য স্কুটারটি চমৎকার।

হাইড্রলিক সাসপেনশন দেওয়া হয়েছে এই স্কুটারে, যা রাইড কোয়ালিটি আরও উন্নত করতে পারে। ফাস্ট চার্জিং ফিচার থাকার ফলে স্কুটারটি 4-5 ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভাবে চার্জ হয়ে যায় স্কুটারের 3 kWh ব্যাটারি। মূলত ভারতীয়দের জন্য ডিজ়াইন করা Vegh S60 ইলেকট্রিক স্কুটারটি খুবই হাল্কা, ব্যস্ত রাস্তায় নেভিগেট করাও সহজ এবং যে কোনও আবহওয়ায় স্কুটারটি নিয়ন্ত্রণ করাও খুব সহজ।

লুক ও ডিজ়াইন

Vegh S60 স্কুটারে ডিজ়াইন খুবই স্টাইলিশ। পাশাপাশি স্কুটারের বডি খুব শক্তপোক্ত । যে সব চালকরা ইকো-ফ্রেন্ডলি মোড অফ ট্রান্সপোর্টেশনের সন্ধান করছেন, তাঁদের জন্য এটি চমৎকার। অনেকটা রেঞ্জ দিতে পারে, মোটর অত্যন্ত শক্তিশালী এবং একাধিক অ্যাডভান্সড ফিচার্স থাকার ফলে এই স্কুটার সেরার সেরা কোয়ালিটি দিতে পারে। ম্যাট ব্ল্যাক, লাইট গ্রে, হোয়াইট এবং লাইট গ্রিন এই তিন রঙে পাওয়া যাবে স্কুটারটি।

দাম

Vegh S60 ইলেকট্রিক স্কুটারটি ক্রয় করতে পারবেন দেশের সমস্ত Vegh অটোমোবাইলসের অথরাইজ়ড ডিলাপশিপ থেকে। স্কুটারের দাম শুরু হচ্ছে 1,25,000 টাকা থেকে।