Mercedes-Benz 300 SLR: বিশ্বের সবথেকে দামি গাড়ি, 1100 কোটি টাকায় বিক্রি হল 1955 সালের ভিন্টেজ মার্সিডিজ়-বেঞ্জ

World's Most Expensive Car: 143 মার্কিন ডলার বা ভারতীয় মূল্যে প্রায় 1,100 কোটি টাকায় গাড়িটি বিক্রি হল 1955 সালের ভিন্টেজ Mercedes-Benz 300 SLR গাড়িটি।

Mercedes-Benz 300 SLR: বিশ্বের সবথেকে দামি গাড়ি, 1100 কোটি টাকায় বিক্রি হল 1955 সালের ভিন্টেজ মার্সিডিজ়-বেঞ্জ
এটিই এখন বিশ্বের সবথেকে দামি গাড়ি।
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2022 | 4:57 PM

বিরাট দামে বিক্রি হল 1955 সালের ভিন্টেজ Mercedes-Benz 300 SLR। এতটাই চড়া দামে গাড়িটি বিক্রি হয়েছে যে, আপনি অবাক হয়ে যেতে পারেন। সেই নিলামের পরই গাড়িটি এই মুহূর্তে বিশ্বের সবথেকে দামি গাড়ি হয়ে গিয়েছে। 143 মার্কিন ডলার বা ভারতীয় মূল্যে প্রায় 1,100 কোটি টাকায় গাড়িটি বিক্রি হয়েছে। এর আগে সবথেকে বেশি দামে যে গাড়ি বিক্রি হয়েছিল তার দাম উঠেছিল 95 মার্কিন ডলার। আর তার আগে আর একটি গাড়ি যেটি প্রাইভেটলি বিক্রি হয়েছিল, তার দাম উঠেছিল 70 মিলিয়ন মার্কিন ডলার। অনামী এক ক্লায়েন্টের জন্য উইনিং বিডটি তুলেছেন ব্রিটিশ কার কালেক্টর, অ্যাডভাইজ়ার এবং ডিলার সাইমন কিডস্টোন। এই মার্সিডিজ় বেঞ্জ গাড়িটিকে নিলামে তোলার জন্য প্রায় 18 মাস সময় নিয়েছিলেন কিডস্টোন।

গত মাসে কানাডার আরএম সোদবাই-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে, 1955 Mercedes-Benz 300 SLR Uhlenhaut Coupe গাড়িটি 135 মিলিয়ন ইউরো বা 143 মার্কিন ডলারে বিক্রি করা হবে। সংবাদমাধ্যম সিএনবিসির রিপোর্টে এমনই তথ্য তুলে ধরা হয়েছিল। 5 মে এই গাড়িটিকে নিলামে তোলার ইভেন্টটি আয়োজিত হয়। রিপোর্টটি সর্বপ্রথম প্রকাশ করেছিল হ্যাগার্টি ইনসাইডারের তরফে। জার্মানির স্টার্টগার্টে মার্সিডিজ়-বেঞ্জ মিউজ়িয়ামে ইভেন্টটি আয়োজিত হয়। কেবল মাত্র কালেক্টর এবং মার্সিডিজ়-বেঞ্জ কাস্টমাররাই সেই ইভেন্টে উপস্থিত থাকার অনুমতি পেয়েছিলেন।

300 SLR Uhlenhaut Coup গাড়িটি ছিল প্রথম দুটির মধ্যে একটি যা তৈরি করা হয়েছিল 1955 সালে। সারা বিশ্বের গাড়ির ইতিহাসে মোস্ট প্রাইজ়ড গাড়ি হিসেবেই অভিহিত করা হত মার্সিডিজ়-বেঞ্জের এই বিশেষ এবং অত্যন্ত আকর্ষণীয় মডেলটিকে। মার্সিডিজ় রেস ডিপার্টমেন্ট এই গাড়িটি তৈরি করেছিল। আর তার নাম রাখা হয়েছিল চিফ ইঞ্জিনিয়ার এবং ডিজ়াইনার রুডল্ফ উলেনহটের নামেই।

কোম্পানিটির অত্যন্ত সফল W 196 R Grand Prix গাড়িটির উপরে ভিত্তি করে নির্মিত হয়েছিল এই Mercedes-Benz 300 SLR। ড্রাইভার জুয়াল ম্যানুয়াল ফ্যাঙ্গিওকে সঙ্গে নিয়ে দুটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপও জিতেছিল গাড়িটি। এই 300 SLR গাড়িতে রয়েছে একটি 3.0 লিটারের ইঞ্জিন এবং 180 mph পৌঁছে যেতে পারত খুব সহজেই। আর সেই গতিই গাড়িটিকে সর্বকালের দ্রুততর রোড-লিগাল গাড়ি করে তুলেছে।

পৃথিবীর অন্যতম মূল্যবান গাড়ি

Mercedes-Benz 300 SLR গাড়িটি বিশ্বের বাজারে মূল্যবান গাড়িগুলির মধ্যে একটি। এর দুটি মডেলই 1950 সালে তৈরি করা হয়েছিল। তারপর 1955 সালে রেসিং থেকে রিটায়ার করে মার্সিডিজ়। সংস্থাটি একটি মনিকার উলেনহট কুপ দেওয়া হয়েছিল। তারপর থেকে মার্সিডিজ়-বেঞ্জই এই গাড়িটির খেয়াল রাখছে।