ইটস অফিসিয়াল! Yamaha RX ভারতে আসছে নতুন রূপে, 100 নয়, 200cc-র ইঞ্জিন, শব্দ আগের মতোই…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 28, 2023 | 10:33 PM

Yamaha বিশ্বাস করে, তাদের RX 100 বাইকের একটা বড় ফ্যানবেস আছে ভারতে। আর সেই কারণেই বাইকটির পরবর্তী জেনারেশনের মডেল নিয়ে কাজ করতে লেগেছে Yamaha। যদিও কবে নাগাদ এই বাইকটি ভারতে লঞ্চ করা হতে পারে, সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও কোম্পানির তরফে দেওয়া হয়নি।

ইটস অফিসিয়াল! Yamaha RX ভারতে আসছে নতুন রূপে, 100 নয়, 200cc-র ইঞ্জিন, শব্দ আগের মতোই...
Yamaha RX 100 আসছে নতুন রূপে...

Follow Us

Yamaha RX 100 বাইকের নাম শোনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এক সময় এই গাড়ির আলাদা একটা মর্যাদা ছিল। দুর্দান্ত পারফরম্যান্স আর শক্তিশালী পিকআপের জন্য অল্প সময়েই বহু মানুষের মনপসন্দ ছিল বাইকটি। তবে, 1996 সালে Yamaha RX 100 বাইকের ম্যানুফ্যাকচারিং বন্ধ করে দেওয়া হয়। বাইকটি যাঁদের কাছে ছিল, তাঁরা কখনও এটিকে বিক্রি করেননি। মডিফাই করে আজও ইয়ামাহার এই স্পোর্টি লুকের মোটরসাইকেলটি অনেকেই চালান, নিয়মিত রাস্তায়ও নিয়ে বেরোন। বিগত বেশ কিছু মাস ধরে জল্পনা চলছিল, Yamaha RX 100 বাইকটি নতুন রূপে দেশের বাজারে ফিরতে পারে। এবার আর জল্পনা নয়। নিশ্চিত বার্তা মিলল যে, বাইকটি খুব শীঘ্রই লঞ্চ করা হতে পারে।

Yamaha বিশ্বাস করে, তাদের RX 100 বাইকের একটা বড় ফ্যানবেস আছে ভারতে। আর সেই কারণেই বাইকটির পরবর্তী জেনারেশনের মডেল নিয়ে কাজ করতে লেগেছে Yamaha। যদিও কবে নাগাদ এই বাইকটি ভারতে লঞ্চ করা হতে পারে, সে বিষয়ে কোনও নিশ্চিত বার্তা এখনও কোম্পানির তরফে দেওয়া হয়নি। Yamaha RX 100 যে ভারতে আসছে, তাই এখন সবথেকে বড় খবর।

বাইকের রিলঞ্চ অর্থাৎ Yamaha RX 100-এর নবরূপে আগমন সম্পর্কে ইয়ামাহা ইন্ডিয়ার চেয়ারম্যান ইশিন চিহানা বলেন, “Yamaha RX100 ভারতের জন্য একটি বিশেষ মডেল ছিল। বাইকের স্টাইলিং, হালকা ওজন, শক্তি এবং যে শব্দ বাইকটি তৈরি করে, তা অনেকেরই মন জিতে নিয়েছিল। এখন আমরা জনপ্রিয় সেই বাইকের একটা নতুন প্রজন্ম তৈরি করতে গেলে তার ইঞ্জিন অন্তত 200cc করতে হবে। তাতেও যে শব্দটা আগের মতোই হবে, এমন কোনও নিশ্চয়তা এখনও পর্যন্ত নেই।”

তিনি আরও যোগ করে বললেন, “Yamaha RX 100 বাইকটাকে নষ্ট করার কোনও উদ্দেশ্য আমাদের নেই। তাই, আমরা সঠিক পারফরম্যান্সের সঙ্গে হাল্কা ওজনের বাইক না তৈরি করা পর্যন্ত এটিকে পুনরায় চালু করতে পারব না। তাই, বাইকটি যে খুব দ্রুত দেশে ফিরবে, সেই আশা করতে যাবেন না। Yamaha বাইকটি নিয়ে কাজ করছে এবং যখন তা বাজারে আসবে 200cc-র চেয়ে বড় ইঞ্জিন দ্বারাই চালিত হবে।”

Next Article