AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এই Jio প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট, মাত্র 599 টাকায় IPL দেখার বাড়তি মজা

Jio Fiber Plans For IPL 2023: IPL দেখতে আপনার বাড়িতে একটা Jio Fiber কানেকশন নিয়ে নেওয়া উচিত। তারপর আপনি যদি JioFiber 599 টাকার প্ল্যানটি ব্যবহার করেন, তাহলে তো জমেই যাবে। এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

এই Jio প্ল্যানে আনলিমিটেড ইন্টারনেট, মাত্র 599 টাকায় IPL দেখার বাড়তি মজা
Jio প্ল্যানে আইপিএলের দ্বিগুণ মজা।
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 1:33 AM
Share

IPL ভারতে পুরোদমে শুরু হয়ে গিয়েছে। আর IPL শুরু হলে মানুষ তার প্রতিটা মুহূর্ত উপভোগ করবেন না, তা আবার হয় নাকি? যেখানে Jio Cinema আপনাকে প্রতিটা ম্যাচ সম্পূর্ণ বিনামূল্যে দেখার সুযোগ করে দেয়, সেখানে কে-ই বা এ সুযোগ ছাড়তে চান! কিন্তু ইন্টারনেট? নকআউট স্টেজে প্রতিদিন দুটো করে ম্যাচ দেখতে গেলে তো আর ফোনে সারা মাস ইন্টারনেট চালানো যাবে না। তাই, এমন কিছু বিকল্পের ব্যবস্থার প্রয়োজন হয়ে যায়, যা আমাদের ঝক্কিহীন ভাবে IPL-এর আনন্দ উপভোগ করতে দেয়। সেই কারণেই IPL দেখতে আপনার বাড়িতে একটা Jio Fiber কানেকশন নিয়ে নেওয়া উচিত। তারপর আপনি যদি JioFiber 599 টাকার প্ল্যানটি ব্যবহার করেন, তাহলে তো জমেই যাবে। এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

Jio Fiber 599 টাকার প্ল্যান

এই প্ল্যানটি মাত্র 30 দিনের জন্য ব্যবহার করা যাবে। তবে তার অফার বিরাট। 599 টাকায় আপনাকে আনলিমিটেড ডেটা অফার করা হবে। অর্থাৎ প্রতিদিন আপনার জন্য কোনও ডেটার লিমিট থাকবে না প্ল্যানটিতে। আপনি যত চাইবেন, ততখুশি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন 30Mbps। পাশাপাশি প্ল্যানটিতে আপনাকে আনলিমিটেড ভয়েস কলিংও অফার করা হবে। অর্থাৎ আপনি এই প্ল্যানের সাহায্যে ভারতের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে, আনলিমিটেড কলিং করতে পারেন। তার থেকেও বড় কথা প্রায় 500-রও বেশি টিভি চ্যানেল আপনি এই প্ল্যানের সঙ্গে দেখার সুযোগ পেয়ে যাবেন।

শুধু তাই নয়। Jio Fiber 599 টাকার প্ল্যানে ব্যবহারকারীরা 14টি OTT অ্যাপ দেখার সুযোগ পাবেন। সেগুলির সবই এই মুহূর্তে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ OTT প্ল্যাটফর্ম। তালিকায় রয়েছে, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, Voot Select, Voot Kids, Sun NXT, Hoichoi, Discovery+, Universal+, ALT Balaji, Eros Now, Lionsgate play, ShemarooMe, Jio Cinema এবং Jio Saavn।

Jio Fiber 499 টাকার প্ল্যান

এই প্ল্যানটি সদ্যই নিয়ে আসা হয়েছে। 499 টাকার প্ল্যানের বৈধতাও আগেরটার মতোই, 30 দিন। এই প্ল্যানেও আপনি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন 30mps স্পিডে। প্রায় 400-রও বেশি টিভি চ্যানেল এই প্ল্যানে আপনাকে অফার করা হবে। যদিও OTT অফারিং আগের প্ল্যানের থেকে একটু কম। 499 টাকার Jio Fiber প্ল্যানে আপনাকে Jio Saavn সহ মোট 7টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন অফার করা হবে।

মনে রাখতে হবে: তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে, Jio Fiber-এর যে কোনও প্ল্যানের উপরে আলাদা করে GST বসানো হয়। তার ফলে আপনার খরচ সামান্য কিছুটা বাড়ে। তাছাড়া একটা নতুন কানেকশন নেওয়ার জন্য কাস্টমারদের সিকিওরিটি ডিপোজ়িট হিসেবেও কিছু টাকা জমা রাখতে হয় কোম্পানির কাছে।