BSNL ব্রডব্যান্ড কানেকশন এখন FREE! খালি প্ল্যানের 329 টাকা দিয়ে 1000GB ডেটা, আনলিমিটেড কলিং

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 29, 2023 | 5:15 PM

BSNL-এর ব্রডব্যান্ড কানেকশনের এন্ট্রি প্ল্যানগুলি আকর্ষণীয় এবং খুবই কম খরচের। এই প্ল্যানগুলিতে 1 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাসের ভ্যালিডিটি অফার করা হয়। এদের খরচ শুরু হচ্ছে মাত্র 329 টাকা থেকে। 30 জুলাই, 2023 পর্যন্ত ফ্রি ইনস্টলেশনের অফারটি পাওয়া যাবে।

BSNL ব্রডব্যান্ড কানেকশন এখন FREE! খালি প্ল্যানের 329 টাকা দিয়ে 1000GB ডেটা, আনলিমিটেড কলিং
BSNL-এর ব্রডব্যান্ড ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি।

Follow Us

BSNL Broadband: বেসরকারি টেলিকম সংস্থাদের দৌরাত্মে ঘুরে দাঁড়াতে মরিয়া BSNL। সরকারি এই টেলকো নতুন গ্রাহকদের আকর্ষিত করতে এই মুহূর্তে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছে তাদের ব্রডব্যান্ড কানেকশনের উপরে। ভারত সঞ্চার নিগম লিমিটেড সম্প্রতি গ্রাহকদের জন্য একটি চমৎকার অফার লঞ্চ করেছে। BSNL Fiber কানেকশন যাঁরা নেবেন, তাঁদের ইনস্টলেশন চার্জ হিসেবে এক টাকাও নেবে না রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি। এখন আপনি যদি BSNL-এর ফাইবার বা ব্রডব্যান্ড কানেকশন নিতে চান আপনার বাড়িতে, তাহলে বেশি টাকা খরচ করতে হবে। ইনস্টলেশনের খরচ তো লাগবেই না, কেবল কোন প্ল্যান আপনি নিচ্ছেন তার খরচটা দিতে হবে। আর সেটা 500 টাকারও কম। 30 জুলাই, 2023 পর্যন্ত অফারটি থাকছে।

BSNL Bharat Fiber (FTTH)

BSNL তার ভারত ফাইবারের সাহায্যে দেশের প্রতিটা প্রান্তে হাই-স্পিড ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম হয়েছে, যার খরচ খুবই কম। BSNL Bharat Fiber বা FTTH (ফাইবার টু দ্য হোম) পরিষেবার মাধ্যমে হাই-স্পিড ইন্টারনেট দেয় সংস্থাটি। তার জন্য অপটিক্যাল ফাইবার কেবেলের সাহায্য নেওয়া হয়। BSNL ভারত ফাইবার যে শুধুই ইন্টারনেট অফার করে এমনটা নয়। সেই সঙ্গেই আবার দেশের যে কোনও প্রান্তে, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা দেয়। তাছাড়া বিভিন্ন OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও অফার করা হয়।

BSNL Bharat Fiber: ইনস্টলেশন ফ্রি হলে কত টাকা বাঁচবে

BSNL-এর ব্রডব্যান্ড কানেকশনের জন্য এখন থেকে আর কয়েক দিনের জন্য কাস্টমারদের কোনও ইনস্টলেশন চার্জ দিতে হবে না। কপার কানেকশনের জন্য ইনস্টলেশন চার্জ 250 টাকা এবং ফাইবার কানেকশনের ক্ষেত্রে তা 500 টাকা। এখন এই দুটি খরচই যদি আপনাকে না করতে হয়, তাহলে কত টাকা বাঁচাতে পারছেন ভেবে দেখুন একবার। এর উদ্দেশ্য একটাই, আরও বেশি সংখ্যক মানুষের কাছে যাতে BSNL Bharat Fiber ব্রডব্যান্ড পরিষেবা পৌঁছে দেওয়া যায়।

BSNL Bharat Fiber: অন্তত কত টাকার প্ল্যান রিচার্জ করতে হবে

BSNL-এর ব্রডব্যান্ড কানেকশনের এন্ট্রি প্ল্যানগুলি আকর্ষণীয় এবং খুবই কম খরচের। এই প্ল্যানগুলিতে 1 মাস, 6 মাস, 12 মাস এবং 24 মাসের ভ্যালিডিটি অফার করা হয়। এদের খরচ শুরু হচ্ছে মাত্র 329 টাকা থেকে। 30 জুলাই, 2023 পর্যন্ত ফ্রি ইনস্টলেশনের অফারটি পাওয়া যাবে। প্ল্যানগুলিতে প্রাথমিক ভাবে কাস্টমারদের 20Mbps স্পিডে 1000GB ইন্টারনেট অফার করা হবে। এই বিপুল পরিমাণ ডেটার পাশাপাশিই আবার থাকছে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফারও।

Next Article
Nokia Play 2 Max 2023: ছকভাঙা Nokia ফোন, বীভৎস ব্যাটারি ও ক্যামেরা, শুধু অ্যান্ড্রয়েড নয়, iPhone এরও ঘুম কেড়ে নিতে পারে!
TV Care: এই বর্ষায় টিভির রিমোট প্রেস করার আগে অবশ্যই করুন এই কাজ, নইলে সাড়ে সর্বনাশ!