
BSNL তার ব্যবহারকারীদের জন্য দুটি নতুন প্ল্যান নিয়ে এল। সেই প্রিপেড প্ল্যান দুটি হল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটির ডেটা ভাউচার। কোনও নির্দিষ্ট সার্কেল নয়, দেশের সমস্ত BSNL ব্যবহারকারীর জন্য প্ল্যান দুটি লঞ্চ করা হয়েছে। এক্ষেত্রে মনে রাখতে হবে, ডেটা ভাউচার আপনার SIM কখনই সক্রিয় করে রাখে না। আপনার নম্বরে যদি কোনও সক্রিয় প্ল্যান থাকে, তাহলেই কাজ করবে ডেটা ভাউচার। আপনার যদি অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয়, একমাত্র তখনই কাজে লাগতে পারে এই ডেটা ভাউচারগুলি। নতুন BSNL প্ল্যান দুটি রিচার্জ করতে ব্যবহারকারীদের যথাক্রমে 411 টাকা ও 788 টাকা খরচ করতে হবে। পরিবর্তে কী সুবিধা মিলবে, দেখে নিন।
BSNL 411 টাকার প্রিপেড প্ল্যান
BSNL তার 411 টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের 90 দিনের ভ্যালিডিটি অফার করে। প্ল্যানটিতে আপনি প্রতিদিন 2GB ডেটা পেয়ে যাবেন। এর থেকে বেশি আর কোনও অফার এই প্ল্যানে আপনি পাবেন না। 411 টাকার BSNL প্ল্যানে আপনি সব মিলিয়ে সর্বাধিক 180GB হাই-স্পিড ডেটা ব্যবহার করতে পারবেন। যখনই এই পরিমাণ ডেটার কোটা আপনি শেষ করে ফেলবেন, তখন ডেটার FUP বা ফেয়ার ইউসেজ পলিসি খরচ হয়ে যাওয়ার ফলে ইন্টারনেট স্পিড 40 Kbps-এ নেমে আসবে।
BSNL 788 টাকার প্রিপেড প্ল্যান
411 টাকার প্ল্যানটি যদি ডাবল করা হয়, তাহলে তার সব অফার আপনি পেয়ে যাবেন 788 টাকার ডেটা ভাউচারে। এই BSNL প্ল্যানে ব্যবহারকারীরা 180 দিনের সার্ভিস ভ্যালিডিটি পেয়ে যাবেন। মাসিক হিসেবে দেখতে প্ল্যানটি 6 মাসের জন্য বৈধ। প্রতিদিন প্ল্যানটিতে 2GB করে ডেটা পাওয়া যাবে। সেই FUP ডেটা বা ফেয়ার ইউসেজ পলিসি শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড 40 Kbps-এ নেমে যাবে। সেই দিক থেকে দেখতে গেলে প্ল্যানটিতে আপনি সব মিলিয়ে 360GB হাই-স্পিড ডেটা পেয়ে যাবেন। এছাড়া কলিং বা এসএমএসের মতো আর কোনও অফার নেই প্ল্যানটিতে।
এই দুটি ডেটা ভাউচারই এক্কেবারে চুপিসাড়ে নিয়ে এল BSNL। প্রায় ছয় মাস বা তিন মাসের জন্য যাঁরা টানা একটু বেশি পরিমাণ ডেটা ব্যবহার করতে চাইছেন, তাঁদের জন্য প্ল্যানটি চমৎকার। দুই প্ল্যানের খরচও যে খুব একটা বেশি, তা নয়। যে পরিমাণ ডেটা এবং ভ্যালিডিটি দুটি প্ল্যানে অফার করা হচ্ছে, সেই জায়গায় খরচ বেশ কম। BSNL যখন বাজারে তার 4G পরিষেবা লঞ্চ করবে, তখন এই দুটি প্ল্যানই কাস্টমারদের জন্য ভ্যালু প্ল্যান হয়ে যাবে।