
BSNL New Recharge Plans: দুটি নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা BSNL। আর সেই প্ল্যান দুটি হল STV269 এবং STV769। সেই সব ব্যবহারকারীদের জন্য চমৎকার হতে চলেছে এই দুই রিচার্জ প্যাক, যারা অল্প এবং বেশি দুই রকমেরই মেয়াদের সন্ধান করছেন। কারণ, প্ল্যান দুটির বৈধতা যথাক্রমে 30 দিন ও 90 দিন। তার থেকেও বড় কথা, সেই সব BSNL ব্যবহারকারীরা ব্যাপকভাবে উপকৃত হবেন, যাঁরা অতিরিক্ত পরিমাণ ডেটার খোঁজ করেন। তবে দুই প্ল্যানের অফার প্রায় এক, খালি মেয়াদেই ফারাক রয়েছে। প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বরেই BSNL সারা দেশে তার 4G নেটওয়ার্ক চালু করবে। তার আগে নতুন এই দুই প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
BSNL STV269: কী সুবিধা এই প্ল্যানের
BSNL-এর এই 269 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB করে ডেটা অফার করা হবে। প্ল্যানটির ভ্যালিডিটি 30 দিন, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি করে SMS পাঠানো যাবে। যাঁরা এই প্রিপেড প্যাকটি রিচার্জ করবেন, তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন BSNL Tunes। অন্যান্য বেনিফিটসের মধ্যে রয়েছে চ্যালেঞ্জেস এরিনা গেমস, ইরস নাও এন্টারটেইনমেন্ট, লিস্টইন পডকাস্ট সার্ভিসেস, হার্ডি মোবাইল গেম সার্ভিস, লোকধুন এবং জ়িং।
BSNL STV769: কী সুবিধা এই প্ল্যানের
এই প্ল্যানেও ব্যবহারকারীরা প্রতিদিন 2GB করে ডেটা পেয়ে যাবেন। তবে প্ল্যানের বৈধতা 90 দিন অর্থাৎ তিন মাস। আগের মতো এই প্ল্যান রিচার্জ করলেও গ্রাহকরা প্রতিদিন 100টি করে SMS সম্পূর্ণ বিনামূল্যে পাঠাতে পারবেন। বাকি অন্যান্য সব ফিচার আগের প্ল্যানের মতোই থাকছে।
দেশের সরকারি টেলিকম সংস্থার তরফে এই দুই নতুন প্ল্যান নিয়ে আসা হয়েছে। দুটি প্ল্যানই এখন ব্যবহারকারীরা চাইলে রিচার্জ করতে পারবেন। 30 দিন হোক বা 90 দিন- দুই ক্ষেত্রেই ব্যাপক ভাবে কার্যকর হতে পারে প্ল্যান দুটি। প্রসঙ্গত, টেলিকম অথরিটি অফ ইন্ডিয়া দেশের টেলকোগুলিকে অন্তত 30 দিন বৈধতার রিচার্জ প্ল্যান নিয়ে আসার নির্দেশ দিতেই বেসরকারি টেলকোগুলির পর এখন সরকারি BSNL-ও 30 দিন ভ্যালিডিটির প্ল্যান নিয়ে আসছে।