397 টাকার BSNL প্ল্যান আবার হাজির হল নতুন রূপে, 150 দিন রোজ 2GB করে ডেটা

BSNL Recharge News: 397 টাকার প্ল্যানটি আগেও ছিল। তবে মাঝে প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই প্ল্যানেরই ভ্যালিডিটি কমিয়ে তা নতুন মোড়কে নিয়ে এসেছে BSNL। এর আগে 397 টাকার প্ল্যানে বিএসএনএল তার গ্রাহকদের 180 দিন ভ্যালিডিটি অফার করত।

397 টাকার BSNL প্ল্যান আবার হাজির হল নতুন রূপে, 150 দিন রোজ 2GB করে ডেটা
পুরনো প্ল্যান নতুন করে সাজাল BSNL।

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Aug 30, 2023 | 12:30 PM

BSNL তার ব্যবহারকারীদের চমৎকার একটি প্ল্যান অফার করত। তার জন্য ব্যবহারকারীদের খরচ করতে হত মাত্র 397 টাকা। সেই প্ল্যানই এবার নতুন ভাবে সাজিয়ে গ্রাহকদের জন্য নিয়ে এল রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থাটি। 397 টাকার প্ল্যানে BSNL তার ব্যবহারকারীদের 150 দিনের ভ্যালিডিটি দিচ্ছে। তার থেকেও বড় কথা হল, এই প্ল্যানে ভারত সঞ্চার নিগম লিমিটেডের ব্যবহারকারীরা প্রতিদিন 2GB ডেটা পেয়ে যাবেন। এবার একবার হিসেব কষে দেখুন, 397 টাকা রিচার্জ করে প্রায় পাঁচ মাস ধরে আপনি রোজ 2GB করে ডেটা পেয়ে যাচ্ছেন। সব মিলিয়ে মোটের উপরে এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন মোট 300GB ডেটা। যদিও এতটা পরিমাণ ডেটা আপনাকে দেবে না BSNL। কারণ?

যেমনটা আমরা আগেই বললাম, 397 টাকার প্ল্যানটি আগেও ছিল। তবে মাঝে প্ল্যানটি সরিয়ে দেওয়া হয়েছিল। এখন সেই প্ল্যানেরই ভ্যালিডিটি কমিয়ে তা নতুন মোড়কে নিয়ে এসেছে BSNL। এর আগে 397 টাকার প্ল্যানে বিএসএনএল তার গ্রাহকদের 180 দিন ভ্যালিডিটি অফার করত। যদিও তখনও এই প্ল্যানে প্রতিদিন 2GB করে ডেটা অফার করা হত। সেই দিক থেকে দেখতে গেলে প্ল্যানটিতে সর্বসাকুল্যে 360GB ডেটা অফার করা হত। তাই ভ্যালিডিটি কমার ফলে এই প্ল্যানের ডেটার অফারও কিছুটা কমেছে।

তবে আগে যেমন এই প্ল্যানে আনলিমিটেড ফোন কল অফার করা হত। এখনও তাই করা হবে। আগে BSNL 397 টাকার রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের 60 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100টা করে SMS অফার করা হত। এখন এই একই অফারগুলি গ্রাহকরা পাবেন, তবে তা 30 দিনের জন্য। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেশিদিনের ভ্যালিডিটির খোঁজ করছেন যে সব BSNL ব্যবহারকারীরা, তাঁদের কথা মাথায় রেখেই এই 397 টাকার প্ল্যানটি নতুন করে নিয়ে আসা হয়েছে। তবে প্ল্যানটি 150 দিনের জন্য বৈধ হলেও তার অফারগুলি পাওয়া যাবে কেবল 30 দিনের জন্যই।

এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা চলতি বছরের জুন মাসে BSNL-এর জন্য 89,047 কোটি টাকার তৃতীয় পুনরুজ্জীবন প্যাকেজের অনুমোদন করেছে। সরকারের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, প্যাকেজটিতে ইক্যুইটি ইনফিউশনের মাধ্যমে BSNL-এর জন্য 4G এবং 5G স্পেকট্রাম বরাদ্দ রয়েছে। সেখানে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা BSNL-এর জন্য 89,047 কোটি টাকার মোট ব্যয়-সহ তৃতীয় পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করেছে।”