BSNL Recharge: স্বল্প রোজগেরেদের জন্য 87 টাকার লাজবাব BSNL প্ল্যান

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 21, 2023 | 12:04 PM

BSNL Rs 87 Plan Details: BSNL তার 87 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1GB করে ডেটা অফার করে। প্ল্যানটির ভ্যালিডিটি 14 দিন বা দুই সপ্তাহ। সব মিলিয়ে এই প্ল্যানে গ্রাহকরা মোট 14GB ডেটার অফার পেয়ে যান।

BSNL Recharge: স্বল্প রোজগেরেদের জন্য 87 টাকার লাজবাব BSNL প্ল্যান

Follow Us

BSNL বা ভারত সঞ্চার নিগম লিমিটেড তার গ্রাহকদের 87 টাকার একটি প্রিপেড রিচার্জ প্ল্যান অফার করে। রোজগার যাঁদের কম, তাঁদের জন্য এই প্ল্যানটি দুরন্ত। BSNL-এর মতো সরকারি টেলকোর পাশাপাশি দেশের সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি শীঘ্রই তাদের রিচার্জ প্ল্যানের খরচ বাড়াতে চলেছে। শুরুটা Airtel এর মধ্যেই করে দিয়েছে। সংস্থাটির বেস রিচার্জ প্ল্যান বেড়ে 155 টাকা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন BSNL 87 টাকার রিচার্জ প্যাকটি সেই সব কাস্টমারদের জন্য দুরন্ত অফার, যাঁরা অল্প সময়ের বৈধতা চাইছেন এবং সর্বোপরি খরচটাও চাইছেন কম। এখন BSNL 87 টাকার প্ল্যানে কী-কী অফার রয়েছে, সেগুলিই একনজরে দেখে নেওয়া যাক।

BSNL 87 টাকার প্ল্যান

BSNL-এর 87 টাকার প্ল্যানে গ্রাহকদের 14 দিনের বৈধতা অফার করা হয়। বিরাট পরিমাণ ডেটা এই প্ল্যানে আপনি পাবেন না। তবে এত কম খরচে যে পরিমাণ ডেটা অফার করা হয়, তা কোনও অংশে কম নয়। তবে আনলিমিটেড ভয়েস কলিংয়ের অফার রয়েছে প্ল্যানটিতে। BSNL তার 87 টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 1GB করে ডেটা অফার করে। অর্থাৎ সব মিলিয়ে এই প্ল্যানে আপনি মোট 14GB ডেটা পেয়ে যান।

এখন আপনার যদি আরও বেশি পরিমাণ ডেটার প্রয়োজন হয়, তাহলে BSNL-এর 97 টাকার প্ল্যানটিও বিবেচনা করতে পারেন। এই প্ল্যানে গ্রাহকদের কোনও SMS অফার করা হয় না। 15 দিন বৈধতার এই প্ল্যানে গ্রাহকদের প্রতিদিন 2GB ডেটা অফার করে। অর্থাৎ BSNL তার 97 টাকার প্ল্যানে গ্রাহকদের মোট 30GB ডেটা অফার করছে।

তবে আপনার যদি ভয়েস কলিংয়ের প্রয়োজন হয় এবং আরও বেশি দিনের বৈধতারও দরকার হয়, তাহলে BSNL-এর 99 টাকার প্ল্যানটি আপনার জন্য একটি দুর্দান্ত বিকল্প। তার কারণ, 99 টাকার প্ল্যানে আপনি ভারত জুড়ে সীমাহীন ভয়েস কলিং সহ 18 দিনের বৈধতা পেয়ে যাবেন। এই প্ল্যানের সঙ্গে কোনও ডেটার সুবিধা নেই।

Next Article