Poco-র ফোন কিনলে দেড় লাখ টাকার বাইক জেতার সুযোগ, দিতে হবে মাত্র 1 টাকা
POCO X6 Neo 5G Smartphone: বহু আলোচনার পরে POCO X6 Neo 5G অবশেষে লঞ্চ হয়েছে। আপনি এই ফোনে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন পাবেন। সবচেয়ে অবাক ব্যাপার হল এই ফোনের সঙ্গে আপনি একটি বাইকও জেতার সুযোগ পাবেন। শুনেই চমকে গেলেন তো?

বহু আলোচনার পরে POCO X6 Neo 5G অবশেষে লঞ্চ হয়েছে। আপনি এই ফোনে দুর্দান্ত সব ফিচার ও স্পেসিফিকেশন পাবেন। সবচেয়ে অবাক ব্যাপার হল এই ফোনের সঙ্গে আপনি একটি বাইকও জেতার সুযোগ পাবেন। শুনেই চমকে গেলেন তো? ভাবছেন একটা ফোন কিনলে তার সঙ্গে বাইক ফ্রিতে পাওয়া যাবে? একদমই তাই। জেনে নিন কীভাবে পাবেন।
POCO একটি লাকি ফাইভ উইনার অফার (Lucky Five Winner offer) নিয়ে এসেছে। ফোনটির বিক্রি শুরু হতে চলেছে আজ আর্থাৎ 13 মার্চ সন্ধ্যা 7টায়। এই ফোনটি কেনার পর, আপনি মাত্র 1 টাকায় 1.5 লক্ষ টাকার একটি Hero মোটরবাইকও পেতে পারেন। এই মোটরবাইকের দাম 1.5 লক্ষ টাকা। জিতে গেলে আপনি সহজেই এটি অর্ডার করতে পারবেন।
ফোনটির দাম কত?
বর্তমানে ফোনটি দু’টি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। 8GB RAM + 128GB স্টোরেজ কিনতে আপনাকে 14,999 টাকা খরচ করতে হবে। আর 12GB RAM + 256 GB স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে আপনাকে 16,999 টাকা দিতে হবে। তার মানে আপনি মিডরেঞ্জ সেগমেন্টে আপনি একটি দুর্দান্ত ফোন পেতে চলেছেন।
স্পেসিফিকেশন দেখে নিন…
মাত্র 15 হাজার টাকা দামে, প্রথমে আপনি 108MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা পাচ্ছেন। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 ব্যবহার করা হয়েছে। ফলে ফোনে একসঙ্গে অনেকগুলো কাজ খুব সহজেই করতে পারবেন। এই ফোনে একটি পাতলা ডিজাইন দেওয়া হয়েছে।





