
FREE Recharge Fact Check: ডিজিটালের প্রতি মানুষের নির্ভরশীলতা যতই বাড়ছে, ততই নিত্যনতুন উপায়ে মানুষকে প্রতারণা করে যাচ্ছেন অসৎ উদ্দেশ্যের মানুষজন। কষ্টার্জিত অর্থ যদি এক নিমেষে গায়েব হয়ে যায়, কার ভাল লাগে! সেই টাকা ফিরে পাওয়ার তো কোনও উপায় নেই। উপরন্তু, পরবর্তীতে তা যাতে আবার না ঘটে, তার সাবধানতা অবলম্বন করতেও অনেক ঝক্কি পোহাতে হয়। WhatsApp-এও প্রতারণার পরিমাণ নেহাত কম নয়। যেহেতু বিশ্বের একটা বড় অংশের মানুষ WhatsApp ব্যবহার করে, তাই প্রতারকদেরও মানুষকে বোকা বানানোর পথটাও সুগম হয়। হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় ফরোয়ার্ডেড মেসেজ আসতে থাকে। সেই সব মেসেজের সত্যতা যাচাই করা সকলের পক্ষে সম্ভব হয় না। কিন্তু কৌতূলের বশে মানুষ তাতে ক্লিক করে বসেন। ব্যস! তারপর যে কত বড় ক্ষতি হয়ে যায়, তা আর বলার নয়। তেমনই একটি WhatsApp ফরোয়ার্ড মেসেজ ব্যাপক ভাবে ঘুরে বেড়াচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে, ভারত সরকার তার নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে মোবাইল রিচার্জ করার সুযোগ দিচ্ছে। এখন সেই মেসেজ আদৌ সত্য কি না, তা আমরা যাচাই করে নেব।
WhatsApp-এ আসা FREE Recharge অফারের মেসেজ
যে WhatsApp বার্তাটি ভাইরাল হয়েছে, তাতে বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার ভারতের সমস্ত নাগরিকদের 239 টাকার রিচার্জ প্ল্যান সম্পূর্ণ বিনামূল্যে করিয়ে দিচ্ছে। যদিও সেই রিচার্জ প্যাক Jio, Airtel নাকি Vi-এর তা ওই হোয়াটসঅ্যাপ মেসেজে পরিষ্কার করা হয়নি। তবে মেসেজে বলা হয়েছে, রিচার্জ প্ল্যানটির বৈধতা 28 দিন এবং গ্রাহকদের একটি লিঙ্কে ক্লিক করতে হবে। এখানেই রয়েছে প্রতারকের আসল কারসাজি। আপনি সেই লিঙ্কে ক্লিক করলেই আপনার টাকা গায়েব হওয়ার প্রভূত সম্ভাবনা থাকতে পারে। WhatsApp-এ আসা মেসেজে বিশেষ করে ফরোয়ার্ডেড মেসেজে লিঙ্ক থাকলে তাতে কখনও ক্লিক করবেন না। মেসেজের সত্যাসত্য যাচাই না করে এমনটা কখনই করা উচিত নয়। এখন এই যে FREE Recharge অফারের মেসেজটি এসেছে, তা কি সত্যি? PIB Fact Check এই রিচার্জের বিষয়ে কী বলছে?
PIB Fact Check কী বলছে, মেসেজটি সত্যি?
PIB Fact Check তার টুইটার প্রোফাইল থেকে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, এই মেসেজটি আদ্যোপান্ত ভুয়ো। PIB-র অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ওই মেসেজটিকেই তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনামূল্যে মোবাইল রিচার্জ স্কিমের অধীনে সমস্ত ভারতীয়কে 28 দিনের জন্য 239 টাকার ফ্রি রিচার্জ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিচের এই নীল রঙের লিঙ্কে ক্লিক করে আপনার নম্বরটি রিচার্জ করুন। আমিও 28 দিনের FREE রিচার্জটি করেছি। নিচের লিঙ্কে ক্লিক করে আপনিও 28 দিনের FREE Recharge OFFER পেতে পারেন।”
एक #Whatsapp मैसेज में दावा किया गया है कि केंद्र सरकार सभी भारतीय यूजर को ‘मुफ्त मोबाइल रिचार्ज योजना’ के तहत 28 दिनों के लिए ₹239 का रिचार्ज दे रही है।#PIBFactCheck:
✔️यह दावा #फर्जी है
✔️भारत सरकार द्वारा ऐसी कोई घोषणा नहीं की गई है pic.twitter.com/oqW6nqNprH
— PIB Fact Check (@PIBFactCheck) April 2, 2023
তাহলে কী দাঁড়াল?
ফ্রি রিচার্জের অফার নিয়ে WhatsApp-এ যে মেসেজটি এসেছে, তা সম্পূর্ণ ভাবে ভুয়ো। এরকম কোনও বিনামূল্যের অফার সরকারের তরফে করা হচ্ছে না। তাই, ভুলেও ওই ভাইরাল WhatsApp মেসেজে আসা লিঙ্কে ক্লিক করতে যাবেন না। ভবিষ্যতেও ভুয়ো মেসেজ সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে। যে কোনও মেসেজের সত্যতা যাচাই না করে, তার মধ্যে থেকে কোনও লিঙ্কে ক্লিক করবেন না।