COD Warzone 2.0 এর নতুন ট্রেলার প্রকাশ্যে, দেখা মিলল DMZ মোডের

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Nov 15, 2022 | 5:22 PM

COD Warzone 2.0 হল Warzone সিক্যোয়েল, যা দুই বছর আগে হাজির হয়েছিল। পরবর্তী গেমটির প্রি-লোডিংও শুরু করে দিয়েছে Activision Blizzard। সংস্থার তরফে একটি ট্রেলারও শেয়ার করা হয়েছে, যা Warzone 2.0 কেমন হতে চলেছে, তার একটি ডিটেলড লুক দেখিয়েছে।

Follow Us

Call of Duty: Modern Warfare II চলতি বছরেই রিলিজ় করেছে। এটি Activision এর দীর্ঘ প্রতীক্ষিত একটি গেম। পরিসংখ্যান বলছে, রিলিজ় হওয়ার পর থেকেই এতটা জনপ্রিয়তা পেয়েছে যে, তা সমস্ত COD ফ্রাঞ্চাইজ়ির সেলস রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এবার কোম্পানি আর একটি টাইটেল নিয়ে আসছে, যার নাম Call of Duty: Warzone 2.0। বুধবার, 16 নভেম্বর এই গেমটি লঞ্চ করতে চলেছে।

COD Warzone 2.0 হল Warzone সিক্যোয়েল, যা দুই বছর আগে হাজির হয়েছিল। পরবর্তী গেমটির প্রি-লোডিংও শুরু করে দিয়েছে Activision Blizzard। সংস্থার তরফে একটি ট্রেলারও শেয়ার করা হয়েছে, যা Warzone 2.0 কেমন হতে চলেছে, তার একটি ডিটেলড লুক দেখিয়েছে।

Call of Duty: Warzone 2.0 এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল তার DMZ মোড। এই PvE গেমটি আগের মতোই বিরাট ম্যাপ ব্যবহার করছে বেস গেম হিসেবে। তবে এই গেমের টার্গেট কিন্তু অন্য- AI প্রতিপক্ষ দ্বারা সুরক্ষিত লুট সংগ্রহ করা। এছাড়া এই গেমটি থেকে আপনি সামগ্রিক ভাবে একটি ভিন্ন এবং পরিণত ব্যাটল রয়্যাল টাইটেলের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। Warzone 2.0এ থাকছে একটি নতুন ম্যাপ, যার নাম Ai Mazrah। এটি একটি মরুভূমি অঞ্চল, যেখানে শহর, মফঃস্বল এবং নদী দেখতে পাবেন।


Call of Duty: Warzone 2.0 লাইভ হতে চলেছে 16 নভেম্বর। প্রাথমিক ভাবে গেমটি উপলব্ধ হবে পিসি, প্লেস্টেশন 4, প্লেস্টেশন 5, এক্সবক্স ওয়ান, এক্সবক্স সিরিজ় এক্স|এস এর জন্য। তবে এর আগের টাইটেলটি এখনও ওয়ারজ়োন ক্যালডেরাতে খেলতে পারবেন গেমাররা।

Call of Duty: Modern Warfare II চলতি বছরেই রিলিজ় করেছে। এটি Activision এর দীর্ঘ প্রতীক্ষিত একটি গেম। পরিসংখ্যান বলছে, রিলিজ় হওয়ার পর থেকেই এতটা জনপ্রিয়তা পেয়েছে যে, তা সমস্ত COD ফ্রাঞ্চাইজ়ির সেলস রেকর্ড ছাপিয়ে গিয়েছে। এবার কোম্পানি আর একটি টাইটেল নিয়ে আসছে, যার নাম Call of Duty: Warzone 2.0। বুধবার, 16 নভেম্বর এই গেমটি লঞ্চ করতে চলেছে।

COD Warzone 2.0 হল Warzone সিক্যোয়েল, যা দুই বছর আগে হাজির হয়েছিল। পরবর্তী গেমটির প্রি-লোডিংও শুরু করে দিয়েছে Activision Blizzard। সংস্থার তরফে একটি ট্রেলারও শেয়ার করা হয়েছে, যা Warzone 2.0 কেমন হতে চলেছে, তার একটি ডিটেলড লুক দেখিয়েছে।

Call of Duty: Warzone 2.0 এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল তার DMZ মোড। এই PvE গেমটি আগের মতোই বিরাট ম্যাপ ব্যবহার করছে বেস গেম হিসেবে। তবে এই গেমের টার্গেট কিন্তু অন্য- AI প্রতিপক্ষ দ্বারা সুরক্ষিত লুট সংগ্রহ করা। এছাড়া এই গেমটি থেকে আপনি সামগ্রিক ভাবে একটি ভিন্ন এবং পরিণত ব্যাটল রয়্যাল টাইটেলের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। Warzone 2.0এ থাকছে একটি নতুন ম্যাপ, যার নাম Ai Mazrah। এটি একটি মরুভূমি অঞ্চল, যেখানে শহর, মফঃস্বল এবং নদী দেখতে পাবেন।


Call of Duty: Warzone 2.0 লাইভ হতে চলেছে 16 নভেম্বর। প্রাথমিক ভাবে গেমটি উপলব্ধ হবে পিসি, প্লেস্টেশন 4, প্লেস্টেশন 5, এক্সবক্স ওয়ান, এক্সবক্স সিরিজ় এক্স|এস এর জন্য। তবে এর আগের টাইটেলটি এখনও ওয়ারজ়োন ক্যালডেরাতে খেলতে পারবেন গেমাররা।

Next Article