Gaming Laptop: ভারতে লঞ্চ হয়েছে লেনোভো আইডিয়াপ্যাড গেমিং ৩আই ল্যাপটপ, দাম কত?

৪৫Whr ব্যাটারি রয়েছে এই গেমিং ল্যাপটপে। লেনোভোর দাবি, এই গেমিং ল্যাপটপের র‍্যাপিড চার্জ প্রো- এর সাহায্যে মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ল্যাপটপের ওজন প্রায় ২.২৫ কেজি। 

Gaming Laptop: ভারতে লঞ্চ হয়েছে লেনোভো আইডিয়াপ্যাড গেমিং ৩আই ল্যাপটপ, দাম কত?
ছবি প্রতীকী।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 9:49 AM

ভারতে লঞ্চ হয়েছে লেনোভোর আপডেটেড গেমিং ল্যাপটপ। জানা গিয়েছে, লেনোভো আইডিয়াপ্যাড গেমিং ৩আই ল্যাপটপের রিফ্রেশ ভার্সান লঞ্চ হয়েছে দেশে। এই ডিভাইসে রয়েছে লেটেস্ট ইন্টেল 11th জেন এইচ সিরিজ প্রসেসর এবং Nvidia GeForce RTX ৩০ সিরিজ GPU। এই গেমিং ল্যাপটপে রয়েছে হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। স্ক্রিনে দু’সাইডে রয়েছে স্লিম bezel। আর উপর এবং নীচের অংশে রয়েছে তুলনায় চওড়া bezel। লেটেস্ট কানেক্টিভিটি অপশনও রয়েছে লেনোভোর রিফ্রেশ ভার্সানের গেমিং ল্যাপটপে। এখানে রয়েছে ওয়াই ফাই ৬ এবং থান্ডারবোল্ট ৪ সাপোর্ট। এছাড়াওএই ল্যাপটপে রয়েছে একটি backlit keyboard। জানা গিয়েছে, লেনোভো আইডিয়াপ্যাড গেমিং ৩আই ল্যাপটপে আগে থেকে ইনস্টল করা রয়েছে উইন্ডোজ ১০ হোম।

Lenovo IdeaPad Gaming 3i- ভারতে এই গেমিং ল্যাপটপে দাম কত?

জানা গিয়েছে, লেনোভোর এই গেমিং ল্যাপটপের রিফ্রেশ ভার্সানের দাম ৮৯,৯৯০ টাকা ধার্য হয়েছে ভারতে। ২৪ অগস্ট থেকে শুরু হয়েছে সেল। ই-কমার্স সংস্থা অ্যামাজনের পাশাপাশি লেনোভোর অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ল্যাপটপ কেনা সম্ভব। এর সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট এবং অন্যান্য অফলাইন চ্যানেলের খুব তাড়াতাড়ি এই গেমিং ল্যাপটপ উপলব্ধ হবে। আপাতত একটি কনফিগারেশনে পাওয়া যাচ্ছে Lenovo IdeaPad Gaming 3i।

লেনোভোর এই গেমিং ল্যাপটপের বিভিন্ন ফিচার-

  • উইন্ডোজ ১০ হোম আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হয় Lenovo IdeaPad Gaming 3i- এই গেমিং ল্যাপটপ।
  • ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি IPS anti-glare ডিসপ্লে রয়েছে এই ল্যাপটপে, যার রিফ্রেশ রেট ১২০Hz।
  • এই গেমিং ল্যাপটপে রয়েছে Intel Core i7-11370H প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ রয়েছে।
  • লেনোভোর এই গেমিং ল্যাপটপে Nvidia GeForce RTX 3050 GPU রয়েছে। তার সঙ্গে ৪ জিবি GDDR6 VRAM এবং ৯০W সর্বোচ্চ Total Graphics Power (TGP) রয়েছে।
  • এই গেমিং ল্যাপটপে রয়েছে দুটো ২W স্পিকার। সেখানে রয়েছে Nahimic অডিয়ো সাপোর্ট। হাই ডেফিনিশনের অডিয়ো চিপ ব্যাবহার করা হয়ে এই Nahimic অডিয়োর ক্ষেত্রে।
  • এই ডিভাইসে ৭২০পি ওয়েবক্যাম রয়েছে, যা পড়াশোনা এবং কাজের ক্ষেত্রেও সাহায্য করবে। এছাড়া অনলাইন ভিডিয়ো কল বা চ্যাট তো আছেই।
  • ৪৫Whr ব্যাটারি রয়েছে এই গেমিং ল্যাপটপে। লেনোভোর দাবি, এই গেমিং ল্যাপটপের র‍্যাপিড চার্জ প্রো- এর সাহায্যে মাত্র ৩০ মিনিটে ৫০ শতাংশ চার্জ হয়ে যায়। ল্যাপটপের ওজন প্রায় ২.২৫ কেজি।
  • Lenovo IdeaPad Gaming 3i ল্যাপটপে রয়েছে একটি backlit কিবোর্ড। এখানে সাদা আলোর আধিক্য বেশি। এছাড়া রয়েছে একটি বিশেষ নম্বর প্যাড।

আরও পড়ুন- PS5 Restock India: ফের সোনির গেমিং কনসোল প্লেস্টেশন ৫-এর প্রি-অর্ডার শুরু হতে চলেছে ভারতে