Epic Games Postparty App: ভিডিয়ো গেম ডেভেলপার Epic Games সম্প্রতি ভারতে একটি নতুন মোবাইল অ্যাপ লঞ্চ করেছে, যার নাম Postparty। এই পোস্টপার্টি নামক অ্যাপের সাহায্যে গেমাররা Fortnite গেমপ্লে-র প্লেঅফ থেকে বিভিন্ন ক্লিপ ক্যাপচার করতে পারবেন। পাশাপাশি Nintendo Switch, PlayStation, PC এবং Xbox থেকেও ক্লিপ তুলে রাখতে পারবেন প্লেয়াররা। লেটেস্ট মোবাইল অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মেরই অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
Epic Games Postparty App: কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি
মূলত গেমপ্লের ভিক্ট্রি শেয়ার করার জন্যই ডিজ়াইন করা হয়েছে এই মোবাইল অ্যাপটি। Postparty অ্যাপ তার ব্যবহারকারীদের বিভিন্ন জিনিস দেখতে এবং পরবর্তীতে সেগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে সাহায্য করবে। পাশাপাশি সেই ক্লিপগুলি তাঁরা নিজেদের মোবাইল ফোনে সেভও করে রাখতে পারবেন। তার জন্য ব্যবহারকারীদের Epic Games অ্যাকাউন্টের সঙ্গে এই অ্যাপে সাইন আপ করতে হবে। তারপর দুটি অ্যাপই ডাউনলোড করতে হবে, যাতে ভিডিয়োটি ডাউনলোড করা যায়।
গেমিং এবং পোস্টপার্টি দুটি অ্যাপ সিঙ্ক করার পরেই ইউজারদের Fortnite লঞ্চ করতে হবে তাঁদের গেমিং ডিভাইস থেকে। সেই গেমিং ডিভাইস হতে পারে Xbox Series X|S, PlayStation 5-সহ আরও অনেক কিছু। সেখানে তাঁদের প্ল্যাটফর্মের বাটন বা কি ক্যাপচার করে রাখতে হবে, যাতে গেমপ্লের শেষ 30 সেকেন্ড ক্যাপচার করা যায়। একবার সেই গেমপ্লে ক্যাপচার করা হয়ে গেলেই ক্লিপটি Postparty অ্যাপের লাইব্রেরিতে দেখাতে থাকবে।
এবার ইউজাররা ক্লিপটি খুলে তা চালাতে পারেন এবং দরকার হলে যতটুকু দরকার ঠিক ততটুকু অংশই তাঁরা ট্রিমও করে রাখতে পারেন। সবথেকে কম 3 সেকেন্ড এবং সর্বাধিক 30 সেকেন্ড হতে পারে গেমপ্লে-র লেন্থ। এখন, একবার সেই ক্লিপ ক্রপ করা হয়ে গেলেই ইউজাররা তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। সেখানে তাঁরা তুলে ধরতে পারবেন গেম খেলার সময় তাঁদের কৃতিত্ব সম্পর্কে।
সংস্থার তরফ থেকে বলা হয়েছে, পোস্টপার্টি অ্যাপ্লিকেশনের ব্যবহারকারীরা তাঁদের Fortnite গেমপ্লে ক্যাপচার করে রাখতে পারবেন ব্যাটল রয়্যাল মোডে এবং ক্রিয়েটর-মোড আইল্যান্ডে। তবে ব্যবহারকারীরা সেভ দ্য ওয়ার্ল্ড মোডে গেমপ্লে ক্যাপচার করতে পারবেন না।