নতুন গেমিং স্মার্টফোন লঞ্চ করতে চলেছে রিয়েলমি। জানা গিয়েছে, এবার লঞ্চ হবে রিয়েলমি জিটি নিও গেমিং। খুব তাড়াতাড়ি এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে একজন টিপস্টার এই ফোনের সম্ভাব্য ফিচার, ডিজাইন এবং দাম প্রকাশ করেছেন অনলাইনে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল রিয়েলমি জিটি নিও। সেই ফোনেরই আপডেটেড এবং আপগ্রেডেড ভার্সান রিয়েলমি জিটি নিও গেমিং। রিয়েলমি জিটি নিও ফোনে ছিল MediaTek Dimensity ১২০০ প্রসেসর। কিন্তু রিয়েলমি জিটি নিও গেমিং ফোনে Qualcomm Snapdragon ৮৭০ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে।
সম্প্রতি টিপস্টার Rudhra Nandu টুইট করে রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের বিভিন্ন বিবরণ জানিয়েছেন। এই টিপস্টারের দাবি, আন্তর্জাতিক বাজারে রিয়েলমি জিটি নিও গেমিং ফোন দুটো স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে। একটি ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্ট। অন্যটি ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সম্পন্ন ভ্যারিয়েন্ট। প্রথম স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে $499, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৬,৪০০ টাকা। অন্যদিকে দ্বিতীয় স্টোরেজ ভ্যারিয়েন্টের দ্মা হতে পারে $599, ভারতীয় মুদ্রায় প্রায় ৪৩,৮০০ টাকা।
দেখে নেওয়া যাক রিয়েলমি জিটি নিও গেমিং ফোনের আর কী কী সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এনেছেন ওই টিপস্টার-