Free Fire Max Guide: ফ্রি ফায়ার ম্যাক্সে গ্রেনেড দিয়ে শত্রুদের ধ্বংস করার সেরা 3 টিপস

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 10, 2023 | 12:16 AM

Free Fire Max-এ গ্রেনেড ব্যবহার করে শত্রুদের কিল করা যেতে পারে। তবে তার জন্য কিছু টিপস জেনে রাখা দরকার। তাতে গ্রেনেডের সাহায্যে শত্রুদের হত্যা করার কাজটি আরও সহজ হবে।

Free Fire Max Guide: ফ্রি ফায়ার ম্যাক্সে গ্রেনেড দিয়ে শত্রুদের ধ্বংস করার সেরা 3 টিপস
গ্রেনেড দিয়ে শত্রুদের যেভাবে হত্যা করবেন।

Follow Us

Free Fire Max যাঁরা খেলেন, তাঁরা নিশ্চয়ই জানবেন যে, গেমের ভিতরে খেলোয়াড়রা একাধিক শক্তিশালী আইটেম পেয়ে যান। সেগুলির মাধ্যমেই তাঁরা বেঁচে থাকতে পারেন। পাশাপাশি গেমের ডেভেলপাররাও ক্রমাগত নতুন ইন-গেম ইভেন্ট এবং আপডেট যোগ করতে থাকে, যাতে গেমে লড়াই করার আগ্রহ থাকে গেমারদের। তবে যাই থাকুক না কেন, প্লেয়ারদের কিন্তু সবসময় লড়াই চালিয়েই যেতে হবে শত্রুদের সঙ্গে। শত্রুদের হত্যাও করতে হবে। Free Fire Max গেমে প্লেয়াররা বিভিন্ন ধরনের ইউটিলিটি পেয়ে যান। তার মধ্যে উল্লেখযোগ্য হল ফ্র্যাগ গ্রেনেড, স্মোক গ্রেনেড এবং অন্যান্য গ্লু ওয়ালও পাওয়া যায়। এই গ্রেনেড ব্যবহার করে শত্রুদের কিল করা যেতে পারে। তবে তার জন্য কিছু টিপস জেনে রাখা দরকার। তাতে গ্রেনেডের সাহায্যে শত্রুদের হত্যা করার কাজটি আরও সহজ হবে।

1) গ্রেনেড ভাল করে কুক করুন

Free Fire Max-এ সবথেকে বেশি পরিমাণে শত্রুদের হত্যা করতে গ্রেনেডগুলিকে সঠিক ভাবে কুক করতে হবে। শত্রুদের অবস্থান দেখে সঠিক ভাবে গ্রেনেড কুক করেই তবে শত্রুদের হত্যা করা যেতে পারে। কখনও তাড়াহুড়ো করে সঠিক ভাবে গ্রেনেড কুক করা সম্ভব নয় এবং তার ফলে অনেকেই ভুল জায়গায় গ্রেনেড নিক্ষেপ করতে পারেন।

2) পর্যাপ্ত পরিমাণে গ্রেনেড ব্যাকপ্যাকে রেখে দিন

ফ্রি ফায়ার ম্যাক্সে রিওয়ার্ডস রেখে দেওয়ার জন্য প্লেয়ারদের ব্যাকপ্যাক সরবরাহ করা হয় গেমে। এখানে লেভেলের ভিত্তিতে ব্যাকপ্যাক পাওয়া যায়। লেভেল যত বেশি হবে, আপনি ততই বেশি জিতবেন। তার ভিত্তিতে আপনি একাধিক দামি জিনিসও তুলে রাখতে পারেন। যেহেতেু গ্রেনেডের মাধ্যমে গেমাররা শত্রুদের হত্যা করতে পারেন, তাই তাঁদের যতটা সম্ভব গ্রেনেড ব্যাকপ্যাকে রেখেও দিতে হবে। এই গ্রেনেডগুলি খেলোয়াড়কে শত্রুদের আক্রমণ থেকেও রক্ষা করে।

3) শত্রুদের গ্লু ওয়াল ধ্বংস

Free Fire Max গেমে শত্রুর আক্রমণ থেকে বাঁচতে খেলোয়াড়রা গ্লু ওয়াল ব্যবহার করতে পারেন। শত্রুরা যদি গেমে গ্লু ওয়াল ব্যবহার করে কভার তৈরি করে, তাহলে তা ধ্বংস করতে হবে। অনেক দূর থেকে গ্রেনেড ছুড়ে সহজেই তাঁরা এই গ্লু ওয়াল ধ্বংস করতে পারেন।

Next Article