Xbox গেমারদের জন্য দুর্দান্ত এপ্রিল, 3-7 তারিখের মধ্যে একাধিক নতুন গেম লঞ্চ

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 03, 2023 | 12:53 AM

Xbox New Games April 2023: 3 থেকে 7 এপ্রিলের মধ্যে কনসোলটি একাধিক নতুন গেম লঞ্চ করতে চলেছে। যদিও মার্চের তুলনায় এপ্রিলে একটু ধীর গতিতেই নতুন Xbox গেমগুলি লঞ্চ করা হবে।

Xbox গেমারদের জন্য দুর্দান্ত এপ্রিল, 3-7 তারিখের মধ্যে একাধিক নতুন গেম লঞ্চ
এপ্রিলে এক্সবক্সে একগুচ্ছ নতুন গেম।

Follow Us

Xbox গেমারদের জন্য এপ্রিলের শুরুটা অত্যন্ত উত্তেজনাপূর্ণ হতে চলেছে। 3 থেকে 7 এপ্রিলের মধ্যে কনসোলটি একাধিক নতুন গেম লঞ্চ করতে চলেছে। যদিও মার্চের তুলনায় এপ্রিলে একটু ধীর গতিতেই নতুন Xbox গেমগুলি লঞ্চ করা হবে। একাধিক দিক থেকে নতুন এক্সবক্স গেমগুলি বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় হতে চলেছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে।

4 এপ্রিল লঞ্চ করছে ‘Meet Your Maker’, যা একটি পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক ফার্স্ট-পার্সন বিল্ডিং অ্যান্ড রেইডিং গেম, যেখানে প্রতিটা লেভেলই ডিজ়াইন করবেন গেমাররা। পাশাপাশি মিউজিক্যাল কম্পোনেন্ট সহযোগে ‘Road 96: Mile 0’ নামক ন্যারেটিভ-অ্যাডভেঞ্চার গেম, যা Road 96-এর সিক্যোয়েল। এই গেমটিও লঞ্চ করবে 4 এপ্রিল।

রয়েছে আরও বেশ কিছু চমক। অ্যাডভেঞ্চার গেমাররা ‘Curse Of The Sea Rats’ নামক একটি হ্যান্ড-অ্যানিমেটেড ‘র‌্যাটিওইডভ্যানিয়া’ অ্যাডভেঞ্চার গেম খেলতে পারবেন। সেই সঙ্গেই আবার ‘Melon Journey: Bittersweet Memories’ নামক আরও একটি গেম উপভোগ করতে পারবেন প্লেয়াররা। যাঁরা ন্যারেটিভ গেম খেলতে পছন্দ করেন, তাঁদের জন্য এই গেমটি সেরা হতে চলেছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ গেমের মধ্যে রয়েছে ‘Horror Tale 1: Kidnapper’। এই থ্রিলার গেমটি প্লেয়ারদের নানাবিধ রহস্য সমাধান করতে-করতে নিয়ে যাবে এবং লেকউইচে হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজে বের করার পথও দেখাবে। আর একটি চমৎকার গেমের নাম ‘The Library of Babel’, যা প্লেয়ারদের দুঃসাহসিক কাজকর্ম এবং একটি চিন্তাশীল গল্প উপভোগ করতে দেবে।

এদিকে আবার EA স্পোর্টস PGA ট্যুর 7 এপ্রিল রিলিজ করবে, যেখানে উচ্চতর গেমপ্লে এবং বিশ্বের সেরা এবং জনপ্রিয় গল্ফ কোর্সগুলিতে অ্যাক্সেসযোগ্য। Xbox প্লেয়াররাও গেমটির 10 ঘণ্টা বিনামূল্যের ট্রায়াল উপভোগ করতে পারবেন। 7ই এপ্রিল মুক্তি পেতে চলেছে, ‘Bumballon’, ‘Joe Wander and the Enigmatic Adventure’, ‘Marfusha’, ‘Dashing Orange’।

এক্সবক্স গেম পাসে ‘EA Sports PGA Tour’ এর সংযোজনও দেখা যাবে। এটিরও সম্পূর্ণ বিনামূল্যে 10 ঘণ্টার ট্রায়াল উপভোগ করতে পারবেন প্লেয়াররা। ‘Everspace 2’-এর সম্পূর্ণ রিলিজও এপ্রিল 6 তারিখ নাগাদ হতে চলেছে। যদিও মাইক্রোসফ্ট এখনও অন্য কোনও গেম পাস সংযোজন নিশ্চিত করেনি। মনে করা হচ্ছে, গেমারদের জন্য শীঘ্রই গেমগুলির একটি নতুন ব্যাচ ঘোষণা করা হবে।

Next Article