Free Fire India: ঝটিকা ব্যান কাটিয়ে ভারতে ফিরল Garena Free Fire, মহেন্দ্র সিং ধোনি এখন গেমের একটা চরিত্র
Garena Free Fire গেমটিকে ভারতে রিলঞ্চ করা হবে Free Fire India নামে। ডেভেলপাররা জানিয়েছেন, 'নিরাপদ, স্বাস্থ্যকর এবং মজাদার গেমপ্লে অভিজ্ঞতা উৎসাহিত করতে অনবদ্য কনটেন্ট এবং ফিচার্স দেওয়া হচ্ছে গেমটিতে।'
Free Fire Comeback In India: একটা সময় ভারতীয়দের কাছে একাধিক ব্যাটল রয়্যাল গেম খেলার অপশন ছিল। কোভিড পূর্ববর্তী সময়ে এ দেশের গেমাররা Free Fire, PUBG Mobile, Call Of Duty-র মতো গুচ্ছের ব্যাটল রয়্যাল গেম খেলার সুযোগ পেতেন। কিন্তু পরবর্তীতে সেই গেমগুলির বেশিরভাগই এক-এক করে ব্যান হয়ে যায়। PUBG Mobile পরবর্তী কালে ভারতে BGMI রূপে এলেও তা ব্যান করা হয়। যদিও শর্তসাপেক্ষে BGMI ভারতে কামব্যাক করেছে। 10 মাসের ঝটিকা ব্যান কাটিয়ে ফিরেছে গেমটি। এর মধ্যেই আবার ভারতের ব্যাটল রয়্যাল গেম প্রেমীদের জন্য আর একটা খুশির খবর এসেছে। ব্যান কাটিয়ে এবার Garena Free Fire-এর ফেরার সময়ও এসে গিয়েছে। জানা গিয়েছে, নতুন নামে, একাধিক নতুন নিয়মের যাঁতাকলে পড়ে শীঘ্রই ফিরছে Garena Free Fire। প্রসঙ্গত, 2022 সালের ফেব্রুয়ারি মাসে বিজিএমআই, ফ্রি ফায়ারের মতো একাধিক গেম ও মোবাইল অ্যাপ ব্যান করেছিল ভারত সরকার।
Garena Free Fire ভারতে ফিরছে খুব শীঘ্রই
Garena Free Fire গেমটিকে ভারতে রিলঞ্চ করা হবে Free Fire India নামে। ডেভেলপাররা জানিয়েছেন, ‘নিরাপদ, স্বাস্থ্যকর এবং মজাদার গেমপ্লে অভিজ্ঞতা উৎসাহিত করতে অনবদ্য কনটেন্ট এবং ফিচার্স দেওয়া হচ্ছে গেমটিতে।’ গেমের লোকাল ক্লাউড হোস্টিং এবং স্টোরেজ পরিকাঠামো দিতে চলেছে Yotta, যা হিরানন্দানি গ্রুপের সংস্থা।
একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে Garena-র তরফে বলা হয়েছে, “MeitY-এর তালিকাভুক্ত সার্ভিস প্রোভাইডার হিসেবে Garena-র প্রোডাক্ট গুলিকে স্থানীয় সার্ভারে সাপোর্ট করার যাবতীয় বন্দোবস্ত এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি পরিষেবাগুলিতে ভারতীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটার সুরক্ষা নিশ্চিত করতে সেরার সেরা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।”
5 সেপ্টেম্বর থেকে এই গেম ডাউনলোড করতে পারবেন ভারতীয় গেমাররা। ভেরিফিকেশন সিস্টেম থেকে শুরু করে প্যারেন্টাল সুপারভিজ়ন, গেমপ্লে লিমিটেশন এবং টেকর আ ব্রেক রিমাইন্ডারের মতো একাধিক জরুরি ফিচার্স দেওয়া হচ্ছে।
MS Dhoni এখানে এমনই চরিত্র, যা খেলার যোগ্য
Garena এদিন ঘোষণা করেছে, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এখন এই Free Fire India গেমের ব্র্যান্ড অ্যাম্বেস্যাডর। মাহিকে এখানে একটি চরিত্র হিসেবে কাজে লাগিয়ে খেলতে পারবেন গেমাররা, যার নাম ‘থালা’। ধোনি ছাড়াও আরও একাধিক স্পোর্টসস্টারকে এই গেমে দেখা যাবে: ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী, ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল, টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ় এবং কবাড্ডি চ্যাম্পিয়ন রাহুল চৌধরি।