Gold In SIM Card: সিম কার্ডে থাকে সোনা, এবার তা বের করার উপায় খুঁজে পেলেন গবেষকরা, কী কাজে লাগবে?

Recycled Gold From SIM Cards: সিম কার্ড নষ্ট হয়ে গেলে তার মধ্যে থাকা সোনা ব্যবহার করার উপায় থাকে না। তার কারণ, সিম কার্ড আলাদা করার কোনও রিসাইক্লিং (Recycling) প্রক্রিয়া নেই। তাই, তা ই-বর্জ্য (E-Waste) ল্যান্ডফিলে রূপান্তরিত হয়।

Gold In SIM Card: সিম কার্ডে থাকে সোনা, এবার তা বের করার উপায় খুঁজে পেলেন গবেষকরা, কী কাজে লাগবে?
সোনায় না, সিম কার্ডে সোহাগা!

| Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jan 15, 2023 | 11:23 PM

সিম কার্ড (SIM Card) ছাড়া আপনার ফোনটা অচল। সব কাজ করতে পারবেন, কিন্তু আসল কাজের বেলায় লবডঙ্কা! হ্যাঁ, সিম কার্ড না থাকলে ফোন থেকে আপনি কলই করতে পারবেন না। এহেন সিম কার্ড সম্পর্কেই একটা তথ্য জানলে আপনার চক্ষু চড়কবৃক্ষে উঠবে! জানেন কি, সিম কার্ডে সোনা (Gold) রয়েছে। এক ফোঁটাও হেঁয়ালি করছি না। সত্যিই সিম কার্ড তৈরি করতে সোনা ব্যবহৃত গয়। আসলে সিম কার্ডে সোনার একটি স্তর প্রলেপ হিসেবে ব্যবহৃত হয়। আর সেই সিম কার্ড খারাপ হওয়ার সঙ্গে সঙ্গেই তাতে ব্যবহৃত সোনাও নষ্ট হয়ে যায়। সিম কার্ড নষ্ট হয়ে গেলে তার মধ্যে থাকা সোনা ব্যবহার করার উপায় থাকে না। তার কারণ, সিম কার্ড আলাদা করার কোনও রিসাইক্লিং (Recycling) প্রক্রিয়া নেই। তাই, তা ই-বর্জ্য (E-Waste) ল্যান্ডফিলে রূপান্তরিত হয়।

সিম কার্ডে কেন সোনা ব্যবহৃত হয়

ডিজিটাল ট্রেন্ডস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, সিম কার্ড থেকে সোনা বের করার কাজটি খুবই খরচসাপেক্ষ। তাই, এতদিন ধরে সেই খরচের জন্যই সিম কার্ড থেকে সোনা বের করা হত না বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে কীভাবে সিম কার্ড থেকে সোনা বের করা যায়, তা সবসময়ই বিজ্ঞানীদের ভাবনাচিন্তার স্তরে ছিল। এবার সেই ভাবনাচিন্তা থেকেই ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা সিম কার্ড রিসাইক্লিংয়ের নতুন পদ্ধতি তৈরি করতে সক্ষম হয়েছেন, যা থেকে সহজেই সোনা বের করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আসলে, সিম কার্ডে সোনার স্তর মাউন্ট করা হয়, যা বিদ্যুৎের চমৎকার পরিবাহী। পাশাপাশি এটি রূপো বা অন্যান্য ধাতুর মতো দ্রুত খারাপও হয় না।


সিম কার্ড থেকে কতটা সোনা বের হতে পারে

সিম কার্ড তো ছোট্ট হয়। তাতে আর কতটাই বা সোনা থাকতে পারে! সিম কার্ডে সোনার পরিমাণ খুবই কম। আপনি যদি হাজার-হাজার সিম কার্ড সংগ্রহ করে সেগুলো থেকে সোনা বের করেন, তাহলে সেগুলো থেকে মাত্র কয়েক গ্রামই পাবেন। তাই, এত ভাবনাচিন্তা করার পর একটা সিম কার্ড থেকে ওই নিমিত্ত মাত্র সোনা বের করেই বা কী লাভ, প্রশ্ন উঠেছিল তা নিয়েও। তবে ইতালির ইউনিভার্সিটি অফ ক্যাগলিয়ারির দুই গবেষক অ্যাঞ্জেলা সার্পে এবং পাওলা ডেপ্লানো সিম কার্ড থেকে সোনা বের করার একটি সহজ উপায় খুঁজে পেয়েছেন।

সিম কার্ড থেকে সোনা বের করে লাভটাই বা কী হবে

সিম কার্ড থেকে যে পরিমাণ সোনা বের হবে, তা কোনও কাজে লাগবে না, পুনর্ব্যবহারও করা যাবে না। বরং, বাতিল এবং খারাপ হয়ে যাওয়া সিম কার্ডগুলি ই-বর্জ্য হিসেবেই ফেলে দেওয়া হবে। তবে ঠিকঠাক ভাবে সিম কার্ড রিসাইকেল করা গেলে, তা থেকে বিভিন্ন মেডিক্যাল ডিভাইস তৈরি করা যেতে পারে। যার ফলে মেডিক্যাল ডিভাইসের দাম কমবে। শুধু তাই নয়। তা থেকে ওষুধও তৈরি করা যেতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। পাশাপাশি যতটাই সোনা বেরোক না কেন, স্বর্ণখনি থেকে সোনা উত্তোলন করতে পরিবেশের যে পরিমাণ ক্ষতি হয়, তা থেকে সামান্য হলেও তো রেহাই মিলবে।