WhatsApp Tips: হোয়াটসঅ্যাপে অনলাইন থাকা নিয়ে নির্দিষ্ট কারও সঙ্গে ঝামেলা হয়? আবার ধরুন আপনি নিজের ইচ্ছেয় অনলাইন আছেন, কিন্তু কথা বলতে চাইছেন না। তিনি দেখতে পাচ্ছেন আপনি অনলাইন, তাই বারবার মেসেজও করে যাচ্ছেন। এর বিরক্তিকর পরিস্থিতিতে প্রায় অনেককেই পড়তে হয়েছে। তবে আপনি চাইলেই আপনার অনলাইন স্টেটাস বন্ধ করে রাখতে পারবেন। এমনকী আপনি কখন শেষ অনলাইন ছিলেন, তা-ও জানতে পারবে না কেউ। সেটাও বন্ধ করা যায় হোয়াটসঅ্যাপে। সেই ফিচারটিকে বলে ‘Last Seen Status Hide’। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তাই যারা এই দু’টি ফিচার এখনও কাজে লাগাননি, তারা দেখে নিন কীভাবে লুকিয়ে রাখবেন ‘লাস্ট সিন স্টেটাস’ ও ‘অনলাইন স্টেটাস’।
প্রথমে জেনে নিন আপনি কীভাবে কারও কাছ থেকে আপনার Last Seen Status লুকিয়ে রাখবেন?
এত গেল লাস্ট সিন হাইড করার উপায়। এবার আসা যাক Online Status Hide-এর ফিচারে। হাইড করার আগে জেনে নিন এই ফিচার কীভাবে কাজ করে? সাধারণত যখন কেউ অনলাইন থাকেন, তখন আপনি তা দেখতে পান। তার ক্ষেত্রেও এটাই হয়, যখন আপনি অনলাইন থাকেন। Online Status Hide করার পর আপনি অনলাইন থাকলেও অন্য কেউ জানতে পারবে না যে, আপনি সেই মুহূর্তে অনলাইন আছেন। তাই আপনি যদি আপনার Online Status লুকোতে চান, তাহলে দেখে নিন এর উপায়।