Mobile Charge Problem: ঝড়ের থেকেও দ্রুত গতিতে শেষ হচ্ছে মোবাইলের ব্যাটারি? এই খেলা জানলে আর চার্জার খুঁজতে হবে না

Mobile Charge Problem: শুধু মাথায় রাখতে হবে মোবাইল ব্যবহারের কিছু সহজ সমীকরণ। আর তাতেই রাস্তাঘাটে যেমন মোবাইল চার্জ আউট হয়ে যাবে না, তেমনই বাঁচবে কল টাইম। ব্যবহার করা যাবে বেশি সময়।

Mobile Charge Problem: ঝড়ের থেকেও দ্রুত গতিতে শেষ হচ্ছে মোবাইলের ব্যাটারি? এই খেলা জানলে আর চার্জার খুঁজতে হবে না
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

| Edited By: জয়দীপ দাস

Aug 05, 2025 | 9:52 PM

সে আপনি যত দামি মোবাইলই কিনুন না কেন চার্জের সমস্যা কমবেশি সকলেরই। যত ভারী ব্যাটারিই হোক দ্রুত ড্রেন হওয়ার সমস্যায় নাকাল হতে হয় প্রায় প্রত্যেকেই। কিন্তু কিছু সহজ উপায়েই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। শুধু মাথায় রাখতে হবে মোবাইল ব্যবহারের কিছু সহজ সমীকরণ। আর তাতেই রাস্তাঘাটে যেমন মোবাইল চার্জ আউট হয়ে যাবে না, তেমনই বাঁচবে কল টাইম। ব্যবহার করা যাবে বেশি সময়। 

এই উপায়ে আপনি সহজেই মোবাইলের চার্জ বাঁচাতে পারেন.. 

প্রয়োজন ছাড়া বাড়াবেন না স্ক্রিনের ব্রাইটনেস। যত পারবেন স্ক্রিনের উজ্জ্বলতা কমান। সোজা কথায় Auto-Brightness বন্ধ করে নিজে কমিয়ে দিন। Dark Mode ব্যবহার করলে চার্জ বাঁচে। AMOLED ডিসপ্লের ক্ষেত্রে এটা বিশেষভাবে কার্যকরী। 

অনেক সময়ই আমাদের ফোনে অনেক অপ্রয়োজনীয় অ্যাপের জ্যাম লেগে যায়। ব্যবহার করি না তাও পড়ে থাকে। তাই প্রয়োজন বিচারে সেগুলি ফোন থেকে আনইন্সস্টল করা সবার আগে দরকার। অন্যদিকে আবার দিনে একবার ব্যবহার করলেও দিনভর ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে অনেক অ্যাপ। তাই সেগুলি ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে কিনা দেখে নিন। কয়েক সেকেন্ড সময় দিয়ে সেগুলি ক্লিয়ার করুন। সেটিংসে গিয়ে ব্যাটারি ইউসেজ দেখে সেগুলি সহজেই বন্ধ করতে পারেন। 

পাশাপাশি প্রয়োজন ছাড়া Location, Bluetooth, Wi-Fi, Mobile Data ব্যবহার যত কম করা যায় ততই ব্যাটারির দিনভর জীবনীশক্তি বাড়ানো সম্ভব। বিশেষ করে Location (GPS) সবসময় চালু রাখলে ব্যাটারি দ্রুত ফুরিয়ে যায়। অনেক ক্ষেত্রেই আপনি চাই Battery Saver Mode চালু রাখতে পারেন। এই ফিচার নিজে থেকেই ব্যাটারির ব্যবহার নিয়ন্ত্রণ করতে থাকে। Android বা iPhone দুটোতেই আছে Battery Saver বা Low Power Mode. একই সঙ্গে চাইলে আপনি অপ্রয়োজনীয় অ্যাপের Notification বন্ধ রাখতে পারেন। 

অন্যদিকে Live Wallpaper বা Heavy Animation দেখতে অনেক ভাল লাগলেও চার্জ এতে অনেক বেশি লাগে। আবার অ্য়াপের ক্ষেত্রে অনেক পুরনো ভার্সনের অ্যাপ অনেক সময় বেশি চার্জ খায়। তাই সেগুলি আপডেটড আছে কিনা সেদিকে নজর রাখুন। পাশাপাশি Network Signal খারাপ হলে Airplane Mode ব্যবহার করুন যদি সম্ভব হয়। Low signal থাকলে ফোন বেশি শক্তি খরচ করে নেটওয়ার্ক ধরতে। তাতে ব্যাটারি দ্রুত ড্রেন হয়। ওই সময় চাইলে Airplane Mode ব্যবহার করতে পারেন।