
WhatsApp-এ সবসময় মেসেজ আসতেই থাকে। কিন্তু তা বলে তো আর সবসময় WhatsApp মেসেজ দেখা সম্ভব নয়। এই ধরুন রান্না করছেন, বা কখনও কোনও জরুরি মিটিংয়ে ব্যস্ত আছেন, বা ড্রাইভ করছেন— তখন কীভাবে হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই করবেন? কিন্তু এমনও তো হতে পারে, আপনি খুব জরুরি মিটিংয়ে আছেন এবং আপনার কাছে যে WhatsApp Messageটাও ঢুকল সেটিও খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ। সেই সময় আপনি কীভাবে জরুরি কাজ ফেলে হোয়াটসঅ্যাপ খুলে রিপ্লাই করবেন? এমন একটা WhatsApp Trick রয়েছে, যার মাধ্যমে আপনি অ্যাপ না খুলেও চ্যাট করতে পারেন। কী সেই কৌশল?
আপনি সবসময়ই WhatsApp মেসেজ দেখে নিতে পারেন, নোটিফিকেশন প্যানেল থেকে। তবে যখন সেই হোয়াটসঅ্যাপ মেসেজটা আসছে, আপনি তখনই দেখতে পাবেন সেটি নোটিফিকেশন প্যানেলে দেখে নিতে পারবেন। কিন্তু তাছাড়াও আর WhatsApp-এর একটি গোপন কৌশল রয়েছে, যার মাধ্যমে আপনি অ্যাপটি না খুলেও তাতে আগত মেসেজটি দেখে নিতে পারবেন।
WhatsApp না খুলেও কীভাবে মেসেজ দেখবেন?
* প্রথমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের তাঁদের ফোনের স্ক্রিনের হোমপেজ লম্বা প্রেস করতে হবে।
* উইজেটে ট্যাপ করুন। স্ক্রিনে সমস্ত উইজেট দেখাতে থাকবে আপনার স্মার্টফোন।
* স্ক্রল ডাউন করতেই থাকুন। যতক্ষণ না পর্যন্ত WhatsApp Widget দেখতে পাচ্ছেন, ততক্ষণ স্ক্রল ডাউন করুন।
* এবার হোয়াটসঅ্যাপ উইজেটে ট্যাপ করুন। তার ফলে WhatsApp আপনার হোমপেজে চলে আসবে।
* ওই উইজেটে লং প্রেস করে ফোনের স্ক্রিনের ডান দিকে ড্র্যাগ করুন।
* তারপর Done বাটনটি প্রেস করুন।
* ফের একবার উইজেটে প্রেস করে উপরের দিকে শিফ্ট করুন।
* এবার আপনাকে উইজেটটি এক্সটেন্ড করার একটি অপশন দেখানো হবে। এখান থেকেই উইজেটটিকে ফুল স্ক্রিন করে নিতে পারেন।
বুঝতে সমস্যা হলে এই ছবিটি দেখে নিন। তাহলে বুঝতে পারবেন, কীভাবে আমরা আলাদা করে WhatsApp Widget তৈরি করে ফোনের হোম স্ক্রিন থেকেই মেসেজ দেখে নেওয়ার কথা বলছি। এই ভাবেই আপনি খুব সহজে হোয়াটসঅ্যাপ না খুলেও মেসেজ দেখতে পারবেন।
এভাবে আপনি কি সব WhatsApp মেসেজ দেখতে পাবেন?
হ্যাঁ, পারবেন। আপনার ফোনে WhatsApp Widget সেটআপ করার পরে যে ভাবে আপনি একটা মেসেজ দেখছেন, ঠিক সেই ভাবেই স্ক্রল ডাউন করে সব মেসেজ দেখতে পারবেন। অ্যাপের চ্যাট অনুসারে মেসেজগুলি অ্যালাইন করা থাকে। লেটেস্ট মেসেজটি সবার প্রথমে থাকে, তারপর থাকে আগের মেসেজগুলি।
এভাবে WhatsApp করতে গিয়ে যা মাথায় রাখবেন
WhatsApp Widget-এ যে কোনও একটা মেসেজে ট্যাপ করতে যাবেন না। তার কারণ, উইজেট ব্যবহৃত হয় স্রেফ মেসেজটা একঝলক দেখে নেওয়ার জন্য। আপনি যদি তাতে ট্যাপ করেন, তাহলে সেটি আপনাকে সরাসরি WhatsApp অ্যাপে নিয়ে যাবে। ফলে, যিনি আপনাকে মেসেজটি পাঠিয়েছেন তিনি দেখবেন যে সেটি ‘SEEN’ করা হয়েছে।