বছর শেষে ভিআই (ভোডাফোন-আইডিয়া) প্রি-পেড গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একগুচ্ছ নতুন অফার। ডেটা প্যাক থেকে ফ্রি কল মিনিটস বা মেসেজ, সুবিধে পাওয়া যায় সবক্ষেত্রেই। কিন্তু যাঁদের এখনও পোস্ট-পেড কানেকশন তাঁদের ক্ষেত্রে ব্যাপারটা একটু অসুবিধের। পোস্টপেড গ্রাহকদের জন্যও রয়েছে অনেক পরিষেবা। তবে আকর্ষণীয় অফার রয়েছে প্রিপেড গ্রাহকদের জন্য।
পোস্টপেড গ্রাহকরা কীভাবে নিজেদের কানেকশন প্রিপেড-এ বদল করবেন-
১। পোস্টপেড থেকে কানেকশন প্রিপেডে বদল করতে হলে সবার প্রথমে গ্রাহকদের বাড়ির কাছাকাছি কোনও ভিআই স্টোরে যেতে হবে।
২। স্টোরের এক্সিকিউটিভ একটি ফর্ম ফিলআপ করতে দেবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্ম ফিলআপ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টও জমা দিতে হবে।
৩। বাড়ির কাছাকাছি স্টোরে যাওয়ার আগে সঙ্গে অবশ্যই রাখুন নিজের ছবি, আইডি প্রুফ। আধার কার্ড কিংবা যেকোনও অ্যাড্রেস প্রুফও প্রয়োজন।
৪। আপনার পুরনো পোস্টপেড কানেকশনের সমস্ত টাকাপয়সা অর্থাৎ ডিউ ক্লিয়ার করে দিতে হবে। এরপর আপনার আইডি এবং অ্যাড্রেস প্রুফ নিয়ে ভেরিফিকেশন করবেন ভিআই কর্তৃপক্ষ।
৫। ভেরিফিকেশন শেষ হয়ে গেলে প্রিপেড কানেকশনের জন্য আপনাকে নতুন একটা সিম দেওয়া হবে। মোবাইল নম্বর একই থাকবে। কেবল সিমের বদল হবে।
৬। এই নতুন সিম কিনতে হবে ১০টাকা দিয়ে। ভোডাফোন স্টোর থেকেই পাওয়া যাবে এই সিম। ঘণ্টাখানেকের মধ্যে গ্রাহকদের নতুন প্রিপেড কানেকশন চালু হয়ে যাবে। প্রথমবারের রিচার্জ ভোডাফোন স্টোর থেকে করাতে হবে গ্রাহকদের। পরে নিজের পছন্দমতো প্ল্যান বেছে নিতে পারবেন গ্রাহকরা।
৭। ৫৯০৫৯ এই নম্বরে ফোন করে প্রিপেড সিম অ্যাকটিভেট করতে হবে। সিম অ্যাকটিভ হওয়ার পরই ডেটা প্যাক এবং কলিং পরিষেবা চাকু হয়ে যাবে। এসএমএস চালু হতে কিছুটা সময় লাগবে।