Android 14 পেতে চলেছে আপনার ফোন; ডেটা শেয়ার করছে কোন অ্যাপ, জানা যাবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Oct 05, 2023 | 5:29 PM

Android 14 Update: কোনও অ্যাপ ক্যামেরার অনুমতি চায়, কোনও অ্যাপ আবার আপনার লোকেশন তথ্যও জানতে চায়। এবার থেকে আপনি যখনই কোনও অ্যাপকে এই সব তথ্য জানার অনুমতি দিচ্ছেন, তখন অ্যান্ড্রয়েড 14-র দৌলতে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। সেই নোটিফিকেশনে আপনার কী সুবিধা হবে, জানতে ক্লিক করুন এখনই।

Android 14 পেতে চলেছে আপনার ফোন; ডেটা শেয়ার করছে কোন অ্যাপ, জানা যাবে
আপনার ফোন কি Android 14 আপডেট পেতে চলেছে?

Follow Us

নতুন Pixel 8 সিরিজ় লঞ্চের সঙ্গেই Android ব্যবহারকারীদের জন্য আর একটি সুখবরও এল। Android 14 অপারেটিং সিস্টেম রোল আউটের প্রক্রিয়াটিও শুরু হয়ে গেল। প্রাথমিক ভাবে এই নতুন অপারেটিং সিস্টেমটি Pixel 8 সিরিজ়ের ফোনগুলিতে দেওয়া হবে। ধীরে ধীরে তা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও পৌঁছে যাবে। ফ্ল্যাশ নোটিফিকেশন, ব্যাটারি হেল্থ পার্সেন্টেজ, ব্যাটারি সাইকেল কাউন্ট-সহ আরও একাধিক ফিচার Android 14 অপারেটিং সিস্টেম আপডেটের ফলে পেয়ে যাবেন ব্যবহারকারীরা। আর একটি গুরুত্বপূর্ণ ফিচার হল, এই OS Update যে কোনও অ্যাপের ডেটা শেয়ারিং প্র্যাকটিস সম্পর্কে ব্যবহারকারীদের জানাতে পারবে, যা প্রাইভেসি সম্পর্কে সচেতন মানুষজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট।

Android 14 OS আপডেট: গুরুত্বপূর্ণ ফিচার

কোন অ্যাপ আপনার ফোনের কতটা তথ্য, কী কারণে ব্যবহার করছে, সে সম্পর্কে জানাতে পারে নতুন অপারেটিং সিস্টেমটি। খেয়াল করে দেখবেন, বিভিন্ন অ্যাপ আপনার সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায়। কোনও অ্যাপ ক্যামেরার অনুমতি চায়, কোনও অ্যাপ আবার আপনার লোকেশন তথ্যও জানতে চায়। এবার থেকে আপনি যখনই কোনও অ্যাপকে এই সব তথ্য জানার অনুমতি দিচ্ছেন, তখন অ্যান্ড্রয়েড 14-র দৌলতে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে আসবে। সেই নোটিফিকেশনের সাহায্যেই আপনি জানতে পারবেন, আখেরে আপনার তথ্য কোনও থার্ড পার্টির সঙ্গে শেয়ার করা হল কি না। ফলে, ব্যবহারকারীরা এবার থেকে সিদ্ধান্ত নিতে পারবেন, কোন অ্যাপকে তাঁরা কতটা অনুমতি দেবেন।

এই নতুন বৈশিষ্ট্যটি স্মার্টফোন ব্যবহারকারীদের সাধারণ একটি উদ্বেগের সমাধান করতে চলেছে। আমাদের মধ্যে অনেকেই অসাবধানতাবশত সম্ভাব্য পরিণতিগুলি সম্পূর্ণরূপে না বুঝেই, বিভিন্ন অ্যাপকে নানাবিধ অনুমতি দিয়ে থাকি। অ্যান্ড্রয়েড 14-র সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের ব্যক্তিগত তথ্যের উপর আরও ভাল নিয়ন্ত্রণ বজায় রাখতে পারবেন। তার থেকেও বড় কথা, একটি অ্যাপের ডেটা শেয়ারিং প্র্যাকটিস সম্পর্কেও একটা ধারণা পাবেন ব্যবহারকারীরা। তাঁদের সচেতনতা আরও বাড়ানোর জন্য Android 14 “লোকেশনের জন্য ডেটা শেয়ার করে নেওয়ার আপডেট” এর একটা মাসিক রিপোর্ট দেবে। এর সাহায্যে ব্যবহারকারীরা তাঁদের ডেটা কীভাবে ব্যবহার করা হচ্ছে, সে সম্পর্কে অবগত থাকতে পারেন।

Android 14 আপডেট পেতে চলেছে যে সব ফোন

Android 14 আপডেট পাঠাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি গুগল। নতুন Pixel ডিভাইসগুলিতে এর মধ্যেই নতুন অপারেটিং সিস্টেমটি পাঠানো হয়েছে। আগামী আর কয়েক মাসের মধ্যেই এই OS আপডেটটি Samsung Galaxy, iQOO, Nothing, OnePlus, Oppo, Realme, Sharp, Sony, Tecno, Vivo এবং Xiaomi-র বিভিন্ন ফোনে পৌঁছে যাবে। তারপরে আবার তা চলে আসবে বিভিন্ন Pixel স্মার্টফোনেও। সেই তালিকায় রয়েছে, Pixel 4a 5G, Pixel 5, Pixel 5a, Pixel 6, Pixel 6 Pro, Pixel 6a, Pixel 7, Pixel 7 Pro, Pixel 7a, Pixel Tablet এবং Pixel Fold।

যাঁরা আগে ভাগেই Android 14-র নতুন ফিচারগুলি ব্যবহার করতে চান, তাঁদের জন্যও একটি সুবিধা নিয়ে এসেছে গুগল। OTA অর্থাৎ ওভার দ্য টপ আপডেট যে সব অ্যান্ড্রয়েড ফোনে পৌঁছচ্ছে না, সেই সব ব্যবহারকারীরা ফোনের সেটিংস অপশনে গিয়ে ম্যানুয়ালি চেক করে নিতে পারেন, আপডেটটি এসেছে কি না। তার জন্য ফোনের সেটিংস অপশনে গিয়ে সিস্টেমে ক্লিক করতে হবে এবং সেখান থেকে সিস্টেম আপডেটে ট্যাপ করতে হবে। ‘চেক ফর আপডেট’ বাটনে ক্লিক করলেই বোঝা যাবে, আপনার ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনটি এসেছে কি না।

Next Article