Diwali Message Scam: দীপাবলির ছোট্ট শুভেচ্ছাবার্তাতেই অ্য়াকাউন্ট খালি হয়ে যাচ্ছে? আসলে কী ঘটছে, জানুন…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 14, 2023 | 12:50 PM

Diwali Wish Fraud: মেসেজ থেকেই ঘটে যাচ্ছে বিরাট বিপদ। বিশেষ করে দীপাবলিতে অনেক ধরণের জালিয়াতি মেসেজ পাঠানো হচ্ছে, যাতে কয়েক সেকেন্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এবার আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে, যে আসলে কী হচ্ছে?

Diwali Message Scam: দীপাবলির ছোট্ট শুভেচ্ছাবার্তাতেই অ্য়াকাউন্ট খালি হয়ে যাচ্ছে? আসলে কী ঘটছে, জানুন...

Follow Us

যে কোনও উৎসবেই সে দীপাবলি হোক বা দূর্গাপুজো, হোয়াটসঅ্যাপ ও মেসেজে বিভিন্ন রকমের উইশ পাঠায় অনেকেই। কখনও কখনও আবার অচেনা নম্বর থেকেও মেসেজ আছে, তাতে বিভিন্ন উৎসবে উইশ করা হয়। অনেকেই সেটায় নজর দেন না। কিন্তু এই সব মেসেজ থেকেই ঘটে যাচ্ছে বিরাট বিপদ। বিশেষ করে দীপাবলিতে অনেক ধরণের জালিয়াতি মেসেজ পাঠানো হচ্ছে, যাতে কয়েক সেকেন্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এবার আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে, যে আসলে কী হচ্ছে? দীপাবলির শুভেচ্ছা বার্তার সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে, আর কিছু না দেখেই সে লিঙ্কে ক্লিক করে দিচ্ছেন অনেকেই। তার কয়েক সেকেন্ড পরেই খালি হয়ে যাচ্ছে ব্যঙ্ক অ্যাকাউন্ট।

আসলে কী ঘটছে?

দীপাবলির মেসেজের সঙ্গে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনি পাবেন চমৎকার দীপাবলি উপহার। কিন্তু তা কতটা বিপজ্জনক, সেটা না দেখেই অনেকে ক্লিক করে দিচ্ছে সেই লিঙ্কে। এক কথায় জালিয়াতরা এবার দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা এবং উপহারের নামে ব্যবহারকারীদের প্রতারণা করার চেষ্টা করছে।

কীভাবে নিজেকে এই প্রতারণার হাত থেকে বাঁচাবেন?

  1. দীপাবলির মেসেজের সঙ্গে যদি কোনও লিঙ্ক আসে, তবে সেটিতে ক্লিক করবেন না। কারণ এই লিঙ্কটিতে আপনার বড় বিপদ হয়ে যেতে পারে।
  2. এছাড়াও, কোনও অ্যাপ যদি অপ্রয়োজনীয় অনুমতি চাওয়া হয়, তাহলে তা এড়িয়ে চলুন।
  3. মেসেজের সঙ্গে যুক্ত উপহার ভাউচারের কোনও লিঙ্কে ক্লিক করবেন না। মনে রাখবেন, কেউ ফ্রিতে কখনওই কোনও গিফট দেবে না। তাও আবার অচেনা লোক।
  4. এমনকি দিওয়ালি উপহার ভাউচারের জন্য কোনও QR কোড স্ক্যান করবেন না।
  5. দিওয়ালি উপহারের জন্য মোবাইল নম্বর, ইমেল আইডি সহ অন্যান্য তথ্য শেয়ার করবেন না।
  6. এ ছাড়া মোবাইলে যদি কোনও ওটিপি আসে, তাহলে তা কারও সঙ্গে শেয়ার করবেন না।
Next Article