যে কোনও উৎসবেই সে দীপাবলি হোক বা দূর্গাপুজো, হোয়াটসঅ্যাপ ও মেসেজে বিভিন্ন রকমের উইশ পাঠায় অনেকেই। কখনও কখনও আবার অচেনা নম্বর থেকেও মেসেজ আছে, তাতে বিভিন্ন উৎসবে উইশ করা হয়। অনেকেই সেটায় নজর দেন না। কিন্তু এই সব মেসেজ থেকেই ঘটে যাচ্ছে বিরাট বিপদ। বিশেষ করে দীপাবলিতে অনেক ধরণের জালিয়াতি মেসেজ পাঠানো হচ্ছে, যাতে কয়েক সেকেন্ডে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এবার আপনার মনে এই প্রশ্ন আসতেই পারে, যে আসলে কী হচ্ছে? দীপাবলির শুভেচ্ছা বার্তার সঙ্গে একটি লিঙ্ক শেয়ার করা হচ্ছে, আর কিছু না দেখেই সে লিঙ্কে ক্লিক করে দিচ্ছেন অনেকেই। তার কয়েক সেকেন্ড পরেই খালি হয়ে যাচ্ছে ব্যঙ্ক অ্যাকাউন্ট।
আসলে কী ঘটছে?
দীপাবলির মেসেজের সঙ্গে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে, যাতে দাবি করা হচ্ছে, এই লিঙ্কে ক্লিক করলেই আপনি পাবেন চমৎকার দীপাবলি উপহার। কিন্তু তা কতটা বিপজ্জনক, সেটা না দেখেই অনেকে ক্লিক করে দিচ্ছে সেই লিঙ্কে। এক কথায় জালিয়াতরা এবার দীপাবলি উপলক্ষে শুভেচ্ছা বার্তা এবং উপহারের নামে ব্যবহারকারীদের প্রতারণা করার চেষ্টা করছে।
কীভাবে নিজেকে এই প্রতারণার হাত থেকে বাঁচাবেন?