অনেকেই ঘুরতে যাওয়ার সময় ট্রেনে ফোন চার্জে দেন। আবার কেউ কেউ প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে অফিস যাওয়ার পথে স্টেশন বা বাসে ফোনটিকে চার্জ করে নেন। কিন্তু আপনি কি জানেন, এই ছোট ভুলটি বিরাট বড় বিপদ নিয়ে আসতে পারে আপনার জীবনে। তাই পাবলিক চার্জিং স্টেশনগুলি ব্যবহার করার সময় আপনাকে সতর্ক থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরবিআই (RBI) একটি নতুন কেলেঙ্কারির কথা জানিয়েছে। RBI-এর মতে আজকাল কিছু স্ক্যামার ‘জুস জ্যাকিং (Juice Jacking Scam)’ কেলেঙ্কারির মাধ্যমে মানুষের ফোন হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে। এমনকী আরবিআই এই কেলেঙ্কারি নিয়ে সতর্কতা জারি করেছে।
জুস জ্যাকিং স্ক্যাম (Juice Jacking Scam) কী?
জুস জ্যাকিং স্ক্যাম এমন একটি পদ্ধতি যেখানে সাইবার স্ক্যামাররা মোবাইল এবং ল্যাপটপের মতো ডিভাইস থেকে গুরুত্বপূর্ণ ডেটা চুরি করার জন্য প্রথমে সেটিকে হ্যাক করে। তারপর তাতে ম্যালওয়্যার ইনস্টল করে দেয়। এই কাজ করার জন্য সাইবার স্ক্যামাররা পাবলিক চার্জিং স্টেশনগুলিতে ম্যালওয়্যার সফ্টওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টল করে। অর্থাৎ স্ক্যামাররা পাবলিক চার্জিং স্টেশনে ম্যালওয়্যার সহ সফ্টওয়্যার বা হার্ডওয়্যার ইনস্টল করছে। ম্যালওয়্যার সফ্টওয়্যার বা হার্ডওয়্যার হল এমন একটি জিনিস, যা আপনার ফোনটিকে সহজে হ্যাক করতে সাহায্য করে। এই ধরনের স্ক্যাম বেশি হচ্ছে বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, হোটেল, বাস আর ট্রেনে।
মোবাইলের চার্জিং পোর্ট ফাইল/ডেটা ট্রান্সফারের জন্যও ব্যবহার করা যেতে পারে। সাইবার স্ক্যামাররা ফোনে ম্যালওয়্যার সেট করতে পাবলিক চার্জিং পোর্ট ব্যবহার করে। অর্থাৎ আপনি যখনই কোনও পাবলিক চার্জিং পোর্টে আপনার ফোনটি কানেক্ট করবেন, তখনই সেটি হ্যাং হয়ে যাবে। এমনকী আপনি চাইলেও পাসওয়ার্ড দিয়ে সেটি খুলতে পারবেন না। আবার অনেক ক্ষেত্রে এসব কিছুই হবে না। আপনি চার্জে বসানের সঙ্গে সঙ্গেই হ্যাকাররা আপনার ফোনের ইমেল, এসএমএস, আরও অন্যান্য সব জরুরি ডেটা তাদের দখলে নিয়ে নেবে।
এই ধরনের স্ক্যাম কীভাবে এড়িয়ে যাবেন?
এছাড়াও এই স্ক্যাম এড়িয়ে চলার আরও অনেক উপায় আছে। যেমন-