
WhatsApp Tips: বর্তমানে ফোনের জন্য অনেক কাজই সহজ হয়ে গিয়েছে। ইলেকট্রিক বিল থেকে শুরু করে অনলাইনে গ্যাস বুকিং, সমস্ত কিছুই খুব সহজে হয়ে যায়। অনলাইন শপিং হোক, পেমেন্ট হোক বা মোবাইল ও ইন্টারনেট সংক্রান্ত যেকোনও কাজই নিমেষে হয়ে যায়। ফোনের মাধ্যমে গ্যাস বুকিং পদ্ধতি বেশ কয়েক বছর আগেই চালু হয়ে গিয়েছে। কিন্তু অনেকেই হয়তো জানেন না হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইনেই গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন। এটি দেশের একটি জনপ্রিয় মেসেজিং অ্যাপ। সাধারণত এই অ্যাপে চ্যাটিং, ডকুমেন্ট শেয়ারিং, গ্রুপ কল, ভিডিয়ো কল ইত্যাদি হয়। এবার এই অ্যাপকে আরও দরকারি কিছু কাজে ব্যবহার করা যাবে। এমনিতেই বছরখানেক আগে হোয়াটসঅ্যাপ ভারতে ইউপিআই-এর মাধ্যমে অনলাইন পেমেন্ট সহ একাধিক অনেক ফিচার চালু করেছে। আর সেই ফিচারেই নতুন একটি ফিচার যুক্ত হয়েছে, তা হল গ্যাস সিলিন্ডার বুকিং। এই কর্ম ব্যস্ত জীবনে অনলাইনই একমাত্র সময় বাঁচানোর উপায়। আপনাকে গ্যাস সিলিন্ডার বুক করার জন্য আলাদাভাবে সময় বের করতে হবে না। এমনকি ফোনেও বারবার বুকিংযের ঝামেলা নিতে হবে না। বরং খুব সহজেই হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। চলুন দেখা নেওয়া যাক সেই সহজ উপায়।
হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্যাস সিলিন্ডার বুক করুন:
এমনটা করার পরে, আপনি আরেকটি মেসেজ পাবেন। যেখানে আপনাকে অনেকগুলি অপশন থেকে আপনার প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের জানাতে হবে। তারপরে আপনি আপনি গ্যাস বুকিং-এর অপশন সিলেক্ট করে গ্যাস বুক করতে পারবেন। এই কাজটি খুবই সহজ। অর্থাৎ আর আলাদা করে গ্যাস বুকিং করার জন্য সময় বের করতে হবে না।