বিগত কয়েক বছর ধরেই স্মার্টওয়াচ ট্রেন্ডে পরিণত হয়েছে। আজকাল সাধারণ ঘড়ির পরিবর্তে সবাই স্মার্টওয়াচ পরতে পছন্দ করে, তা আর বলার অপেক্ষা থাকে না। প্রচুর কোম্পানিই তাদের স্মার্টওয়াচ বাজারে এনেছে। তবে অ্যাপলের স্মার্টওয়াচগুলো বাজারে খুবই জনপ্রিয়। তবে দাম বেশি হওয়ায় অনেকেই প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। আপনিও যদি অ্যাপলের স্মার্টওয়াচ কেনার প্ল্যান করেন, তবে আপনার কাছে একটি বিরাট সুযোগ আছে। আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড অ্যাপল স্মার্টওয়াচ কিনতে পারেন। তবে তার আগে আপনাকে জানানো হবে, অ্যাপল থেকে একটি সেকেন্ড হ্যান্ড ওয়াচ কেনার সময় কী-কী বিষয় মাথায় রাখবেন। শুধুমাত্র অ্যাপলের ক্ষেত্রে নয়, আপনি অন্যান্য স্মার্টওয়াচগুলিতেও এই টিপসগুলি কাজে লাগাতে পারেন।
এই বিষয়গুলো মাথায় রাখুন:
2023 সালে কেনার জন্য সেরা অ্যাপল স্মার্টওয়াচ কোনটি?
আপনি যদি মিড রেঞ্জে Apple-এর স্মার্টওয়াচ কিনতে চান, তাহলে আপনি Apple Watch SE এবং Apple Watch Series 5 কিনতে পারেন। এই মডেলগুলি কিছুটা পুরনো। তবে আপনি তাদের উপর 50% পর্যন্ত ছাড় পাবেন। এই দু’টি স্মার্টওয়াচই অ্যাপলের লেটেস্ট সমস্ত ফিচার দেওয়া রয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রচুর হেলথ ফিচার। তবে কেনার আগে এই সব টিপসগুলো মাথায় রাখতে ভুলবেন না।