সেকেন্ড হ্যান্ড Apple Watch কেনার কথা ভাবলে এই সকল তথ্য অবশ্যই জেনে রাখুন

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 04, 2023 | 12:10 PM

Second Hand Watch Buying Guide: অ্যাপল থেকে একটি সেকেন্ড হ্যান্ড ওয়াচ কেনার সময় কী-কী বিষয় মাথায় রাখবেন। শুধুমাত্র অ্যাপলের ক্ষেত্রে নয়, আপনি অন্যান্য স্মার্টওয়াচগুলিতেও এই টিপসগুলি কাজে লাগাতে পারেন।

সেকেন্ড হ্যান্ড Apple Watch কেনার কথা ভাবলে এই সকল তথ্য অবশ্যই জেনে রাখুন

Follow Us

বিগত কয়েক বছর ধরেই স্মার্টওয়াচ ট্রেন্ডে পরিণত হয়েছে। আজকাল সাধারণ ঘড়ির পরিবর্তে সবাই স্মার্টওয়াচ পরতে পছন্দ করে, তা আর বলার অপেক্ষা থাকে না। প্রচুর কোম্পানিই তাদের স্মার্টওয়াচ বাজারে এনেছে। তবে অ্যাপলের স্মার্টওয়াচগুলো বাজারে খুবই জনপ্রিয়। তবে দাম বেশি হওয়ায় অনেকেই প্ল্যান করেও কিনে উঠতে পারেন না। আপনিও যদি অ্যাপলের স্মার্টওয়াচ কেনার প্ল্যান করেন, তবে আপনার কাছে একটি বিরাট সুযোগ আছে। আপনি চাইলে সেকেন্ড হ্যান্ড অ্যাপল স্মার্টওয়াচ কিনতে পারেন। তবে তার আগে আপনাকে জানানো হবে, অ্যাপল থেকে একটি সেকেন্ড হ্যান্ড ওয়াচ কেনার সময় কী-কী বিষয় মাথায় রাখবেন। শুধুমাত্র অ্যাপলের ক্ষেত্রে নয়, আপনি অন্যান্য স্মার্টওয়াচগুলিতেও এই টিপসগুলি কাজে লাগাতে পারেন।

এই বিষয়গুলো মাথায় রাখুন:

  1. স্মার্টওয়াচের ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করুন। এটি প্রায় 80% বা তার বেশি হওয়া উচিত। যদি ব্যাটারি চার্জের শতাংশ খুব কম হয়, তাহলে বুঝবেন স্মার্টওয়াচের ব্যাটারি ব্যাকআপ ভাল নয়।
  2. ব্যাটারির অবস্থা পরীক্ষা করতে, Settings-এ গিয়ে Battery অপশনে যান। তারপরে দেখে নিন।
  3. আপনি যদি পরিবারের কোনও সদস্য বা পরিচিতজনের কাছ থেকে স্মার্টওয়াচটি নিয়ে থাকেন, তাহলে বিল দেখে নিন।
  4. শুধুই বিল নয় সেই সঙ্গে বাক্স এবং এতে লেখা সিরিয়াল নম্বরটি পরীক্ষা করুন।
  5. আপনি অনলাইনে স্মার্টওয়াচের সিরিয়াল নম্বরও দেখতে পারেন।
  6. শুধুমাত্র সার্টিফাইড জায়গা থেকে সেকেন্ড হ্যান্ড স্মার্টওয়াচ কিনুন।
  7. ই-কমার্স ওয়েবসাইট অ্যামাজন সেকেন্ডহ্যান্ড স্মার্টওয়াচ বিক্রি করে। আপনি চাইলে সেখান থেকেও কিনতে পারেন। আপনি চাইলে বড় দোকান থেকেও ডেমো ইউনিট কিনতে পারেন।

2023 সালে কেনার জন্য সেরা অ্যাপল স্মার্টওয়াচ কোনটি?

আপনি যদি মিড রেঞ্জে Apple-এর স্মার্টওয়াচ কিনতে চান, তাহলে আপনি Apple Watch SE এবং Apple Watch Series 5 কিনতে পারেন। এই মডেলগুলি কিছুটা পুরনো। তবে আপনি তাদের উপর 50% পর্যন্ত ছাড় পাবেন। এই দু’টি স্মার্টওয়াচই অ্যাপলের লেটেস্ট সমস্ত ফিচার দেওয়া রয়েছে। সেই সঙ্গে রয়েছে প্রচুর হেলথ ফিচার। তবে কেনার আগে এই সব টিপসগুলো মাথায় রাখতে ভুলবেন না।

Next Article