প্রায় প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোনে একটি Google অ্যাকাউন্ট থাকে, যেখান থেকে তিনি কোম্পানির বিভিন্ন পরিষেবা সম্পর্কে জানতে পারেন। আজকাল গুগল অ্যাকাউন্টটি ব্যাঙ্ক, অফিস, স্কুল, কলেজ ইত্যাদি অনেক জায়গায় লিঙ্ক করা হয়। লিঙ্কের কারণেই সময়মতো কাজের আপডেট পাওয়া যায়। সেজন্য Google অ্যাকাউন্ট নিরাপদ ও নিরাপদ রাখা গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে, আপনার Google অ্যাকাউন্টটি অনেক জায়গায় লগ ইন করা আছে, কিন্তু সেই ব্যাপারে আপনি জানেন না। ফলে আপনার পিঠ পিছেই ঘটে যাবে জালিয়াতি।
অনেক সময় কাজের কারণে পাবলিক কম্পিউটার বা অফিসের ল্যাপটপ বা ডেস্কটপে গুগল অ্যাকাউন্ট খোলেন অনেকেই। এমনকি তারপর লগআউট করতেও ভুলে যান। কিছু অ্যান্ড্রয়েড অ্যাপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। অর্থাৎ Google অ্যাকাউন্টের সাহায্যে সেই সব অ্যাপ লগইন করা হয়। কিন্তু লগআউট করতে বা অ্যাপ থেকে অ্যাকাউন্ট অ্যাক্সেস সরাতে ভুলে যান। আপনাকে এমন একটি উপায় জানানো হবে, যাতে আপনি জেনে যেতে পারবেন, আপনার অ্যাকাউন্টটি কোথায় কোথায় লগ ইন করা আছে।
আর জন্য আপনাকে কী করতে হবে?