আপনার Google ব্যবহার করছে অন্য কেউ, তাঁকে হাতে নাতে ধরার কৌশলটা জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 23, 2023 | 1:05 PM

Google Security Tips: অন্য কেউ আপনার Google Account থেকে সাইন ইন করলে google.com/devices থেকেই আপনি তা চেক করতে পারেন। এখন সত্যিই আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ যদি ব্যবহার করে, তাহলে তা কীভাবে বুঝবেন এবং সর্বোপরি তাতে অতিরিক্ত সুরক্ষার স্তর কীভাবে যোগ করবেন, জেনে নিন।

আপনার Google ব্যবহার করছে অন্য কেউ, তাঁকে হাতে নাতে ধরার কৌশলটা জেনে নিন
গুগল অ্যাকাউন্ট সুরক্ষিত না রাখলে বড় বিপদ!

Follow Us

Google আপনাকে অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে যে সব সুবিধা দেয়, তা বোধহয় আর কোনও টেক কোম্পানি দেয় না। দূরবর্তী স্থান থেকেও আপনার Google অ্যাকাউন্টের একাধিক কাজ আপনি করতে পারেন। শুধু তাই নয়। আপনার গুগল অ্যাকাউন্টটি আর কে বা কারা ব্যবহার করেছেন, তা-ও দেখে নিতে পারবেন আপনি। কম্পিউটার, ফোন এই সব ডিভাইস থেকেই আপনি কবে, কখন লগইন করেছিলেন, তার সব কিছুই দেখতে পারেন। অন্য কেউ আপনার Google Account থেকে সাইন ইন করলে google.com/devices থেকেই আপনি তা চেক করতে পারেন। এখন সত্যিই আপনার গুগল অ্যাকাউন্ট অন্য কেউ যদি ব্যবহার করে, তাহলে তা কীভাবে বুঝবেন এবং সর্বোপরি তাতে অতিরিক্ত সুরক্ষার স্তর কীভাবে যোগ করবেন, জেনে নিন।

আপনার Google Account অন্য কেউ ব্যবহার করলে কীভাবে বুঝবেন

1) প্রথমেই আপনাকে যেতে হবে Android ফোনের সেটিংস অপশনে। সেখান থেকে স্ক্রল ডাউন করে আপনাকে আসতে হবে Google অপশনে।

2) এবার আপনি ট্যাপ করুন ‘Manage You Google Account’ অপশনে।

3) স্ক্রিনের বাঁ-দিক থেকে স্লাইড করতে থাকুন যতক্ষণ না সিকিওরিটি সেকশনে না পৌঁছচ্ছেন। স্ক্রিনের ঠিক উপরেই আপনাকে সেকশনের নামগুলি আপনাকে দেখানো হবে।

4) স্ক্রল ডাউন করে এবার চলে আসুন ‘Your Devices’ সেকশনে, সেখানে ট্যাপ করুন।

5) আর একবার আপনাকে ‘Manage all devices’ অপশনে ট্যাপ করতে হবে। এখানেই আপনি দেখতে পাবেন, কোন কোন ডিভাইস আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করা ছিল।

6) এখানে আপনি যদি কোনও অজ্ঞাত ডিভাইস দেখেন, যেখান থেকে গুগল অ্যাকাউন্টে লগ ইন করেননি, তাহলে সেটায় ক্লিক করুন এবং সাইন আউট বাটনটি প্রেস করুন।

Google Account-এর অতিরিক্ত সুরক্ষা স্তর

আপনি যদি দেখেন আপনার গুগল অ্যাকাউন্টটি অজানা কোনও ডিভাইস থেকে খোলা থাকতে দেখেন, তাহলে প্রথমেই আপনাকে সাইন আউট করার পরে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে।

Google Account-এ সুরক্ষার অতিরিক্ত স্তর যোগ করতে আপনাকে 2-Step Verification ফিচারটি সক্রিয় করতে হবে। গুগল অ্যাকাউন্টের সিকিওরিটি সেকশন থেকেই আপনি ফিচারটি দেখতে পাবেন। এই টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি সেটআপ করে নিলে আপনার রেজিস্টার্ড পাসওয়ার্ড ব্যবহার করে যে কোনও অ্যাকাউন্টে লগইন করতে পারবেন।

এখন আপনি যদি 2-Step Verification কোড না দেন বা গুগল অ্যাকাউন্টে প্রত্যেক বার আপনার লগইনের সময় যদি সিকিওরিটি কি দেন, তাহলে আপনার কম্পিউটার বা মোবাইল ডিভাইসটিকে ট্রাস্টেড হিসেবে মার্ক করতে পারেন। এই ট্রাস্টেড কম্পিউটার এবং ডিভাইসের কারণে আপনাকে বারংবার সাইন ইনের সময় ভেরিফিকেশন কোড দিতে হবে না।

Next Article