Washing Machine Tips: ওয়াশিং মেশিনের ড্রায়ার কি ভেজা কাপড় পুরোপুরি শুকিয়ে দেয়? উপায় জানা থাকলে কেল্লাফতে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Aug 11, 2023 | 9:00 AM

Clothes Dry Tips: অনেকের বাড়িতেই এখন ওয়াশিং মেশিন রয়েছে। ফলে খুব সহজেই জামা কাপড় শুকিয়ে ফেলতে পারেন। যাদের নেই, তারাও কেনার কথা ভাবছেন। কিন্তু কেনার আগে জেনে নিন আদৌ ওয়াশিং মেশিনে ঠিক করে জামা-কাপড় শুকায় তো? চলুন জেনে নেওয়া যাক।

Washing Machine Tips: ওয়াশিং মেশিনের ড্রায়ার কি ভেজা কাপড় পুরোপুরি শুকিয়ে দেয়? উপায় জানা থাকলে কেল্লাফতে

Follow Us

বর্ষাকাল মানেই সারাদিন রোদে জামা-কাপড় শুকানোর ঝামেলা। আর বৃষ্টি এলেই সেই জামা-কাপড় তুলে ঘরে মেলে দেন অনেকেই। ফ্যানের হাওয়ায় শুকনোর পর তা থেকে ভ্যাপসা গন্ধ বেরতে থাকে। যদিও অনেকের বাড়িতেই এখন ওয়াশিং মেশিন রয়েছে। ফলে খুব সহজেই জামা কাপড় শুকিয়ে ফেলতে পারেন। যাদের নেই, তারাও কেনার কথা ভাবছেন। কিন্তু কেনার আগে জেনে নিন আদৌ ওয়াশিং মেশিনে ঠিক করে জামা-কাপড় শুকায় তো? চলুন জেনে নেওয়া যাক।

জামা-কাপড় পুরো শুকোয়?

কোনও কোনও ওয়াশিং মেশিনে অটোমেটিক সিস্টেম থাকে, কাচার পরে নিজে থেকেই শুকিয়ে যায়। শুধু তার জন্য ড্রাই মোড অন করে দিতে হয়। আর আধা অটোমেটিক ওয়াশিং মেশিনগুলোতে আপনাকে জামা-কাপড় কাচার পরে তা আলাদাভাবে ওয়াশিং মেশিনের জল বের করে শোকাতে হয়। তবে অটোমেটিক সিস্টেমের ওয়াশিং মেশিনগুলি 70 থেকে 80 শতাংশ পর্যন্ত কাপড় শুকাতে পারে। ফলে আপনাকে অবশেষে রোদে দিতেই হবে। তবে আপনি চাইলে মেশিনেই অনেকটা শুকিয়ে নিতে পারেন। আপনার কাছে আধা অটোমেটিক ওয়াশিং মেশিন থাকলেও চিন্তা করার কোনও বিষয় নেই। আপনি তাতেই জামা-কাপড় শুকিয়ে ফেলতে পারবেন। এতে আপনাকে আর মেশিন থেকে বের করে আলাদা করে রোদে বা ফ্যানের হাওয়ায় দিতে হবে না। সেই সব টিপস জেনে নিন।

কিন্তু কীভাবে?

সঠিক মোড অন করুন: কাপড় থেকে যতটা সম্ভব জল বের করে দেওয়ার জন্য ওয়াশিং মেশিনের ড্রায়ারে স্পিন সুইচটি সঠিকভাবে ব্যবহার করুন। এতে কাপড় থেকে সব জল বের হয়ে যাবে।

জামা-কাপড় ওভারলোড করবেন না: একবারে ড্রায়ারে অনেক বেশি জামা-কাপড় লোড করবেন না। কম কাপড় দেওয়ার চেষ্টা করুন। এতে সেগুলিতে গরম হাওয়া লাগবে। আর পুরোপুরি শুকিয়ে যাবে।

ড্রায়ারের সময় বাড়ান: জামা কাপড় ভালভাবে শুকোতে, ড্রায়ারের সময় বাড়াতে পারেন। অর্থাৎ বেশ কিছুটা সময় নিয়ে পোশাক শুকানোর চেষ্টা করুন। অথবা একই কাপড় শুকাতে দুই থেকে তিনবার ড্রায়ার ব্যবহার করতে পারেন।

Next Article