Waterproof Smartphone: কিছু ফোনে জল লাগার ভয় নেই; তবে ওয়াটারপ্রুফ, স্পিলপ্রুফ আর স্প্ল্যাশপ্রুফ ফোনের তফাত কী?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 15, 2023 | 4:34 PM

Water Resistant Smartphone: কিছু স্মার্টফোন নির্মাতারা তাদের পণ্যগুলিকে ওয়াটার প্রুফ, ওয়াটার স্প্ল্যাশ প্রুফ বা স্পিল প্রুফ বলে বিক্রি করে। তবে অনেকেই এই সব কিছুর মধ্যে পার্থক্য জানেন না। মনে করেন সবটাই ওয়াটার প্রুফের তালিকাতেই পড়ছে। কিন্তু আদতে তেমনটা হয় না।

Waterproof Smartphone: কিছু ফোনে জল লাগার ভয় নেই; তবে ওয়াটারপ্রুফ, স্পিলপ্রুফ আর স্প্ল্যাশপ্রুফ ফোনের তফাত কী?

Follow Us

Waterproof Smartphone Buying: যখনই একটি স্মার্টফোন কিনতে যান, তখন দেখে নেন সেই ফোনটি ওয়াটার প্রুফ (জল প্রতিরোধী) কি না। যদিও কেউই ইচ্ছে করে ফোন জলে ভেজাতে চান না। তবে বৃষ্টিতে বা ভুল করেও জলে পড়ে গিয়ে যাতে খারাপ না হয়, সেই জন্যই ওয়াটার প্রুফ স্মার্টফোন কেনার দিকে ঝোঁকেন বহু মানুষ। স্মার্টফোন নির্মাতারাও চায়, তাদের ফোনে সেই সব ফিচার দিতে। তবে কিছু স্মার্টফোন নির্মাতারা তাদের পণ্যগুলিকে ওয়াটার প্রুফ, ওয়াটার স্প্ল্যাশ প্রুফ বা স্পিল প্রুফ বলে বিক্রি করে। তবে অনেকেই এই সব কিছুর মধ্যে পার্থক্য জানেন না। মনে করেন সবটাই ওয়াটার প্রুফের তালিকাতেই পড়ছে। কিন্তু আদতে তেমনটা হয় না। ওয়াটার প্রুফ স্মার্টফোন এবং অন্যান্য স্মার্টফোনের মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে। তাই একটি নতুন ফোন কেনার আগে যাতে কোনও ভুল না হয়, তার জন্য সমস্ত কিছু জেনে নিন।

ওয়াটার প্রুফ স্মার্টফোন:

এই ধরনের স্মার্টফোন জলে ডুবে থাকার পরেও পুরোপুরি কাজ করে। যদিও ওয়াটারপ্রুফ স্মার্টফোন মাত্র কয়েক ঘণ্টার জন্যই এই কাজটি করতে পারে। কিন্তু তার পরে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। ফলে বেশিরভাগ স্মার্টফোনই ওয়াটার প্রুফ বা জলরোধী নয়। এর কারণ হল, কোনও স্মার্টফোনকে ওয়াটার প্রুফ করতে গেলে অনেক খরচ হয়। কোম্পানি যখনই কোনও ফোন কম দামে বিক্রি করে, তখন অনেক সময়ই সেই ফোন ওয়াটার প্রুফ হয় না।

স্প্ল্যাশপ্রুফ স্মার্টফোন:

স্প্ল্যাশপ্রুফ স্মার্টফোন ওয়াটার প্রুফ স্মার্টফোন থেকে একেবারেই আলাদা, অনেক সময় দোকানদাররা এগুলিকে ওয়াটার প্রুফ স্মার্টফোন হিসেবে বিক্রি করে। কিন্তু আদতে তা হয় না। ওয়াটারপ্রুফ স্মার্টফোনের তুলনায়, এগুলি জলে রাখলে নষ্ট হয়ে যেতে পারে। যদি এই স্মার্টফোনগুলিতে একটু জল পড়ে, তবে তা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যায় না। কখনও কখনও বিভিন্ন সমস্যাও দেখা দিতে থাকে।

স্পিলপ্রুফ স্মার্টফোন:

স্পিলপ্রুফ স্মার্টফোন স্প্ল্যাশপ্রুফ স্মার্টফোনের চেয়ে জলে অনেক কম কাজ করতে পারে। তার মানে আপনার স্মার্টফোনটি যদি বৃষ্টিতে ব্যবহার করেন, তবে তা খারাপ হয়ে যেতে পারে। কম দামি স্মার্টফোনগুলিতে সাধারণত স্পিলপ্রুফ ফিচার ব্যবহার করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দোকানদার আপনাকে ওয়াটার প্রুফ স্মার্টফোন বলবে।

Next Article