Hotstar-এ কয়েকশো টাকার সাবস্ক্রিপশন নিয়েও বিজ্ঞাপন দেখাচ্ছে? মুক্তি পান এই উপায়ে
Disney Hotstar Ads Free Plan: আপনি কি ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, যাতে কোনও রকম বিজ্ঞাপন না দেখতে হয়। তবে আজকাল ডিজনি হটস্টারে সাবস্ক্রিপশনের পরেও বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে কোম্পানির তরফে। আপনার সঙ্গেও যদি এমন হয়ে থাকে, তাহলে জেনে নিন কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
OTT প্ল্যাটফর্মে সিনেমা, ওয়েব সিরিজ দেখার সময় বার বার বিজ্ঞাপন কারই বা ভাললাগে। তাই টাকা খরচা করে হলেও সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন। যাতে অন্তত বার বার বিজ্ঞাপন না দেখতে হয়। আজকাল অনেকেই টিভিতে সিনেমা বা সিরিয়াল দেখেন না। অফিস যাওয়ার পথে হোক কিংবা একদম অবসর সময়ে, ফোনে Hostar চালিয়েই দেখে নেন। আপনিও কি ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন, যাতে কোনও রকম বিজ্ঞাপন না দেখতে হয়। তবে আজকাল ডিজনি হটস্টারে সাবস্ক্রিপশনের পরেও বিজ্ঞাপন দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে কোম্পানির তরফে। আপনার সঙ্গেও যদি এমন হয়ে থাকে, তাহলে জেনে নিন কী করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর বিজ্ঞাপন ছাড়াই ওয়েব সিরিজ, সিনেমা দেখতে পারবেন।
কেন বিজ্ঞাপন দেখা যাচ্ছে?
এবার আসা যাক আসল প্রশ্নে, যে এমনটা কেন হচ্ছে। টাকা খরচা করার পরেও কেন বিজ্ঞাপন দেখতে হচ্ছে। আসলে ডিজনি হটস্টার ব্যবহারকারীদের জন্য সাবস্ক্রিপশন প্ল্যানে কিছু পরিবর্তন করেছে। ফলে আপনাকে হটস্টারের কিছু প্ল্যানে বিজ্ঞাপন দেখতে হবে। আপনি যদি কোনও বিজ্ঞাপন ছাড়াই সিনেমা, ওয়েব সিরিজ দেখতে চান, তবে আপনাকে হটস্টারের প্রিমিয়াম প্ল্যানটি নিতে হবে। এতে একেবারে বিজ্ঞাপন মুক্ত কনটেন্ট দেখতে পারবেন।
বিজ্ঞাপন মুক্ত হটস্টার প্ল্যান…
আপনি যদি Hostar-এর প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে থাকেন, তাহলে লাইভ স্পোর্টস, লাইভ শো এবং কিছু নন-ফিকশন কনটেক্ট ছাড়া অন্য কোনও কিছুতে বিজ্ঞাপন দেখতে পাবেন না। এর মানে হল লাইভ শো ছাড়াও, আপনি কোনও বিজ্ঞাপন ছাড়াই ফিল্ম, সিরিয়াল এবং সিরিজের মতো অন্য কোনও কনটেন্ট স্ট্রিম করতে পারেন।
আপনি যদি বিজ্ঞাপন-মুক্ত কনটেন্ট দেখতে চান, তাহলে একটি বিজ্ঞাপন-মুক্ত অ্যাড অন দিয়ে আপনার প্ল্যানটি আপগ্রেড করতে পারবেন। এর পরে আপনি বিজ্ঞাপন মুক্ত কন্টেন্ট স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা পাবেন। অ্যাড ফ্রি অ্যাড অন পরিষেবা এক বছরের জন্য পেয়ে যাবেন। আর তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 200 টাকা। আপনি যদি একজন মোবাইল এবং সুপার প্ল্যান ব্যবহারকারী হন, তাহলে আপনার প্ল্যানকে একটি বিজ্ঞাপন-মুক্ত অ্যাডন দিয়ে আপগ্রেড করে নেওয়া উচিত।