Diwali Gifts: দিওয়ালির গিফট থেকে মিষ্টি, আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিন কয়েক মিনিটে

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 11, 2023 | 1:12 PM

Sweet Delivery App: ইন্টারনেট এখন সব কাজই খুব সহজ করে দিয়েছে। এমন কিছু অ্যাপ রয়েছে, যার সাহায্যে আপনি সহজেই বন্ধু, আত্মীয় পরিজনের বাড়িতে মিষ্টি, চকলেট, কুকিজ পাঠাতে পারবেন। সেই সব অ্যাপগুলি সম্পর্কে জানুন।

Diwali Gifts: দিওয়ালির গিফট থেকে মিষ্টি, আত্মীয়দের বাড়িতে পাঠিয়ে দিন কয়েক মিনিটে

Follow Us

যে কোনও উৎসব সবাই মিলে একসঙ্গে আনন্দ করে কাটানোর ছেকে বড় কিছু আর কী-ই বা হতে পারে। হাতে আর একটা দিন। তারপরেই দীপাবলি। কিন্তু অনেকের পক্ষেই বন্ধু, আত্মীয় পরিজনের বাড়িতে যাওয়া সম্ভব হয় না। কেউ কাজের সূত্রে বাইরের রাজ্য়ে থাকে, আবার কেউ অফিসের কাজে ব্যস্ত। সেই কাজের ফাঁকে সময় বের করে আর কারও বাড়িতে মিষ্টি, গিফট নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু সব কিছুরই উপায় আছে। ইন্টারনেট এখন সব কাজই খুব সহজ করে দিয়েছে। এমন কিছু অ্যাপ রয়েছে, যার সাহায্যে আপনি সহজেই বন্ধু, আত্মীয় পরিজনের বাড়িতে মিষ্টি, চকলেট, কুকিজ পাঠাতে পারবেন। সেই সব অ্যাপগুলি সম্পর্কে জানুন।

igp Gift Delivery App

এই প্ল্যাটফর্মে আপনি এক দিনের মধ্যেই ডেলিভারি পেয়ে যাবেন। এতে আপনি আরও অনেক ধরনের উপহার কিনতে পারবেন। মিষ্টি থেকে শুরু করে, দীপাবলিতে আপনার পছন্দ মতো যে কোনও উপহার দিতে পারবেন এই অ্যাপের সাহায্যে। যাকে পাঠাতে চান, তার বাড়ির ঠিকানা দিয়ে দিলেই তার কাছে পৌছে যাবে মিষ্টি, উপহার।

Gleaming Festival Feast Hamper

আপনি এই গিফট হ্যাম্পারটি পাবেন মাত্র 925 টাকায়। এই হ্যাম্পারে অনেক কিছু থাকে, যার মধ্যে রয়েছে চকলেট, কুকিজ, বিভিন্ন রকমের বাদাম, প্রদীপ এবং পদ্মফুলের আকারের বিভিন্ন মোমবাতি। এছাড়াও, আপনি যদি কম বাজেটে বিভিন্ন উপহার পেয়ে যাবেন। 145 টাকার মধ্যেও উপহার পেয়ে যাবে। আপনি সহজেই যেকোনও জায়গায় ডেলিভারি পেয়ে যাবেন।

Ferns N Petals

এই একই দিনের ডেলিভারি প্ল্যাটফর্ম আপনাকে প্রতিটি উৎসবের জন্য উপহারের হ্যাম্পার এবং মিষ্টির সেরা অপশন। এখানে আপনি আপনার পরিবার, সঙ্গী, ভাইবোন এবং আত্মীয়দের দেওয়ার জন্য সব ধরণের উপহার পাবেন। এমনকি প্রিয়জন যদি বাইরের রাজ্যে থাকে, তাকে এই অ্যাপের সাহায্যে উপহার, ফুল, মিষ্টি পাঠাতে পারবেন। যেদিন অর্ডার করবেন, সেদিনই পৌছে যাবে প্রিয়জনের কাছে।

 

Next Article