AI Apps: স্মার্টফোনে ইউজ় করুন এসব AI অ্যাপ, ঘণ্টাখানেকের কাজ মিটে যাবে কয়েক মিনিটে!

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 04, 2023 | 11:48 AM

AI Apps For Android: আপনাকে এমন একটি অ্যাপের কথা জানানো হবে, যাতে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারবেন। এতে আপনার কাজও অনেক সহজ হয়ে যাবে।

AI Apps: স্মার্টফোনে ইউজ় করুন এসব AI অ্যাপ, ঘণ্টাখানেকের কাজ মিটে যাবে কয়েক মিনিটে!

Follow Us

AI Apps For Mobile: কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর থেকে স্মার্টফোন ব্যবহারকারীরা তা বিভিন্ন উপায়ে ব্যবহার করার চেষ্টা করছেন। এছাড়াও এটি প্রায় প্রতিটি স্মার্টফোন ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় হয়ে উঠেছে। এর একটি বিশেষ সুবিধা হল, এর জন্য যে কোনও কাজই খুব সহজ হয়ে উঠেছে। এই কারণেই আজকাল প্রতিটি মানুষই কোনও না কোনও কাজে AI-কে ব্যবহার করতে চাইছেন। বাজারে অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল অপশন পাওয়া যাচ্ছে। কিন্তু কোনটি আসল, তা বুঝবেন কীভাবে। তার উপর সেই সব টুলের দাম অনেক বেশি। তাই আপনাকে এমন একটি অ্যাপের কথা জানানো হবে, যাতে আপনি খুব সহজেই আপনার স্মার্টফোনে ডাউনলোড করে নিতে পারবেন। এতে আপনার কাজও অনেক সহজ হয়ে যাবে।

Socratic:

এই অ্যাপটি শিক্ষার্থীদের গণিত এবং অন্যান্য হোমওয়ার্ক সম্পূর্ণ করতে সাহায্য করে। এটি একটি AI-চালিত অ্যাপ। Google সম্প্রতি প্রকাশ করেছে যে, এই অ্যাপটি স্মার্টোফোনে ডাউনলোড করে নেওয়া যাবে। শিক্ষার্থীরা তাদের ফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি তুলতে পারে, পরে তাদের প্রশ্নের সঠিক উত্তর জানতে এই অ্যাপটি ব্যবহার করতে পারে এবং এটি করতে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, সাহিত্য, সামাজিক অধ্যয়ন ইত্যাদি শিখতে সাহায্য করবে।

File:

ফাইল একটি এআই-চালিত অ্যাপ। এটি ডেস্কটপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ডাউনলোড করে নিতে পারবেন। এটি একটি স্মার্ট অ্যাক্সেস ম্যানেজমেন্ট অ্যাপ, যা বাজারে বেশ প্রচলিত। অর্থাৎ অনেকেই এই অ্যাপটি ব্যবহার করেন।

DataBot:

DataBot হল একটি AI-চালিত অ্যাপ। এই অ্যাপটি Windows 10, Android এবং iOS-এ র ব্যবহারকারীরা ডাউনলোড করে নিতে পারবেন। এটি Xbox One, iPad, iPod, Android ট্যাবলেট এবং Windows Phone-এও পাওয়া যায়। এই অ্যাপটি আপনার নিজের কণ্ঠে আপনার প্রশ্নের উত্তর দেয়। এমনকি একদম সঠিক উত্তর দেয়। কারণ যে কোনও একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য অ্যাপটি Google-কে ব্যবহার করে। অর্থাৎ কোনও একটি নির্দিষ্ট উত্তর খোঁজার জন্য Google Search, উইকিপিডিয়া, RSS চ্যানেল ইত্যাদি ব্যবহার করে।

Next Article