Best Mobile Apps: ব্লাড টেস্ট থেকে ফুল বডি চেকআপ, সব সুবিধা এক অ্যাপে; জানুন বিস্তারিত

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Sep 16, 2023 | 3:00 PM

Android Apps: আপনি বাড়িতে বসেই ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারবেন। আপনাকে এমনই কিছু অ্যাপ সম্পর্কে জানানো হবে, যেখানে আপনি ঘরে বসেই চিকিৎসকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। কোনও পরীক্ষার প্রয়োজন হলে বাড়ি থেকেই আপনার ব্লাড নিয়ে যাওয়ার জন্য লোক আসবে।

Best Mobile Apps: ব্লাড টেস্ট থেকে ফুল বডি চেকআপ, সব সুবিধা এক অ্যাপে; জানুন বিস্তারিত

Follow Us

আজকাল বেশিরভাগ কাজ মোবাইলেই হয়ে যাচ্ছে। এই কর্ম ব্যস্ত জীবনে যে সব কাজ ফোনেই সম্ভব, তার জন্য আলাদা করে সময় বের করে আবার কোথাও কেন যেতে যাবেন? আর খুব কম লোকই আছেন, যারা সময় বের করে প্রতি মাসে চেকআপের জন্য ডাক্তারের কাছে যান। তবে এবার আপনি সেই কাজটি ফোনেই করে ফেলতে পারবেন। ফুল বডি চেকআপ থেকে শুরু করে রক্ত ​​পরীক্ষা সব কিছুই ফোনে সম্ভব। এমনকি আপনি ডায়াবেটিস থেকে শুরু করে ব্লাড প্রেসার, সব কিছুই মেপে ফেলতে পারবেন ফোনে। এবার আপনার মনে হতেই পারে যে, সেই সব রিপোর্ট ঠিক কি না, তা জানবেন কীভাবে। তারও উপায় আছে। আপনি বাড়িতে বসেই ডাক্তারের সঙ্গে কথা বলে নিতে পারবেন। আপনাকে এমনই কিছু অ্যাপ সম্পর্কে জানানো হবে, যেখানে আপনি ঘরে বসেই চিকিৎসকদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন। কোনও পরীক্ষার প্রয়োজন হলে বাড়ি থেকেই আপনার ব্লাড নিয়ে যাওয়ার জন্য লোক আসবে।

হেলথিয়ানস- ফুল বডি চেকআপ (Healthians -Full Body Checkup)

ভারতে, এই অ্যাপটি কম টাকায় ঘরে বসে ডায়াগনস্টিক পরীক্ষা, স্ক্যান পরীক্ষা এবং ডাক্তারের পরামর্শ দেয়। এটি দ্রুত এবং সঠিক রিপোর্ট দিতে উচ্চ মানের প্রযুক্তি ব্যবহার করে। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি 4.6 রেটিং পেয়েছে। এখন পর্যন্ত 1 মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করেছেন। ফলে আপনি চাইলে ব্যবহার করতে পারেন।

ডাঃ লাল প্যাথল্যাবস- রক্ত ​​পরীক্ষা (Dr Lal PathLabs – Blood Test)

ডাঃ লাল পাথল্যাবস একটি বিশ্বস্ত ডায়াগনস্টিক স্বাস্থ্যসেবা অ্যাপ, যা রক্ত ​​পরীক্ষা, বাড়িতে সংগ্রহ, কোভিড পরীক্ষা, বাড়ির নমুনা সংগ্রহ, ডায়াবেটিস, থাইরয়েড পরীক্ষা, অ্যালার্জি স্ক্রীনিং, জ্বরের পরীক্ষা এবং আরও অনেক কিছু চিকিৎসা করে। এই অ্যাপটি গুগল প্লে স্টোরে 3.5 রেটিং পেয়েছে এবং এখন পর্যন্ত 10 লাখেরও বেশি ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন।

ডেভিসের ল্যাব ও ডায়াগনস্টিক টেস্ট (Davis’s Lab & Diagnostic Tests)

এই অ্যাপে আপনি ঘরে বসে অনেক সুবিধা পাবেন। ঘরে বসেই আপনার চিকিৎসা করাতে পারবেন, এর জন্য আপনার বাইরে যাওয়ারও প্রয়োজন নেই। গুগল প্লে স্টোরে এই অ্যাপটি 3.6 রেটিং পেয়েছে। এতে কম টাকায় চিকিৎসা করাতে পারবেন।

তবে মনে রাখবেন, এই অ্যাপস সম্পর্কে যে সব তথ্য আপনাকে দেওয়া হল, তা প্ল্যাটফর্মে দেওয়া বিশদ অনুযায়ী। যে কোনও অ্যাপ ডাউনলোড করার আগে, দয়া করে সেটি নিজে যাচাই করুন। তারপরেই তা ব্যবহার করুন। আর শরীরে কোনও রকম অসুস্থতা দেখা দিলে সরাসরি ডাক্তারের কাছে যান।

Next Article