Flipkart আর Amazon-এর ফেস্টিভাল সেল আর 2 দিন পরেই, কোন কোন ব্যাঙ্কের কার্ডে বেশি ছাড়?

Upcoming Sale 2023: এই সেলে ইলেকট্রনিক্স, বিউটি প্রোডাক্ট, টিভি, স্মার্টফোন, ফ্যাশন ইত্যাদি আইটেমগুলিতে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। মোবাইল ফোনেও দেওয়া হবে এক্সচেঞ্জ অফার। এছাড়াও আপনি বিশেষ কিছু ব্যাঙ্কের কার্ড দিয়ে শপিং করলে অতিরিক্ত ছাড় পাবেন।

Flipkart আর Amazon-এর ফেস্টিভাল সেল আর 2 দিন পরেই, কোন কোন ব্যাঙ্কের কার্ডে বেশি ছাড়?
Follow Us:
| Edited By: | Updated on: Oct 06, 2023 | 4:55 PM

হাতে আর মাত্র 2 দিন। 8 অক্টোবর থেকে ই-কমার্স ওয়েবসাইটগুলিতে ফেস্টিভ্যাল সেল শুরু হবে। এই সেলে ইলেকট্রনিক্স, বিউটি প্রোডাক্ট, টিভি, স্মার্টফোন, ফ্যাশন ইত্যাদি আইটেমগুলিতে বিশাল ছাড় দেওয়া হচ্ছে। মোবাইল ফোনেও দেওয়া হবে এক্সচেঞ্জ অফার। এছাড়াও আপনি বিশেষ কিছু ব্যাঙ্কের কার্ড দিয়ে শপিং করলে অতিরিক্ত ছাড় পাবেন। তবে তা সাইট অনুযায়ী পাল্টে যাবে। চলুন জেনে নেওয়া যাক কোন সাইটে কী কার্ড ব্যবহার করে কিনলে আপনি বেশি ছাড় পাবেন।

Amazon এবং Flipkart-এ এই কার্ডগুলিতে অফার আছে:

8 অক্টোবর থেকে অ্যামাজন এবং ফ্লিপকার্টে ফেস্টিভ্যাল সেল শুরু হতে চলেছে। এই সেল 14 অক্টোবর পর্যন্ত চলবে। ফ্লিপকার্ট প্লাস এবং অ্যামাজন প্রাইম মেম্বাররা সেল শুরু হওয়ার 24 ঘন্টা আগে সমস্ত অফার দেখতে পাবেন। আর জিনিস কিনতে পারবেন। Flipkart-এ, Axis, Kotak এবং ICICI ব্যাঙ্ক কার্ডে ছাড় দেওয়া হচ্ছে, যখন Amazon-এ, SBI ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলিতে 10% ছাড় দেওয়া হচ্ছে।

Card Insider-এর একটি প্রতিবেদন অনুসারে, Axis Bank ক্রেডিট কার্ড যাদের কাছে আছে, তারা বিগ বিলিয়ন ডে সেলের সময় Flipkart থেকে কিনলে প্রচুর ছাড় পাবেন। Axis Bank ক্রেডিট কার্ডধারীরা 5,000 টাকার উপরে ও EMI-এ 10% ছাড় পাবেন। আর যদি 24,990 টাকার উপরে কেনাকাটা করেন, তাহলে তারা 750 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন। একইভাবে, 79,990 টাকার উপরে কেনাকাটা করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। তবে এই অফার শুধুই Axis Bank ক্রেডিট কার্ড যাদের আছে, তাদের জন্য।

আর ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডধারীরা 5,000 টাকার উপরে কেনাকাটায় 10% ছাড় পাবেন। 24,990 টাকার উপরে কেনাকাটা করলে, 750 টাকার ফ্ল্যাট ছাড় পাবেন। একইভাবে, 79,990 টাকার উপরে কেনাকাটায় 3,000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়াও আপনি Kotak Mahindra ক্রেডিট কার্ডের মাধ্যমে 5,000 টাকার বেশি কেনাকাটা করলে, 10% ছাড় পাবেন। 5,000 টাকার উপরে EMI-এ 10% ছাড় পাওয়া যাবে।